Noodles: স্বাদেও আলাদা, নামেও রয়েছে পার্থক্য! তবু পৃথিবীর প্রায় সবদেশেই পাওয়া যায় ন্যুডলস

কিছু কিছু খাবার এমন রয়েছে যা পৃথিবীর সর্বত্র পাওয়া যায়। কিন্তু প্রত্যেকটা দেশে রয়েছে তাদের নিজস্ব‌ নাম এবং স্বাদ। এরকমই একটি খাদ্য হল ন্যুডলস। দেখে নিন পৃথিবীর কোন দেশে কী নামে পরিচিত এই খাবার!

| Edited By: | Updated on: Sep 17, 2021 | 6:37 PM
জাপানের জনপ্রিয় নুডলস র‍্যামেন...

জাপানের জনপ্রিয় নুডলস র‍্যামেন...

1 / 7
কোরিয়ান ফুড এখন বিশ্বে বেশ জনপ্রিয়। সেই তালিকায় রয়েছে কোরিয়ার ন্যুডলস জাপচে

কোরিয়ান ফুড এখন বিশ্বে বেশ জনপ্রিয়। সেই তালিকায় রয়েছে কোরিয়ার ন্যুডলস জাপচে

2 / 7
ভিতেনামে ন্যুডলস পরিচিত ফো নামে। এখানেও ব্যবহার করা হয় রাইস ন্যুডল তার সঙ্গে থাকে চিকেন বা বিফের স্টক আর আদা, রসুন এবং বিভিন্ন মশলা।

ভিতেনামে ন্যুডলস পরিচিত ফো নামে। এখানেও ব্যবহার করা হয় রাইস ন্যুডল তার সঙ্গে থাকে চিকেন বা বিফের স্টক আর আদা, রসুন এবং বিভিন্ন মশলা।

3 / 7
লাকসা হল মালয়েশিয়া, সিঙ্গাপুরএবং ইন্দোনেশিয়ার একটি জনপ্রিয় ন্যুডলস

লাকসা হল মালয়েশিয়া, সিঙ্গাপুরএবং ইন্দোনেশিয়ার একটি জনপ্রিয় ন্যুডলস

4 / 7
জাপানিস, চাইনিজ, ফিলিপিনো, পর্তুগিজ এবং পলিনেশিয়ানের সংস্কৃতিকে মিশিয়ে হাওয়াইতে পাওয়া যায় সাইমিন।

জাপানিস, চাইনিজ, ফিলিপিনো, পর্তুগিজ এবং পলিনেশিয়ানের সংস্কৃতিকে মিশিয়ে হাওয়াইতে পাওয়া যায় সাইমিন।

5 / 7
পেস্তোর চল ইদানিং খুব জনপ্রিয় হয়েছে। এই পেস্তো হল পেরুর একটি জনপ্রিয় পদ। এখানে পেস্তো ন্যুডলসকে বলা হয় ট্যালারিন ভেরডিস যার অর্থ সবুজ ন্যুডলস।

পেস্তোর চল ইদানিং খুব জনপ্রিয় হয়েছে। এই পেস্তো হল পেরুর একটি জনপ্রিয় পদ। এখানে পেস্তো ন্যুডলসকে বলা হয় ট্যালারিন ভেরডিস যার অর্থ সবুজ ন্যুডলস।

6 / 7
জাপানের আরেকটি জনপ্রিয় ন্যুডলস হল উডন। এটি মাখন ও সোয়া সস দিয়ে তৈরি করা হয়।

জাপানের আরেকটি জনপ্রিয় ন্যুডলস হল উডন। এটি মাখন ও সোয়া সস দিয়ে তৈরি করা হয়।

7 / 7
Follow Us: