Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

December In India: স্বপ্নের দেশে পাড়ি দেওয়ার আদর্শ সময় ডিসেম্বর! কোথায় যাবেন, দেখুন ছবিতে

হিল স্টেশন থেকে নীল সমুদ্র সৈকত, শীতকালের সেরা গন্তব্যস্থলগুলির হদিশ পেতে এখানে একটি তালিকা দেওয়া হল, তা দেখে নিন একনজরে

| Edited By: | Updated on: Dec 15, 2021 | 5:39 PM
সমুদ্র সৈকত হোক বা সাদা বরফে ঢাকা পার্বত্য এলাকা, বিশ্বের সেরা গন্তব্যস্থলগুলি এই দেশেই বিদ্যমান। হিমালয় পর্বতমালা ও আন্দামান নিকোবরের নীল সমুদ্র ও সাদা সৈকত থেকে শুরু করে জয়সালমেরের টিলা ও উত্তর-পূর্ব হিলের স্টেশন , সবই ভারতে রয়েছে।

সমুদ্র সৈকত হোক বা সাদা বরফে ঢাকা পার্বত্য এলাকা, বিশ্বের সেরা গন্তব্যস্থলগুলি এই দেশেই বিদ্যমান। হিমালয় পর্বতমালা ও আন্দামান নিকোবরের নীল সমুদ্র ও সাদা সৈকত থেকে শুরু করে জয়সালমেরের টিলা ও উত্তর-পূর্ব হিলের স্টেশন , সবই ভারতে রয়েছে।

1 / 7
আউলি- উত্তরাখণ্ডের এই ছোট্ট হিল স্টেশন এটি। বছরের যে কোনো সময়  মনোরম পরিবেশ থাকলেও শীতকালে গোটা এলাকাই তুষারাবৃত গ্রামগুলি সত্যিকারে রূপকথার কাহিনির মতো দেখতে লাগে।

আউলি- উত্তরাখণ্ডের এই ছোট্ট হিল স্টেশন এটি। বছরের যে কোনো সময় মনোরম পরিবেশ থাকলেও শীতকালে গোটা এলাকাই তুষারাবৃত গ্রামগুলি সত্যিকারে রূপকথার কাহিনির মতো দেখতে লাগে।

2 / 7
সোমগো  লেক- বৃহত্তর হিমালয় পর্বতমালার পাদদেশে অবস্থিত সিকিমের শীতকালীন সেরা গন্তব্যস্থল। এই লেকে এই মরসুমে প্রচুর প্রজাতির পরিযায়ী পাখির দেখা পেতে পারেন। এছাড়া লেককে ঘিরে বরফের স্তূপ দেখার মত।

সোমগো লেক- বৃহত্তর হিমালয় পর্বতমালার পাদদেশে অবস্থিত সিকিমের শীতকালীন সেরা গন্তব্যস্থল। এই লেকে এই মরসুমে প্রচুর প্রজাতির পরিযায়ী পাখির দেখা পেতে পারেন। এছাড়া লেককে ঘিরে বরফের স্তূপ দেখার মত।

3 / 7
আন্দামান ও নিকোবর- শীতমানেই কিন্তু পাহাড় নয়। নীল সমুদ্রের বুকে ভিনটেজ জিপ ট্যুর, সুর্যোদয় দেখা, মনোরম পরিবেশে অফসাইট ভ্রমণের জন্য এই দ্বীপ সেরা গন্তব্যস্থল।

আন্দামান ও নিকোবর- শীতমানেই কিন্তু পাহাড় নয়। নীল সমুদ্রের বুকে ভিনটেজ জিপ ট্যুর, সুর্যোদয় দেখা, মনোরম পরিবেশে অফসাইট ভ্রমণের জন্য এই দ্বীপ সেরা গন্তব্যস্থল।

4 / 7
তাওয়াং- অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রামে  বিশেষ করে শীতকালে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসেন। সন্ধ্যে নামতেই বরফে ঢাকা বাড়িগুলি যখন একসঙ্গে আলো জ্বালায়,সেই দৃশ্যে কখনও ভোলার নয়।

তাওয়াং- অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রামে বিশেষ করে শীতকালে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসেন। সন্ধ্যে নামতেই বরফে ঢাকা বাড়িগুলি যখন একসঙ্গে আলো জ্বালায়,সেই দৃশ্যে কখনও ভোলার নয়।

5 / 7
নৈনিতাল- উত্তরাখণ্ডের অন্যতম সম্পদ। শীতের দিনে সবচেয়ে মনোরম অভিজ্ঞতা পেতে এই জায়গায় একবার আসতেই হবে। ঠান্ডা কনকনে হাওয়া ও রোদের ঝিকিমিকি হাসিতে হ্রদের বুকে বোটিং করার সুযোগ হাতছাড়া করা চলবে না।

নৈনিতাল- উত্তরাখণ্ডের অন্যতম সম্পদ। শীতের দিনে সবচেয়ে মনোরম অভিজ্ঞতা পেতে এই জায়গায় একবার আসতেই হবে। ঠান্ডা কনকনে হাওয়া ও রোদের ঝিকিমিকি হাসিতে হ্রদের বুকে বোটিং করার সুযোগ হাতছাড়া করা চলবে না।

6 / 7
মুন্নার- দক্ষিণ ভারতে শীতকালীন ছুটি কাটানোর জন্য এই জায়গাটি হল বেস্ট। প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে কেরালার মুন্নার হল স্বর্গরাজ্য। এখানে এলে মন, শরীর ও আত্মা- সতেজ ও তৃপ্তি লাভ করবে।

মুন্নার- দক্ষিণ ভারতে শীতকালীন ছুটি কাটানোর জন্য এই জায়গাটি হল বেস্ট। প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে কেরালার মুন্নার হল স্বর্গরাজ্য। এখানে এলে মন, শরীর ও আত্মা- সতেজ ও তৃপ্তি লাভ করবে।

7 / 7
Follow Us: