Rinku Singh: স্কুলের গণ্ডি কেন পেরোননি রিঙ্কু সিং?

Rinku Singh's Backround:একটা সময় পর বুঝতে পারেন এই উপার্জনে সংসার চালানো মুশকিল হয়ে যাচ্ছে। পড়াশোনা ছেড়ে শেষমেশ সংসারের হাল ধরেন। আলিগড়ের একটি সাধারণ স্কুল থেকে পড়াশোনা। তবে কলেজের মুখ আর দেখা হয়নি। সাফাইকর্মীর কাজে যোগ দেন। তবে স্বপ্ন দেখেছিলেন ক্রিকেটার হবেন। নিজের চেষ্টায় সেই স্বপ্নকে সত্যি করেছেন রিঙ্কু।

| Edited By: | Updated on: Dec 13, 2023 | 3:54 PM
ক্রিকেটের অন্দরে এখন একটাই আলোচনা রিঙ্কু সিং। যাবতীয় আলো এখন তাঁকে ঘিরে। আলিগড়ে বড় হয়ে ওঠা।  (ছবি:X)

ক্রিকেটের অন্দরে এখন একটাই আলোচনা রিঙ্কু সিং। যাবতীয় আলো এখন তাঁকে ঘিরে। আলিগড়ে বড় হয়ে ওঠা। (ছবি:X)

1 / 8
 আইপিএলের মঞ্চ থেকে আত্মপ্রকাশ। তারপর জাতীয় দলের ডাক আসে। আয়ারল্যান্ড সিরিজে ভারতের জার্সিতে অভিষেক হয় তাঁর।  (ছবি:X)

আইপিএলের মঞ্চ থেকে আত্মপ্রকাশ। তারপর জাতীয় দলের ডাক আসে। আয়ারল্যান্ড সিরিজে ভারতের জার্সিতে অভিষেক হয় তাঁর। (ছবি:X)

2 / 8
তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বিশ্বকাপের পর ফের অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত।  (ছবি:X)

তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বিশ্বকাপের পর ফের অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। (ছবি:X)

3 / 8
 অজিদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলেছে তারা। সূর্যকুমার যাদবের নেতৃত্বে সেই সিরিজ জিতেছে ভারত।  (ছবি:X)

অজিদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলেছে তারা। সূর্যকুমার যাদবের নেতৃত্বে সেই সিরিজ জিতেছে ভারত। (ছবি:X)

4 / 8
 দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রিঙ্কু। চলতি ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজেও দুরন্ত পারফরম্যান্স।  (ছবি:X)

দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রিঙ্কু। চলতি ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজেও দুরন্ত পারফরম্যান্স। (ছবি:X)

5 / 8
তবে এই সাফল্য একদিনে আসেনি। ছেলেবেলাটা কেটেছে অভাবের মধ্যে। বাবা বাড়ি-বাড়ি গ্যাস দিতেন। আর বড় দাদা অটো চালাতেন।  (ছবি:X)

তবে এই সাফল্য একদিনে আসেনি। ছেলেবেলাটা কেটেছে অভাবের মধ্যে। বাবা বাড়ি-বাড়ি গ্যাস দিতেন। আর বড় দাদা অটো চালাতেন। (ছবি:X)

6 / 8
একটা সময় পর বুঝতে পারেন এই উপার্জনে সংসার চালানো মুশকিল হয়ে যাচ্ছে। পড়াশোনা ছেড়ে শেষমেশ সংসারের হাল ধরেন।  (ছবি:X)

একটা সময় পর বুঝতে পারেন এই উপার্জনে সংসার চালানো মুশকিল হয়ে যাচ্ছে। পড়াশোনা ছেড়ে শেষমেশ সংসারের হাল ধরেন। (ছবি:X)

7 / 8
 ক্লাস ৮ পর্যন্ত পড়েছেন তিনি। আলিগড়ের একটি সাধারণ স্কুল থেকে পড়াশোনা। তবে কলেজের মুখ আর দেখা হয়নি। সাফাইকর্মীর কাজে যোগ দেন। তবে স্বপ্ন দেখেছিলেন ক্রিকেটার হবেন। নিজের চেষ্টায় সেই স্বপ্নকে সত্যি করেছেন রিঙ্কু।  (ছবি:X)

ক্লাস ৮ পর্যন্ত পড়েছেন তিনি। আলিগড়ের একটি সাধারণ স্কুল থেকে পড়াশোনা। তবে কলেজের মুখ আর দেখা হয়নি। সাফাইকর্মীর কাজে যোগ দেন। তবে স্বপ্ন দেখেছিলেন ক্রিকেটার হবেন। নিজের চেষ্টায় সেই স্বপ্নকে সত্যি করেছেন রিঙ্কু। (ছবি:X)

8 / 8
Follow Us: