CWG 2022: বার্মিংহ্যাম রওনা দিলেন মনিকা-শরথরা
Commonwealth Games 2022: আর মাত্র ৪দিন পরই বার্মিংহ্যামে শুরু হয়ে যাবে মাল্টি স্পোর্টস ইভেন্ট। আজ, রবিবার বার্মিংহ্যাম রওনা দিলেন ভারতের টেবল টেনিস প্লেয়াররা। ২০০২ সাল থেকে কমনওয়েলথে অন্তর্ভূক্ত হয় টেবল টেনিস। তারপর থেকে প্রতি বারই কমনওয়েলথে অংশ নিয়েছেন ভারতীয় টিটি প্লেয়াররা। এবং শুধু অংশ নিয়েছেন তা বলা ঠিক হবে না, কমনওয়েলথে ভারতের টিটি প্লেয়ারদের পারফরম্যান্স বরাবরই ভালো। কমনওয়েলথ গেমস থেকে ভারতের প্লেয়াররা এখনও অবধি মোট ২০ টি পদক পেয়েছেন। এ বারও মনিকা-শরথদের দিকে দেশবাসী তাকিয়ে থাকবে পদকের আশায়।
Most Read Stories