Shubman Gill: দিল… দিল গিল, টিন্ডারে শুভমনকে খুঁজছেন তরুণী
Shubman Gill receives Tinder Proposal: শুভ সময় চলছে ভারতীয় তারকা ওপেনার শুভমন গিলের। ২০২২ সালের শেষ থেকে ২০২৩ এর শুরুটা ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য যতটা উপভোগ্য হয়েছে, তেমনই স্বপ্নের ফর্মে ব্যাট হাতে আগুন ঝরাচ্ছেন বছর তেইশের শুভমন গিল। ২২ গজের পাশাপাশি তরুণীদের মনেও ঝড় তুলছেন পঞ্জাব তনয়। দুই সারাকে সুযোগ পেলেই নেটিজ়েনরা জুড়ে দিচ্ছেন গিলের সঙ্গে। এ বার সরাসরি প্রোপোজাল পেলেন গিল।
Most Read Stories