দামামা বেজে গিয়েছে আইপিএলের। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। সূচি বলছে, ৩১ মার্চ গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে ম্যাচ দিয়ে শুরু হয়ে যাবে ষষ্ঠদশ আইপিএল। ফ্র্যাঞ্চাইজিগুলি কোমর বেঁধে নেমে পড়েছে। ক্রিকেট ভক্তরাও তৈরি কোটিপতি লিগ উপভোগ করার জন্য। (ছবি:টুইটার)
আপনি কি জানেন আইপিএলের সবচেয়ে দামি ক্যাপ্টেন ফর্মের ধারপাশ দিয়ে না যাওয়া লোকেশ রাহুল! কোটিপতি লিগের সবচেয়ে কম দামি ক্যাপ্টেন হলেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসের সাফল্যের পিছনে যাঁর অবদান সবচেয়ে বেশি। ষষ্ঠদশ আইপিএলে ধোনি পাবেন ১২ কোটি টাকা।(ছবি:টুইটার)
জাতীয় দলের হয়ে ফর্ম যাই হোক, আইপিএল অকশনের টেবিলে ঝড় তুলেছিলেন লোকেশ রাহুল। লখনৌ সুপার জায়ান্টস অধিনায়ক ২০২৩ সালের আইপিএলের জন্য পাচ্ছেন ১৭ কোটি টাকা।(ছবি:টুইটার)
রাহুলের পরেই রয়েছেন টুর্নামেন্টের সবচেয়ে সফল অধিনায়ক রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক এ বছরের আইপিএলে পাবেন ১৬ কোটি টাকা।(ছবি:টুইটার)
হার্দিক পাণ্ডিয়া প্রথমবার আইপিএলে নেতৃত্ব দিয়েই নতুন দল গুজরাট টাইটান্সের হাতে আইপিএল ট্রফি তুলে দিয়েছেন। হার্দিক পাচ্ছেন ১৫ কোটি টাকা। (ছবি:টুইটার)
রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন পাচ্ছেন ১৪ কোটি টাকা। (ছবি:টুইটার)
কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার পাচ্ছেন ১২.২৫ কোটি টাকা। (ছবি:টুইটার)