Remove Lice: উকুনের জ্বালায় অস্থির? শ্যাম্পুর সঙ্গে বেছে নিন এই ঘরোয়া প্রতিকার, ফল পাবেন ১ সপ্তাহে

Home Remedies to Remove Lice: শ্যাম্পু ব্যবহারের পরও অনেকেই উকুনের হাত থেকে রেহাই না পান। এক্ষেত্রে আপনি ঘরোয়া প্রতিকারের সাহায্য নিতে পারে। এতে ১ সপ্তাহের মধ্যে উকুনের হাত থেকে রেহাই পেতে পারেন।

| Edited By: | Updated on: Apr 01, 2023 | 12:24 PM
চুল পড়া, পাকা চুল, খুশকি—এই ধরনের সমস্যাগুলো প্রায় লেগেই থাকে। কিন্তু যে সমস্যা নিয়ে খোলাখুলি আলোচনা করতে অনেকেই লজ্জা পান, তা হল উকুন। মাথায় উকুন হওয়ার নানা কারণ থাকে। কিন্তু উকুন তাড়াতে বেশি ঝক্কি পোহাতে হয়।

চুল পড়া, পাকা চুল, খুশকি—এই ধরনের সমস্যাগুলো প্রায় লেগেই থাকে। কিন্তু যে সমস্যা নিয়ে খোলাখুলি আলোচনা করতে অনেকেই লজ্জা পান, তা হল উকুন। মাথায় উকুন হওয়ার নানা কারণ থাকে। কিন্তু উকুন তাড়াতে বেশি ঝক্কি পোহাতে হয়।

1 / 8
বাজারে একাধিক উকুননাশক শ্যাম্পু রয়েছে। কিন্তু সেগুলো ১০০ শতাংশ যে কাজ করে, তা নিশ্চিত করা যায় না। আর ঠিকভাবে ওই উকুননাশক শ্যাম্পু ব্যবহারের পরও উকুন থেকে রেহাই পেতে বেশ সময় লেগে যায়।

বাজারে একাধিক উকুননাশক শ্যাম্পু রয়েছে। কিন্তু সেগুলো ১০০ শতাংশ যে কাজ করে, তা নিশ্চিত করা যায় না। আর ঠিকভাবে ওই উকুননাশক শ্যাম্পু ব্যবহারের পরও উকুন থেকে রেহাই পেতে বেশ সময় লেগে যায়।

2 / 8
শ্যাম্পু ব্যবহারের পরও যদি উকুনের হাত থেকে রেহাই না পান, তা হলে ঘরোয়া প্রতিকারের সাহায্য নিতে পারেন। এমন বেশ কিছু উপাদান রয়েছে, যার ব্যবহারে আপনি ১ সপ্তাহের মধ্যে উকুনের হাত থেকে রেহাই পেতে পারেন।

শ্যাম্পু ব্যবহারের পরও যদি উকুনের হাত থেকে রেহাই না পান, তা হলে ঘরোয়া প্রতিকারের সাহায্য নিতে পারেন। এমন বেশ কিছু উপাদান রয়েছে, যার ব্যবহারে আপনি ১ সপ্তাহের মধ্যে উকুনের হাত থেকে রেহাই পেতে পারেন।

3 / 8
শ্যাম্পুর আগে মাথায় ভিনিগার মাখুন। ভিনিগার উকুন মারতে সাহায্য করে। এক্ষেত্রে আপনি অ্যাপেল সাইডার ভিনিগারও ব্যবহার করতে পারেন। অল্প পরিমাণে ভিনিগার নিয়ে স্ক্যাল্পে ভাল করে মালিশ করুন। স্ক্যাল্পের কোনও অংশ বাদ দেবেন না। ১০ মিনিট পর সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন। তারপর শ্যাম্পু করে নিন। সপ্তাহে ৩ দিন ভিনিগার ব্যবহার করলেই আপনি উকুনের হাত থেকে রেহাই পাবেন।

শ্যাম্পুর আগে মাথায় ভিনিগার মাখুন। ভিনিগার উকুন মারতে সাহায্য করে। এক্ষেত্রে আপনি অ্যাপেল সাইডার ভিনিগারও ব্যবহার করতে পারেন। অল্প পরিমাণে ভিনিগার নিয়ে স্ক্যাল্পে ভাল করে মালিশ করুন। স্ক্যাল্পের কোনও অংশ বাদ দেবেন না। ১০ মিনিট পর সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন। তারপর শ্যাম্পু করে নিন। সপ্তাহে ৩ দিন ভিনিগার ব্যবহার করলেই আপনি উকুনের হাত থেকে রেহাই পাবেন।

4 / 8
নিম পাতা ব্যবহার করুন। নিম পাতা উকুনের বিষ। নিম পাতা গুঁড়ো করে টক দই মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এটি আপনি হেয়ার প্যাক হিসেবে লাগাতে পারেন। কিংবা নিম পাতার তেল বানিয়ে নিয়েও ব্যবহার করতে পারেন। এতে আপনার উকুনের সমস্যা দ্রুত দূর হয়ে যাবে।

নিম পাতা ব্যবহার করুন। নিম পাতা উকুনের বিষ। নিম পাতা গুঁড়ো করে টক দই মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এটি আপনি হেয়ার প্যাক হিসেবে লাগাতে পারেন। কিংবা নিম পাতার তেল বানিয়ে নিয়েও ব্যবহার করতে পারেন। এতে আপনার উকুনের সমস্যা দ্রুত দূর হয়ে যাবে।

5 / 8
টি ট্রি অয়েল উকুনের সমস্যা দূর করতে দারুণ কার্যকর। রাতে ঘুমোতে যাওয়ার আগে নারকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিয়ে স্ক্যাল্পে মালিশ করুন। এবার চুলে একটা কাপড় জড়িয়ে ঘুমান। সকালে উঠে শ্যাম্পু করে নিন। এই উপায়টি আপনি এক দিন অন্তর কাজে লাগাতে পারেন।

টি ট্রি অয়েল উকুনের সমস্যা দূর করতে দারুণ কার্যকর। রাতে ঘুমোতে যাওয়ার আগে নারকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিয়ে স্ক্যাল্পে মালিশ করুন। এবার চুলে একটা কাপড় জড়িয়ে ঘুমান। সকালে উঠে শ্যাম্পু করে নিন। এই উপায়টি আপনি এক দিন অন্তর কাজে লাগাতে পারেন।

6 / 8
৫ কোয়া রসুন থেঁতো করে নিন। এতে লেবুর রস মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি ভাল করে চুলে লাগিয়ে নিন। চুলে শাওয়ার ক্যাপ বা তোয়ালে জড়িয়ে নিন। তারপর শ্যাম্পু করে নিন। এতেই আপনার চুলের সমস্যা দূর হয়ে যাবে।

৫ কোয়া রসুন থেঁতো করে নিন। এতে লেবুর রস মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি ভাল করে চুলে লাগিয়ে নিন। চুলে শাওয়ার ক্যাপ বা তোয়ালে জড়িয়ে নিন। তারপর শ্যাম্পু করে নিন। এতেই আপনার চুলের সমস্যা দূর হয়ে যাবে।

7 / 8
পেঁয়াজের রস চুলের জন্য দারুণ উপকারী। একইভাবে, উকুনের সমস্যা দূর করতে সক্ষম পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে সালফার রয়েছে, যা উকুন মারতে সাহায্য করে। পেঁয়াজের রস স্ক্যাল্পে লাগিয়ে ঘণ্টা দুয়েক অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে নিন। এতে উকুন দূর হবে এবং চুলও ভাল থাকবে।

পেঁয়াজের রস চুলের জন্য দারুণ উপকারী। একইভাবে, উকুনের সমস্যা দূর করতে সক্ষম পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে সালফার রয়েছে, যা উকুন মারতে সাহায্য করে। পেঁয়াজের রস স্ক্যাল্পে লাগিয়ে ঘণ্টা দুয়েক অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে নিন। এতে উকুন দূর হবে এবং চুলও ভাল থাকবে।

8 / 8
Follow Us:
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...