Christmas 2022: বিশ্বের এই দেশগুলিতে বড়দিন পালিত হয় না, কারণ কি জানেন?

Christmas celebration: এটি খ্রিষ্টীয় ধর্মানুষ্ঠান হলেও একাধিক অ-খ্রিষ্টান সম্প্রদায়ও এই বড়দিন মহাসমারোহে পালন করে থাকেন। কিন্তু এই দিনটিকে মনে-প্রাণে মেনে নেয়নি অনেক ধর্মীয় সম্প্রদায়।

| Edited By: | Updated on: Dec 16, 2023 | 3:20 PM
ক্রিসমাস ডে হল খ্রিষ্টদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ২৫ ডিসেম্বর বিশ্বের প্রায় প্রতিটি দেশেই বড়দিন পালিত হয়। এদিন যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে জাঁকজমক উত্‍সব পালিত হয়। কিন্তু কিছু দেশ আছে যেখানে ক্রিসমাস উদযাপন সম্পূর্ণ নিষিদ্ধ।

ক্রিসমাস ডে হল খ্রিষ্টদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ২৫ ডিসেম্বর বিশ্বের প্রায় প্রতিটি দেশেই বড়দিন পালিত হয়। এদিন যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে জাঁকজমক উত্‍সব পালিত হয়। কিন্তু কিছু দেশ আছে যেখানে ক্রিসমাস উদযাপন সম্পূর্ণ নিষিদ্ধ।

1 / 8
ক্রিসমাস শব্দটি এসেছে প্রাচীন ইংরেজি ক্রিস্টেস ম্যাসেস থেকে। যার প্রকৃত অর্থ হল ক্রিসমাস ভর। এটি খ্রিষ্টীয় ধর্মানুষ্ঠান হলেও একাধিক অ-খ্রিষ্টান সম্প্রদায়ও এই বড়দিন মহাসমারোহে পালন করে থাকেন। কিন্তু এই দিনটিকে মনে-প্রাণে মেনে নেয়নি অনেক ধর্মীয় সম্প্রদায়। কারণটা জানলে অবাক হবেন আপনিও...

ক্রিসমাস শব্দটি এসেছে প্রাচীন ইংরেজি ক্রিস্টেস ম্যাসেস থেকে। যার প্রকৃত অর্থ হল ক্রিসমাস ভর। এটি খ্রিষ্টীয় ধর্মানুষ্ঠান হলেও একাধিক অ-খ্রিষ্টান সম্প্রদায়ও এই বড়দিন মহাসমারোহে পালন করে থাকেন। কিন্তু এই দিনটিকে মনে-প্রাণে মেনে নেয়নি অনেক ধর্মীয় সম্প্রদায়। কারণটা জানলে অবাক হবেন আপনিও...

2 / 8
ভুটান:  এই দেশে বৌদ্ধ ধর্মে বিশ্বাসী জনসংখ্যা বেশি। খ্রিস্টধর্মের মানুষ এক শতাংশেরও কম। শুধু তাই নয়, ভুটানি ক্যালেন্ডারেও বড়দিনকে স্থান দেওয়া হয়নি।

ভুটান: এই দেশে বৌদ্ধ ধর্মে বিশ্বাসী জনসংখ্যা বেশি। খ্রিস্টধর্মের মানুষ এক শতাংশেরও কম। শুধু তাই নয়, ভুটানি ক্যালেন্ডারেও বড়দিনকে স্থান দেওয়া হয়নি।

3 / 8
পাকিস্তান: ২৫ ডিসেম্বর পাকিস্তানে সরকারির খাতায় ছুটির দিন, তবুও এখানকার বাসিন্দারা এই দিনটিকে মোহাম্মদ আলী জিন্নাহর জন্মবার্ষিকী হিসাবে উদযাপন করেন। এখানে বড়দিনের বিশেষ কোনও অনুষ্ঠান বা উত্‍সব পালন করা হয় না।

পাকিস্তান: ২৫ ডিসেম্বর পাকিস্তানে সরকারির খাতায় ছুটির দিন, তবুও এখানকার বাসিন্দারা এই দিনটিকে মোহাম্মদ আলী জিন্নাহর জন্মবার্ষিকী হিসাবে উদযাপন করেন। এখানে বড়দিনের বিশেষ কোনও অনুষ্ঠান বা উত্‍সব পালন করা হয় না।

4 / 8
সোমালিয়া: ২০১৫ সালের আফ্রিকার দেশ সোমালিয়ায় ধর্মীয় আইন জারি হওয়ার পর এখানে বড়দিনের উৎসব উদযাপন নিষিদ্ধ করা হয়। ধর্মীয় অনুভূতির কারণে এখানে বড়দিন পালিত হয় না।

সোমালিয়া: ২০১৫ সালের আফ্রিকার দেশ সোমালিয়ায় ধর্মীয় আইন জারি হওয়ার পর এখানে বড়দিনের উৎসব উদযাপন নিষিদ্ধ করা হয়। ধর্মীয় অনুভূতির কারণে এখানে বড়দিন পালিত হয় না।

5 / 8
আফগানিস্তান: বড়দিন হল খ্রিস্টধর্মের একটি বিশেষ উৎসব এবং আফগানিস্তানে খ্রিস্টান ও ইসলামের মধ্যে বহু বছর ধরে চলে আসা বিরোধের কারণে এখানে বড়দিন উদযাপন করা হয় না। আফগানিস্তান একটি ইসলামিক দেশ এবং এখানে বসবাসকারী মুসলিম ধর্মের মানুষজন খ্রিস্টান উৎসব উদযাপনের বিপক্ষে।

আফগানিস্তান: বড়দিন হল খ্রিস্টধর্মের একটি বিশেষ উৎসব এবং আফগানিস্তানে খ্রিস্টান ও ইসলামের মধ্যে বহু বছর ধরে চলে আসা বিরোধের কারণে এখানে বড়দিন উদযাপন করা হয় না। আফগানিস্তান একটি ইসলামিক দেশ এবং এখানে বসবাসকারী মুসলিম ধর্মের মানুষজন খ্রিস্টান উৎসব উদযাপনের বিপক্ষে।

6 / 8
চিন: এই দেশেও বড়দিন পালন করা হয় না। চিন কোনও ধর্মে বিশ্বাস করে না, তাই এখানে বড়দিন উদযাপন হয় না। চিনে, ক্রিসমাস একটি স্বাভাবিক কাজের দিন হিসেবেই পালিত হয়।

চিন: এই দেশেও বড়দিন পালন করা হয় না। চিন কোনও ধর্মে বিশ্বাস করে না, তাই এখানে বড়দিন উদযাপন হয় না। চিনে, ক্রিসমাস একটি স্বাভাবিক কাজের দিন হিসেবেই পালিত হয়।

7 / 8
অন্যান্য দেশ: শুধু এই দেশগুলিই নয়, ইরান, উজবেকিস্তান, তুরস্ক, বাহরাইন, লিবিয়া, কম্বোডিয়া এবং ইসরায়েলের মতো দেশেও বড়দিন পালিত হয় না।

অন্যান্য দেশ: শুধু এই দেশগুলিই নয়, ইরান, উজবেকিস্তান, তুরস্ক, বাহরাইন, লিবিয়া, কম্বোডিয়া এবং ইসরায়েলের মতো দেশেও বড়দিন পালিত হয় না।

8 / 8
Follow Us: