Shubman Gill: দিল… দিল গিল, টিন্ডারে শুভমনকে খুঁজছেন তরুণী

Shubman Gill receives Tinder Proposal: শুভ সময় চলছে ভারতীয় তারকা ওপেনার শুভমন গিলের। ২০২২ সালের শেষ থেকে ২০২৩ এর শুরুটা ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য যতটা উপভোগ্য হয়েছে, তেমনই স্বপ্নের ফর্মে ব্যাট হাতে আগুন ঝরাচ্ছেন বছর তেইশের শুভমন গিল। ২২ গজের পাশাপাশি তরুণীদের মনেও ঝড় তুলছেন পঞ্জাব তনয়। দুই সারাকে সুযোগ পেলেই নেটিজ়েনরা জুড়ে দিচ্ছেন গিলের সঙ্গে। এ বার সরাসরি প্রোপোজাল পেলেন গিল।

| Edited By: | Updated on: Feb 02, 2023 | 2:19 PM
শুভমন গিলের (Shubman Gill) শুভ সময় চলছে। দারুণ ফর্মে থাকা বছর তেইশের তরুণ তুর্কিকে দেখলে এমনটাই বলছে ক্রিকেট বিশেষজ্ঞরা। (ছবি-টুইটার)

শুভমন গিলের (Shubman Gill) শুভ সময় চলছে। দারুণ ফর্মে থাকা বছর তেইশের তরুণ তুর্কিকে দেখলে এমনটাই বলছে ক্রিকেট বিশেষজ্ঞরা। (ছবি-টুইটার)

1 / 8
প্রতিভাবান, পরিশ্রমী শুভমন গিল বর্তমান প্রজন্মের অন্যতম স্টাইলিশ ক্রিকেটারও বটেন। তাঁর ব্যাটিংয়ে মুগ্ধ হচ্ছেন সচিন তেন্ডুলকর-বিরাট কোহলি থেকে শুরু করে আপামর ভারতীয় ক্রিকেট প্রেমী। ব্যাট হাতে ২২ গজে শাসন করা ভালোই রপ্ত করেছেন গিল। তরুণীদের মনেও রাজ করা শুরু করেছেন গিল। (ছবি-টুইটার)

প্রতিভাবান, পরিশ্রমী শুভমন গিল বর্তমান প্রজন্মের অন্যতম স্টাইলিশ ক্রিকেটারও বটেন। তাঁর ব্যাটিংয়ে মুগ্ধ হচ্ছেন সচিন তেন্ডুলকর-বিরাট কোহলি থেকে শুরু করে আপামর ভারতীয় ক্রিকেট প্রেমী। ব্যাট হাতে ২২ গজে শাসন করা ভালোই রপ্ত করেছেন গিল। তরুণীদের মনেও রাজ করা শুরু করেছেন গিল। (ছবি-টুইটার)

2 / 8
শুভমন গিল ব্যাট হাতে মাঠ কাঁপান যখন, সেই সময় গ্যালারি থেকে তরুণীরাও গিল গিল... ধ্বনিতে মাতিয়ে দেন। ভারতীয় দলের হার্টথ্রব গিলকে নিয়ে যে তরুণীরাও মাতামাতি শুরু করেছেন, তা ধীরে ধীরে অন্যমাত্রা নিচ্ছে। (ছবি-টুইটার)

শুভমন গিল ব্যাট হাতে মাঠ কাঁপান যখন, সেই সময় গ্যালারি থেকে তরুণীরাও গিল গিল... ধ্বনিতে মাতিয়ে দেন। ভারতীয় দলের হার্টথ্রব গিলকে নিয়ে যে তরুণীরাও মাতামাতি শুরু করেছেন, তা ধীরে ধীরে অন্যমাত্রা নিচ্ছে। (ছবি-টুইটার)

3 / 8
বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে, আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ চলার সময় গিল যখন শতরানের দিকে এগোচ্ছিলেন, তখন গ্যালারিতে উপস্থিত এক তরুণীকে দেখা যায় গিলের উদ্দেশ্যে একটি বিশেষ পোস্টার হাতে দাঁড়িয়ে থাকতে। (ছবি-টুইটার)

বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে, আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ চলার সময় গিল যখন শতরানের দিকে এগোচ্ছিলেন, তখন গ্যালারিতে উপস্থিত এক তরুণীকে দেখা যায় গিলের উদ্দেশ্যে একটি বিশেষ পোস্টার হাতে দাঁড়িয়ে থাকতে। (ছবি-টুইটার)

4 / 8
আমেদাবাদের গ্যালারিতে ওই সুন্দরী তরুণীর হাতে থাকা পোস্টারে লেখা ছিল, ভারতীয় ওপেনারের সঙ্গে টিন্ডার (Tinder) ডেটিং অ্যাপে নিজের ম্যাচ খুঁজে পাওয়ার কথা। সোশ্যাল মিডিয়ায় এই ছবি রীতিমতো ভাইরাল হয়েছে। (ছবি-টুইটার)

আমেদাবাদের গ্যালারিতে ওই সুন্দরী তরুণীর হাতে থাকা পোস্টারে লেখা ছিল, ভারতীয় ওপেনারের সঙ্গে টিন্ডার (Tinder) ডেটিং অ্যাপে নিজের ম্যাচ খুঁজে পাওয়ার কথা। সোশ্যাল মিডিয়ায় এই ছবি রীতিমতো ভাইরাল হয়েছে। (ছবি-টুইটার)

5 / 8
শুভমন গিল যে ধীরে ধীরে তরুণীদের ক্রাশে পরিণত হচ্ছেন, তা বলার আর অপেক্ষা রাখে না। একদিকে ২২ গজে রেকর্ড গড়া, ভাঙার কাজ করছেন গিল, অন্যদিকে শুভমনকে মন দিয়ে বসছেন একাধিক তরুণী। (ছবি-টুইটার)

শুভমন গিল যে ধীরে ধীরে তরুণীদের ক্রাশে পরিণত হচ্ছেন, তা বলার আর অপেক্ষা রাখে না। একদিকে ২২ গজে রেকর্ড গড়া, ভাঙার কাজ করছেন গিল, অন্যদিকে শুভমনকে মন দিয়ে বসছেন একাধিক তরুণী। (ছবি-টুইটার)

6 / 8
ভারতীয়দের মধ্যে তিন ফর্ম্যাটেই সেঞ্চুরি গড়ার কীর্তি এতদিন ছিল সুরেশ রায়না, রোহিত শর্মা, লোকেশ রাহুল এবং বিরাট কোহলির নামের পাশে। এ বার সেই তালিকায় যোগ দিলেন শুভমন গিলও। ভারতীয়দের মধ্যে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতরানের নজির গড়েছেন গিল। (ছবি-টুইটার)

ভারতীয়দের মধ্যে তিন ফর্ম্যাটেই সেঞ্চুরি গড়ার কীর্তি এতদিন ছিল সুরেশ রায়না, রোহিত শর্মা, লোকেশ রাহুল এবং বিরাট কোহলির নামের পাশে। এ বার সেই তালিকায় যোগ দিলেন শুভমন গিলও। ভারতীয়দের মধ্যে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতরানের নজির গড়েছেন গিল। (ছবি-টুইটার)

7 / 8
দুরন্ত ছন্দে থাকা শুভমন গিল শুভেচ্ছায় ভাসছেন। ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি কিউয়িদের বিরুদ্ধে শুভমনের অপরাজিত ১২৬ রানের ইনিংসের পর নিজের ইন্সটাগ্রামে তাঁর সঙ্গে ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, "সিতারা, ভবিষ্যৎ এখানে হাজির।" (ছবি-বিরাট কোহলি ইন্সটাগ্রাম)

দুরন্ত ছন্দে থাকা শুভমন গিল শুভেচ্ছায় ভাসছেন। ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি কিউয়িদের বিরুদ্ধে শুভমনের অপরাজিত ১২৬ রানের ইনিংসের পর নিজের ইন্সটাগ্রামে তাঁর সঙ্গে ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, "সিতারা, ভবিষ্যৎ এখানে হাজির।" (ছবি-বিরাট কোহলি ইন্সটাগ্রাম)

8 / 8
Follow Us: