Rinku Singh: স্কুলের গণ্ডি কেন পেরোননি রিঙ্কু সিং?
Rinku Singh's Backround:একটা সময় পর বুঝতে পারেন এই উপার্জনে সংসার চালানো মুশকিল হয়ে যাচ্ছে। পড়াশোনা ছেড়ে শেষমেশ সংসারের হাল ধরেন। আলিগড়ের একটি সাধারণ স্কুল থেকে পড়াশোনা। তবে কলেজের মুখ আর দেখা হয়নি। সাফাইকর্মীর কাজে যোগ দেন। তবে স্বপ্ন দেখেছিলেন ক্রিকেটার হবেন। নিজের চেষ্টায় সেই স্বপ্নকে সত্যি করেছেন রিঙ্কু।
Most Read Stories