Katrina Kaif Pregnancy: অন্তঃসত্ত্বা ক্যাটরিনা! স্বামী ভিকির সঙ্গে সুখবর জানাতে চলেছেন ক্যাট…

Vikat Pregnancy: লুকোছাপার অবসান ঘটতে চলেছে। প্রেগন্যান্সির খবর জানাতে চলেছেন ভিকি-ক্যাটরিনা।

Aug 17, 2022 | 3:13 PM
TV9 Bangla Digital

| Edited By: Sneha Sengupta

Aug 17, 2022 | 3:13 PM

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফে দেখা গেল ডাক্তারের চেম্বার থেকে বেরতে। বেশকিছুদিন ধরেই বি-টাউনে গুজব ছিল তুঙ্গে। মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ। তবে প্রকাশ্যে সেই খবর সকলের সঙ্গে ভাগ করে নেননি তাঁরা।

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফে দেখা গেল ডাক্তারের চেম্বার থেকে বেরতে। বেশকিছুদিন ধরেই বি-টাউনে গুজব ছিল তুঙ্গে। মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ। তবে প্রকাশ্যে সেই খবর সকলের সঙ্গে ভাগ করে নেননি তাঁরা।

1 / 6
ক্যাটরিনা তাঁর জন্মদিনে সন্তান জন্মের সুখবর শেয়ার করবেন, এমনটা মনে করেছিলেন অনেকেই। কিন্তু সেরকম কিছুই ঘটেনি।

ক্যাটরিনা তাঁর জন্মদিনে সন্তান জন্মের সুখবর শেয়ার করবেন, এমনটা মনে করেছিলেন অনেকেই। কিন্তু সেরকম কিছুই ঘটেনি।

2 / 6
 শনিবারই কাপুর পরিবারে আসে সুখবর। ভক্তদের অপেক্ষার পালা শেষ, পুত্র সন্তানের জন্মদেন এদিন সোনম কাপুর। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া খবরের মাঝেই চমক আরও এক খবরে।

শনিবারই কাপুর পরিবারে আসে সুখবর। ভক্তদের অপেক্ষার পালা শেষ, পুত্র সন্তানের জন্মদেন এদিন সোনম কাপুর। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া খবরের মাঝেই চমক আরও এক খবরে।

3 / 6
বরাবরই ভিকি ও ক্যাটরিনা ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করতে পছন্দ করেন না। এবারও তার ব্যতিক্রম হল না। তাই অন্তঃসত্ত্বা হওয়ার খবর সত্যি কি মিথ্যে তা এখনও স্পষ্ট নয়।

বরাবরই ভিকি ও ক্যাটরিনা ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করতে পছন্দ করেন না। এবারও তার ব্যতিক্রম হল না। তাই অন্তঃসত্ত্বা হওয়ার খবর সত্যি কি মিথ্যে তা এখনও স্পষ্ট নয়।

4 / 6
অন্যদিকে ক্যাটরিনা সাম্প্রতিক কালের পোশাক, লুক ও গতিবিধিতে কড়া নজর রেখে চলেছে নেটদুনিয়া। ঠিক কোন লুকে কেন ধরা দিচ্ছেন ক্যাট, সেই প্রশ্নও উঠছে, যদিও এই জুটি নিজেই জানিয়েছিলেন অতীতে তেমন কোনও খবর থাকলে নিজেরাই জানাবেন।

অন্যদিকে ক্যাটরিনা সাম্প্রতিক কালের পোশাক, লুক ও গতিবিধিতে কড়া নজর রেখে চলেছে নেটদুনিয়া। ঠিক কোন লুকে কেন ধরা দিচ্ছেন ক্যাট, সেই প্রশ্নও উঠছে, যদিও এই জুটি নিজেই জানিয়েছিলেন অতীতে তেমন কোনও খবর থাকলে নিজেরাই জানাবেন।

5 / 6
সুতরাং, গুড নিউজ় তাঁরা 'কফি উইথ করণ'-এ এসেই জানাতে চান।

সুতরাং, গুড নিউজ় তাঁরা 'কফি উইথ করণ'-এ এসেই জানাতে চান।

6 / 6

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla