Pooja Bhatt: আলিয়ার সৎ দিদি আদপে তাঁর নিজের মা? মেয়ের সঙ্গে মহেশের ‘সম্পর্ক’ চর্চায়

Pooja Bhatt: পূজা ভাট-- বলিউডে বিতর্কিত চরিত্র। তাঁকে নিয়ে বারেবারেই হয়েছে নানা কাটাছেঁড়া। রটেছে কত কিছুই। তবে পূজার নামে রটা সবচেয়ে ভয়ানক রটনা শুনলে মাথা নিচু করবেন আপনিও।

| Edited By: | Updated on: Feb 25, 2023 | 7:12 PM
পূজা ভাট-- বলিউডে বিতর্কিত চরিত্র। তাঁকে নিয়ে বারেবারেই হয়েছে নানা কাটাছেঁড়া। রটেছে কত কিছুই। তবে পূজার নামে রটা সবচেয়ে ভয়ানক রটনা শুনলে মাথা নিচু করবেন আপনিও।

পূজা ভাট-- বলিউডে বিতর্কিত চরিত্র। তাঁকে নিয়ে বারেবারেই হয়েছে নানা কাটাছেঁড়া। রটেছে কত কিছুই। তবে পূজার নামে রটা সবচেয়ে ভয়ানক রটনা শুনলে মাথা নিচু করবেন আপনিও।

1 / 8
বাবা মহেশ ভাটের ঠোঁটে চুম্বন থেকে শুরু করে নানা 'কেচ্ছা'য় বারংবার কলুষিত হয়েছে তাঁর নাম। এমনকি আলিয়াকে জড়িয়েও তাঁকে নিয়ে করা হয়েছে নানা কুৎসিত ইঙ্গিত।

বাবা মহেশ ভাটের ঠোঁটে চুম্বন থেকে শুরু করে নানা 'কেচ্ছা'য় বারংবার কলুষিত হয়েছে তাঁর নাম। এমনকি আলিয়াকে জড়িয়েও তাঁকে নিয়ে করা হয়েছে নানা কুৎসিত ইঙ্গিত।

2 / 8
বি-টাউনের চাপা গুঞ্জন, আলিয়া ভাট নাকি সোনি রাজদানের সন্তান নয়। তিনি নাকি পূজা ও মহেশের 'লাভ চাইল্ড'। একবার এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুলেছিলেন আলিয়া নিজেও।

বি-টাউনের চাপা গুঞ্জন, আলিয়া ভাট নাকি সোনি রাজদানের সন্তান নয়। তিনি নাকি পূজা ও মহেশের 'লাভ চাইল্ড'। একবার এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুলেছিলেন আলিয়া নিজেও।

3 / 8
জানিয়েছিলেন, এ রটনা নিয়ে ওয়াকিবহাল তিনিও। তিনিও জানেন তাঁকে ও তাঁর সৎ দিদিকে নিয়ে এরকম এক রটনা রয়েছে বাজারে। যদিও তিনি এ নিয়ে বিশেষ ভাবিত নন। তিনি জানেন, এ রটনা, রটনা ব্যতীত আর কিছুই নয়।

জানিয়েছিলেন, এ রটনা নিয়ে ওয়াকিবহাল তিনিও। তিনিও জানেন তাঁকে ও তাঁর সৎ দিদিকে নিয়ে এরকম এক রটনা রয়েছে বাজারে। যদিও তিনি এ নিয়ে বিশেষ ভাবিত নন। তিনি জানেন, এ রটনা, রটনা ব্যতীত আর কিছুই নয়।

4 / 8
তবে অতীতে মহেশ ভাট তাঁর মেয়ে পূজা ভাটকে নিয়ে এক বিতর্কিত মন্তব্য করেছিলে। তিনি বলেছিলেন মেয়ে না হলে পূজাকে বিয়ে করতেন তিনি।

তবে অতীতে মহেশ ভাট তাঁর মেয়ে পূজা ভাটকে নিয়ে এক বিতর্কিত মন্তব্য করেছিলে। তিনি বলেছিলেন মেয়ে না হলে পূজাকে বিয়ে করতেন তিনি।

5 / 8
তাঁর ওই মন্তব্যে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল, নিন্দা হয়েছিল সর্বত্র। এখানেই শেষ নয়, এর প্রভাব পড়েছিল পূজা ভাটের কেরিয়ারেও।

তাঁর ওই মন্তব্যে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল, নিন্দা হয়েছিল সর্বত্র। এখানেই শেষ নয়, এর প্রভাব পড়েছিল পূজা ভাটের কেরিয়ারেও।

6 / 8
এখানেই কি শেষ নাকি, অতীতে পূজা ভাটের আচার আচরণও বারংবার উঠে এসেছে আলোচনা । শোনা যায় মদে আসক্ত ছিলেন তিনি। এমনকি রণবীর শো'রের সঙ্গে তাঁর বিচ্ছেদও হয়েছিল এই কারণে-- এমনটাই দাবি করেছিলেন অভিনেতা।

এখানেই কি শেষ নাকি, অতীতে পূজা ভাটের আচার আচরণও বারংবার উঠে এসেছে আলোচনা । শোনা যায় মদে আসক্ত ছিলেন তিনি। এমনকি রণবীর শো'রের সঙ্গে তাঁর বিচ্ছেদও হয়েছিল এই কারণে-- এমনটাই দাবি করেছিলেন অভিনেতা।

7 / 8
তবে এখন এ সব অতীত। আজ সমস্ত বিতর্ক থেকে দূরে তিনি। নিজেই জীবন কাটাচ্ছেন নিজের শর্তে।

তবে এখন এ সব অতীত। আজ সমস্ত বিতর্ক থেকে দূরে তিনি। নিজেই জীবন কাটাচ্ছেন নিজের শর্তে।

8 / 8
Follow Us: