সমুদ্র সৈকত হোক বা সাদা বরফে ঢাকা পার্বত্য এলাকা, বিশ্বের সেরা গন্তব্যস্থলগুলি এই দেশেই বিদ্যমান। হিমালয় পর্বতমালা ও আন্দামান নিকোবরের নীল সমুদ্র ও সাদা সৈকত থেকে শুরু করে জয়সালমেরের টিলা ও উত্তর-পূর্ব হিলের স্টেশন , সবই ভারতে রয়েছে।
আউলি- উত্তরাখণ্ডের এই ছোট্ট হিল স্টেশন এটি। বছরের যে কোনো সময় মনোরম পরিবেশ থাকলেও শীতকালে গোটা এলাকাই তুষারাবৃত গ্রামগুলি সত্যিকারে রূপকথার কাহিনির মতো দেখতে লাগে।
সোমগো লেক- বৃহত্তর হিমালয় পর্বতমালার পাদদেশে অবস্থিত সিকিমের শীতকালীন সেরা গন্তব্যস্থল। এই লেকে এই মরসুমে প্রচুর প্রজাতির পরিযায়ী পাখির দেখা পেতে পারেন। এছাড়া লেককে ঘিরে বরফের স্তূপ দেখার মত।
আন্দামান ও নিকোবর- শীতমানেই কিন্তু পাহাড় নয়। নীল সমুদ্রের বুকে ভিনটেজ জিপ ট্যুর, সুর্যোদয় দেখা, মনোরম পরিবেশে অফসাইট ভ্রমণের জন্য এই দ্বীপ সেরা গন্তব্যস্থল।
তাওয়াং- অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রামে বিশেষ করে শীতকালে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসেন। সন্ধ্যে নামতেই বরফে ঢাকা বাড়িগুলি যখন একসঙ্গে আলো জ্বালায়,সেই দৃশ্যে কখনও ভোলার নয়।
নৈনিতাল- উত্তরাখণ্ডের অন্যতম সম্পদ। শীতের দিনে সবচেয়ে মনোরম অভিজ্ঞতা পেতে এই জায়গায় একবার আসতেই হবে। ঠান্ডা কনকনে হাওয়া ও রোদের ঝিকিমিকি হাসিতে হ্রদের বুকে বোটিং করার সুযোগ হাতছাড়া করা চলবে না।
মুন্নার- দক্ষিণ ভারতে শীতকালীন ছুটি কাটানোর জন্য এই জায়গাটি হল বেস্ট। প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে কেরালার মুন্নার হল স্বর্গরাজ্য। এখানে এলে মন, শরীর ও আত্মা- সতেজ ও তৃপ্তি লাভ করবে।