অনেক সময়ই শত্রুপক্ষের নজর এড়িয়ে অতর্কিতে আঘাত হানা রণকৌশলের অবশ্যম্ভাবী অঙ্গ হিসেবে বিবেচিত হয়। লুকিয়ে শত্রুদের ওপর আক্রমণ করতে তাই স্নাইপার রাইফেলের (Sniper Rifle) জুড়ি মেলা ভার। দূর থেকেও সহজেই এই রাইফেল দিয়ে জব্দ করা যায় বিপক্ষকে। সচরাচর সিনেমার পর্দা ছাড়া দেখা যায়না এই বিশেষ রাইফেল। কিন্তু বাস্তবে এই প্রত্যেকটি সেনা অপারেশন বা সীমান্তে নিরাপত্তা জনিত প্রয়োজনে ব্যবহৃত হয় বিশেষ প্রযুক্তি এই রাইফেল। এই রাইফেলে ব্যবহৃত গুলি আলাদা ধরনের ও বিশেষ ঘাতক ক্ষমতা সম্পন্ন হয়। বর্তমানে জনপ্রিয় মোবাইল গেম ব্যাটেল গ্রাউন্ড (Battle ground mobile India) বা পাবজিতে (Pubg) এডাব্লিউএম (AWM) বা কার ৯৮ (Kar 98) এর মত স্নাইপার রাইফেল গুলির জনপ্রিয়তাও তুঙ্গে। এবার দেখে নেওয়া যাক কোন পাঁচটি ঘাতক স্নাইপার ব্যবহার করে ভারতীয় সশস্ত্র বাহিনীগুলি,