Sikkim: সিকিমের আনাচে-কানাচে গড়ে উঠেছে অফবিট! তারই এক ঝলক দেখুন ছবিতে

বাড়ির কাছেই যদি হিমালয়ের দর্শন করতে চান, তাহলে সিকিমের থেকে সুন্দর জায়গা আর কিছু হয় না। যতদিন যাচ্ছে, সিকিমে পর্যটন কেন্দ্রের সংখ্যাও বাড়ছে, আর আনাচে কানাচে গড়ে উঠেছে অফবিট। তবে এমনও কিছু জায়গা রয়েছে সিকিমে, যেখানে গেলে আপনার মন ভাল হয়ে যেতে বাধ্য।

1/6
বাড়ির কাছেই যদি হিমালয়ের দর্শন করতে চান, তাহলে সিকিমের থেকে সুন্দর জায়গা আর কিছু হয় না। যতদিন যাচ্ছে, সিকিমে পর্যটন কেন্দ্রের সংখ্যাও বাড়ছে, আর আনাচে কানাচে গড়ে উঠেছে অফবিট। তবে এমনও কিছু জায়গা রয়েছে সিকিমে, যেখানে গেলে আপনার মন ভাল হয়ে যেতে বাধ্য।
বাড়ির কাছেই যদি হিমালয়ের দর্শন করতে চান, তাহলে সিকিমের থেকে সুন্দর জায়গা আর কিছু হয় না। যতদিন যাচ্ছে, সিকিমে পর্যটন কেন্দ্রের সংখ্যাও বাড়ছে, আর আনাচে কানাচে গড়ে উঠেছে অফবিট। তবে এমনও কিছু জায়গা রয়েছে সিকিমে, যেখানে গেলে আপনার মন ভাল হয়ে যেতে বাধ্য।
2/6
গিয়ালশিং: পশ্চিম সিকিমের সবচেয়ে সুন্দর জায়গা এই গিয়ালশিং। এটি গেইজিং নামেও পরিচিত। তুষারবৃত পর্বত, ঘন সবুজ জঙ্গলে ঘেরা এই জায়গা। ট্রেকারদের জন্যও এই জায়গায় রয়েছে একাধিক ট্রেকিং রুটের সুবিধা।
গিয়ালশিং: পশ্চিম সিকিমের সবচেয়ে সুন্দর জায়গা এই গিয়ালশিং। এটি গেইজিং নামেও পরিচিত। তুষারবৃত পর্বত, ঘন সবুজ জঙ্গলে ঘেরা এই জায়গা। ট্রেকারদের জন্যও এই জায়গায় রয়েছে একাধিক ট্রেকিং রুটের সুবিধা।
3/6
সুম্বুক: এই জায়গা দক্ষিণ সিকিম অবস্থিত। অন্যান্য জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলির মত জনপ্রিয় না হলেও সুম্বুকের প্রাকৃতিক পরিবেশ কোনও অংশে কম নয়। বার্ড ওয়াচার স্বর্গোদ্যান বলা চলে সিকিমের এই স্থানকে।
সুম্বুক: এই জায়গা দক্ষিণ সিকিম অবস্থিত। অন্যান্য জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলির মত জনপ্রিয় না হলেও সুম্বুকের প্রাকৃতিক পরিবেশ কোনও অংশে কম নয়। বার্ড ওয়াচার স্বর্গোদ্যান বলা চলে সিকিমের এই স্থানকে।
4/6
কালুক: শিলিগুড়ি থেকে মাত্র ১১০ কিলোমিটার দূরে অবস্থিত সিকিমের কালুক। হিমালয়ের কোলে এমন একটি গ্রাম আছে, তা চোখে না দেখলে বিশ্বাস করা একটু কঠিন হবে। এখানের সবুজ পরিবেশ ও মনোরম জলবায়ু যে কোনও পর্যটকের মন কাড়তে বাধ্য।
কালুক: শিলিগুড়ি থেকে মাত্র ১১০ কিলোমিটার দূরে অবস্থিত সিকিমের কালুক। হিমালয়ের কোলে এমন একটি গ্রাম আছে, তা চোখে না দেখলে বিশ্বাস করা একটু কঠিন হবে। এখানের সবুজ পরিবেশ ও মনোরম জলবায়ু যে কোনও পর্যটকের মন কাড়তে বাধ্য।
5/6
জুলুক: সমুদ্র পৃষ্ঠ থেকে ৩০৪৮ মিটার উঁচুতে অবস্থিত জুলুক। ডিসেম্বরে যদি বাড়ির কাছাকাছি তুষারপাতের আনন্দ নিতে চান তাহলে চলে যান জুলুকে। তাছাড়া যাঁরা নিরিবিলি জনপদ ভালবাসেন তাঁরাও দুদিন কাটিয়ে আসতে পারেন জুলুকে।
জুলুক: সমুদ্র পৃষ্ঠ থেকে ৩০৪৮ মিটার উঁচুতে অবস্থিত জুলুক। ডিসেম্বরে যদি বাড়ির কাছাকাছি তুষারপাতের আনন্দ নিতে চান তাহলে চলে যান জুলুকে। তাছাড়া যাঁরা নিরিবিলি জনপদ ভালবাসেন তাঁরাও দুদিন কাটিয়ে আসতে পারেন জুলুকে।
6/6
কাবি লংস্টক: গ্যাংটকের উত্তর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে অবস্থিত কাবি লংস্টক একটি পর্যটন কেন্দ্র, যার একটি বিশিষ্ট ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। এই জায়গাতেই লেপচা প্রধান তেকুং টেক এবং ভুটিয়া প্রধান খে বুম সারের মধ্যে বন্ধুত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে এখানের সৌন্দর্য যে কোন ভ্রমণপ্রেমীকে আকৃষ্ট করবে।
কাবি লংস্টক: গ্যাংটকের উত্তর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে অবস্থিত কাবি লংস্টক একটি পর্যটন কেন্দ্র, যার একটি বিশিষ্ট ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। এই জায়গাতেই লেপচা প্রধান তেকুং টেক এবং ভুটিয়া প্রধান খে বুম সারের মধ্যে বন্ধুত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে এখানের সৌন্দর্য যে কোন ভ্রমণপ্রেমীকে আকৃষ্ট করবে।

Click on your DTH Provider to Add TV9 Bangla