Kohli and Dhoni: ‘মাহি ভাই ফোন রিসিভ করেন না’, বিরাট কি অভিমানী?
বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি শুধু একে অপরের সতীর্থ ছিলেন না। মাঠে তাঁদের বোঝাপড়া, বিরাটের প্রতি মাহির ভরসা ও ধোনির প্রতি বিরাটের শ্রদ্ধা দেখেই আন্দাজ করা যায় তাঁদের সম্পর্কটা শুধু ক্রিকেটেই সীমাবদ্ধ নয়।
Most Read Stories