প্রয়াত হয়েছেন দিলীপ কুমার। রেখে গিয়েছেন তাঁর অমর কীর্তি, যা অবিনশ্বর। তাঁর সেই সৃষ্টিগুলি আজও সযত্নে রাখা আছে অ্যামাজন-নেটফ্লিক্স সহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে। কোথায় কোন ছবি দেখতে পারবেন, সে বিষয়ে রইল সবিস্তারিত।
অ্যামাজন প্রাইমে রয়েছে অভিনেতার একগুচ্ছ ছবি। এর মধ্যে রয়েছে ১৯৫৯ সালে মুক্তি প্রাপ্ত ছবি পয়গাম। রয়েছে বিখ্যাত রোম্যান্টিক ড্রামা নয়া দৌড় থেকে শুরু করে মশালের মতো জ্বলন্ত ছবি, যা প্রযোজনা করেছিলেন যশ চোপড়া।
এখানেই শেষ নয়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি 'দেবদাস'কেও প্রথম বার পর্দায় নিয়ে এসেছিলেন দিলীপ কুমার। সেই ছবিও পেয়ে যাবেন অ্যামাজনেই। পাবেন দুনিয়া, দাস্তান, মজদুর সহ বেশ কিছু জনপ্রিয় ছবি।
এবার আসা যাক নেটফ্লিক্সে। অ্যামাজন প্রাইমের মতো দিলীপ কুমারের ছবির সুবিশাল ভান্ডার না থাকলেও এই ওটিটি প্ল্যাটফর্মে আপনি দেখতে পাবেন কিলা। যা মুক্তি পেয়েছিল ১৯৯৮ সালে। ওই ছবিই তাঁর শেষ ছবি।
অন্যদিকে জি-ফাইভে পেয়ে যাবে অভিনেতার আইকনিক ছবি মুঘল-ই-আজম। এ ছাড়াও শক্তি, সওদাগর, মধুমতী, ক্রান্তি, দাগসহ একগুচ্ছ সুপারহিট ছবি আপনি পেয়ে যাবেন এখানে।
ওদিকে আবার এমএক্স প্লেয়ারও সাজিয়ে রেখেছে রাশি রাশি সম্ভার। মেলা, আন্দাজ নয়া দৌড়ের মতো ছবি পেয়ে যাবেন এখানে। দেবদাস পেয়ে যাবেন এখানেও।
বাদ নেই এরস নাও। এমএক্স প্লেয়ারের মতো এখানেও পেয়ে যাবেন আন্দাজ। এ ছাড়াও রাম অউর শ্যাম, আনোখা, আরজু, অমরসহ বেশ কিছু ছবি দেখতে পারবেন আপনি।