Milind Soman: টানা ১৪ বছরের আইনি জটিলতা! ‘বেশরম রং’ মিলিন্দকে ফের মনে করিয়ে দিল পুরনো সময়

Milind Soman: 'প্রেমিকা' এবং সহকর্মী মধু সাপ্রের সঙ্গে নগ্ন ফটোশুট করে বিতর্কে জড়িয়েছিলেন মডেল-অভিনেতা মিলিন্দ সোমন।

| Edited By: | Updated on: Dec 22, 2022 | 8:30 AM
'প্রেমিকা' এবং সহকর্মী মধু সাপ্রের সঙ্গে নগ্ন ফটোশুট করে বিতর্কে জড়িয়েছিলেন মডেল-অভিনেতা মিলিন্দ সোমন। কিছুদিন আগে নগ্ন ফটোশুট করে বিতর্কে জড়িয়েছেন রণবীর সিংও।

'প্রেমিকা' এবং সহকর্মী মধু সাপ্রের সঙ্গে নগ্ন ফটোশুট করে বিতর্কে জড়িয়েছিলেন মডেল-অভিনেতা মিলিন্দ সোমন। কিছুদিন আগে নগ্ন ফটোশুট করে বিতর্কে জড়িয়েছেন রণবীর সিংও।

1 / 6
সম্প্রতি 'পাঠান' ছবির গান 'বেশরম রং' নিয়ে ফের আলোচনা তুঙ্গে উঠেছে। গানের দৃশ্যে স্বল্পবসনা দীপিকাকে শাহরুখের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে রোম্যান্স করতে দেখা যায় এবং চারপাশ থেকে তীব্র প্রতিক্রিয়া ভেসে আসে। তা দেখেশুনে ফের মুখ খুলেছেন মিলিন্দ সোমন।

সম্প্রতি 'পাঠান' ছবির গান 'বেশরম রং' নিয়ে ফের আলোচনা তুঙ্গে উঠেছে। গানের দৃশ্যে স্বল্পবসনা দীপিকাকে শাহরুখের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে রোম্যান্স করতে দেখা যায় এবং চারপাশ থেকে তীব্র প্রতিক্রিয়া ভেসে আসে। তা দেখেশুনে ফের মুখ খুলেছেন মিলিন্দ সোমন।

2 / 6
৯০-এর দশকে নগ্ন ফটোশুট করার জন্য বিতর্কের মুখে পড়েছিলেন মিলিন্দ। কেবল তাই নয়, তাদের আইনি জটিলতাও কম হয়নি সে সময়।

৯০-এর দশকে নগ্ন ফটোশুট করার জন্য বিতর্কের মুখে পড়েছিলেন মিলিন্দ। কেবল তাই নয়, তাদের আইনি জটিলতাও কম হয়নি সে সময়।

3 / 6
অনেক দুঃখ করে মিলিন্দ বলেছিলেন, "আমার জীবনের ১৪টা বছর নষ্ট হয়েছে আইনি জটিলতায়। প্রথমে বিচার করা প্রয়োজন এটা শিল্প না অশ্লীলতা।"

অনেক দুঃখ করে মিলিন্দ বলেছিলেন, "আমার জীবনের ১৪টা বছর নষ্ট হয়েছে আইনি জটিলতায়। প্রথমে বিচার করা প্রয়োজন এটা শিল্প না অশ্লীলতা।"

4 / 6
তিনি এও বলেছেন, "বাক-স্বাধীনতা থাকাও খুব জরুরি বিষয়। যা বলার, তা বলার অধিকার আছে প্রত্যেকেরই। কেউ যদি আপত্তিকর কিংবা মানহানিকর কিছু বলেন, তা বিচার করার জন্য আইনি ব্যবস্থা আছে দেশে।"

তিনি এও বলেছেন, "বাক-স্বাধীনতা থাকাও খুব জরুরি বিষয়। যা বলার, তা বলার অধিকার আছে প্রত্যেকেরই। কেউ যদি আপত্তিকর কিংবা মানহানিকর কিছু বলেন, তা বিচার করার জন্য আইনি ব্যবস্থা আছে দেশে।"

5 / 6
বরাবরই অন্যরকমভাবে চিন্তাভাবনা করেন মিলিন্দ। তার এই স্বভাবই অন্যদের থেকে তাঁকে আলাদা করে রেখেছে।

বরাবরই অন্যরকমভাবে চিন্তাভাবনা করেন মিলিন্দ। তার এই স্বভাবই অন্যদের থেকে তাঁকে আলাদা করে রেখেছে।

6 / 6
Follow Us: