CPIM State Conference: বামেরা কি ঘুমিয়ে পড়ল?

CPIM in West Bengal: ছবিতে দেখা যাচ্ছে, বক্তারা যখন আলোচনা করছে, তখন মঞ্চে থাকা শীর্ষ নেতৃত্বের কেউ কেউ ঘুমোচ্ছেন। আবার কেউ মোবাইল নিয়ে ব্যস্ত। বিষয়টি নিয়ে নেট পাড়ায় ইতিমধ্যেই বামেদের এ হেন ঘুম নিয়ে গুঞ্জন ছড়িয়ে গিয়েছে।

| Edited By: | Updated on: Mar 15, 2022 | 11:52 PM
মঙ্গলবার থেকে শুরু হয়েছে সিপিআইএমের রাজ্য সম্মেলন। তিন দিন ধরে চলবে রাজ্য সম্মেলন। দলের বিভিন্ন গুরুগম্ভীর তাত্ত্বিক ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা এই তিন দিন ধরে। তৈরি হবে আগামী দিনে দলের আন্দোলনের নীল নকশা। কিন্তু প্রথম দিনেই এ কি চিত্র? মঙ্গলবার রাতে রাজ্য সম্মেলনের বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। আর তা ঘিরেই নেট দুনিয়ায় তুমুল চর্চা শুরু হয়েছে।

মঙ্গলবার থেকে শুরু হয়েছে সিপিআইএমের রাজ্য সম্মেলন। তিন দিন ধরে চলবে রাজ্য সম্মেলন। দলের বিভিন্ন গুরুগম্ভীর তাত্ত্বিক ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা এই তিন দিন ধরে। তৈরি হবে আগামী দিনে দলের আন্দোলনের নীল নকশা। কিন্তু প্রথম দিনেই এ কি চিত্র? মঙ্গলবার রাতে রাজ্য সম্মেলনের বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। আর তা ঘিরেই নেট দুনিয়ায় তুমুল চর্চা শুরু হয়েছে।

1 / 5
ছবিতে দেখা যাচ্ছে, বক্তারা যখন আলোচনা করছে, তখন মঞ্চে থাকা শীর্ষ নেতৃত্বের কেউ কেউ ঘুমোচ্ছেন। আবার কেউ মোবাইল নিয়ে ব্যস্ত। বিষয়টি নিয়ে নেট পাড়ায় ইতিমধ্যেই বামেদের এ হেন ঘুম নিয়ে গুঞ্জন ছড়িয়ে গিয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, বক্তারা যখন আলোচনা করছে, তখন মঞ্চে থাকা শীর্ষ নেতৃত্বের কেউ কেউ ঘুমোচ্ছেন। আবার কেউ মোবাইল নিয়ে ব্যস্ত। বিষয়টি নিয়ে নেট পাড়ায় ইতিমধ্যেই বামেদের এ হেন ঘুম নিয়ে গুঞ্জন ছড়িয়ে গিয়েছে।

2 / 5
মঞ্চে তখন দলের গুরুগম্ভীর আলোচনা চলছে। আর এরই মধ্যে ঘুমে কুপোকাৎ মঞ্চে বসে থাকা একাধিক নেতা। সমালোচকরা অনেকেই কটাক্ষের সুরে বলছেন, বাম নেতৃত্ব নাকি এখন বয়সের ভারে জর্জরিত। বাম নেতাদের ঘুমের দৃশ্যকে এভাবেই ব্যাখ্যা করছেন অনেকে।

মঞ্চে তখন দলের গুরুগম্ভীর আলোচনা চলছে। আর এরই মধ্যে ঘুমে কুপোকাৎ মঞ্চে বসে থাকা একাধিক নেতা। সমালোচকরা অনেকেই কটাক্ষের সুরে বলছেন, বাম নেতৃত্ব নাকি এখন বয়সের ভারে জর্জরিত। বাম নেতাদের ঘুমের দৃশ্যকে এভাবেই ব্যাখ্যা করছেন অনেকে।

3 / 5
তবে রাজ্য সম্মেলনে শ্রীদীপ ভট্টাচার্যকে বেশ মনোযোগীই দেখাল। যে ছবিগুলি প্রকাশ্যে এসেছে, সেগুলির মধ্যে একটিতে দেখা যাচ্ছে বক্তার কথা থেকে মন দিয়ে নোট নিয়ে যাচ্ছেন তিনি। উল্লেখ্য, দলের ব্যাটন এবার তাঁর হাতে যেতে পারে বলে বেশ কানাঘুষো ছড়িয়েছে সিপিআইএমের অন্দরে।

তবে রাজ্য সম্মেলনে শ্রীদীপ ভট্টাচার্যকে বেশ মনোযোগীই দেখাল। যে ছবিগুলি প্রকাশ্যে এসেছে, সেগুলির মধ্যে একটিতে দেখা যাচ্ছে বক্তার কথা থেকে মন দিয়ে নোট নিয়ে যাচ্ছেন তিনি। উল্লেখ্য, দলের ব্যাটন এবার তাঁর হাতে যেতে পারে বলে বেশ কানাঘুষো ছড়িয়েছে সিপিআইএমের অন্দরে।

4 / 5
দলীয় সূত্রে খবর, সীতারাম ইয়েচুরি নাকি মঙ্গলবার রাজ্য সম্মেলনে বলেছেন, অনেকে কমিটিতে আছেন কিংবা দায়িত্বে আছেন, কিন্তু সেভাবে সক্রিয়তার সঙ্গে দায়িত্ব পালন করেন না। সক্রিয়তার অভাব রয়েছে। বাংলায় সংগঠন সাজানোর প্রয়োজন রয়েছে বলেও মনে করছেন তিনি। যদি মঙ্গলবার এই চিত্র ধরা পড়ে, তাহলে ইয়েচুরি মশাই যথার্থই বলেছেন - সংগঠন সাজানোর দরকার আছে বটে।

দলীয় সূত্রে খবর, সীতারাম ইয়েচুরি নাকি মঙ্গলবার রাজ্য সম্মেলনে বলেছেন, অনেকে কমিটিতে আছেন কিংবা দায়িত্বে আছেন, কিন্তু সেভাবে সক্রিয়তার সঙ্গে দায়িত্ব পালন করেন না। সক্রিয়তার অভাব রয়েছে। বাংলায় সংগঠন সাজানোর প্রয়োজন রয়েছে বলেও মনে করছেন তিনি। যদি মঙ্গলবার এই চিত্র ধরা পড়ে, তাহলে ইয়েচুরি মশাই যথার্থই বলেছেন - সংগঠন সাজানোর দরকার আছে বটে।

5 / 5
Follow Us: