বর্ষবরণের আনন্দে মাতোয়ারা সকলে। ৩১ ডিসেম্বরের রাত থেকেই উৎসব, আনন্দে মেতেছেন সকলে। কারোর বাড়িতেই হচ্ছে পিকনিক, কেউ আবার বন্ধুবান্ধবদের সঙ্গে খাওয়া-দাওয়ায় মত্ত। বর্ষশেষে বাড়িতে রান্নার থেকে অনেকেই পছন্দ করেন বাইরে থেকে খাবার আনানো।
বাড়ির দোরগোড়ায় খাবার পৌঁছে দেওয়ার জন্য ফুড ডেলিভারি অ্যাপ্লিকেশনগুলির কোনও তুলনা নেই। ফুড ডেলিভারি অ্যাপ সুইগি তাদের বর্ষশেষ ও বর্ষবরণের উৎসবের মাঝে কত খাবার ডেলিভারি হয়েছে, তার তথ্য প্রকাশ করল। সুইগির তরফে জানানো হল, শনিবার, ৩১ ডিসেম্বর তাদের অ্যাপে সবথেকে বেশি বিরিয়ানি অর্ডার হয়েছে। অর্ডারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পিৎজা।
৩১ ডিসেম্বরে দেশজুড়ে সাড়ে তিন লক্ষ বিরিয়ানি ডেলিভারি করেছে সুইগি।
রাত ১০টা ২৫ মিনিট অবধি দেশজুড়ে ৬১ হাজারেরও বেশি পিৎজা ডেলিভারি করেছে সুইগি।
কোন বিরিয়ানি পছন্দ, তা জানতে টুইটারে সুইগি একটি পোলও তৈরি করেছিল। তাতে ৭৫.৪ শতাংশ হায়দরাবাদি বিরিয়ানির পক্ষে ভোট দিয়েছেন। লখনউ বিরিয়ানির পক্ষে ১৪.২ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। কলকাতা বিরিয়ানিকে পছন্দ করেছেন ১০.৪ শতাংশ মানুষ।
শুধু বিরিয়ানি বা পিৎজা নয়, শনিবার সন্ধে ৭টা অবধি সুইগির ইন্সটামার্টে ১.৭৬ লক্ষ প্যাকেট চিপস অর্ডার হয়েছে।
তবে সুইগির ইন্সটামার্টে অর্ডারের ক্ষেত্রে যে জিনিসটি সবথেকে নজর কেড়েছে, তা হল কন্ডোম। ৩১ ডিসেম্বর সুইগিতে মোট ২৭৫৭ প্যাকেট কন্ডোম অর্ডার হয়েছে বলেই জানা গিয়েছে। অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্মের তরফে গ্রাহকদের আরও কন্ডোম অর্ডার করার অনুরোধ জানানো হয়েছে।
নববর্ষে অনেকেই খিচুড়িও অর্ডার করেছেন। ৩১ ডিসেম্বরের রাত ৯টা অবধি ১২ হাজার ৩৪৪ জন খিচুড়ি অর্ডার করেছেন।