OLGA CARMONA : বিশ্বকাপ ফাইনালের একমাত্র গোলদাতা, স্প্যানিশ সুন্দরী ওলগাকে চেনেন?
মেয়েদের ফিফা বিশ্বকাপের ফাইনাল ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ফাইনালে জয়সূচক গোলটি করেন দলের অধিনায়ক ওলগা কারমোনা। তাঁর গোলে প্রথম বার ফুটবল বিশ্বকাপ জিতেছে স্পেনের মহিলা টিম।
Most Read Stories