JULIANE SEYFARTH: ক্যামেরার সামনে নগ্ন হলেন অলিম্পিয়ান, মাথা ঘুরে গেল নেটিজেনদের

কখনও সমুদ্র পাড়ে, কখনও আবার পাহাড়ের খাঁজে, সূর্যাস্তের লাল আভায় মেখে ন্যুড ফোটোশুট জুলিয়ান সেফার্থের। শীতকালীন অলিম্পিকের স্কি জাম্পার। জার্মানির প্লেবয় ম্যাগাজিনের ৫০তম জন্মদিন উপলক্ষে ন্যুড হলেন অ্যাথলিট কাম মডেল। চমকে গেল অনুরাগীরা।

| Edited By: | Updated on: Jul 16, 2022 | 10:01 AM
কখনও সমুদ্র পাড়ে, কখনও আবার পাহাড়ের খাঁজে, সূর্যাস্তের লাল আভায় মেখে ন্যুড ফোটোশুট জুলিয়ান সেফার্থের। শীতকালীন অলিম্পিকের স্কি জাম্পার। জার্মানির প্লেবয় ম্যাগাজিনের ৫০তম জন্মদিন উপলক্ষে ন্যুড হলেন অ্যাথলিট কাম মডেল। চমকে গেল অনুরাগীরা। (ছবি:ইনস্টাগ্রাম)

কখনও সমুদ্র পাড়ে, কখনও আবার পাহাড়ের খাঁজে, সূর্যাস্তের লাল আভায় মেখে ন্যুড ফোটোশুট জুলিয়ান সেফার্থের। শীতকালীন অলিম্পিকের স্কি জাম্পার। জার্মানির প্লেবয় ম্যাগাজিনের ৫০তম জন্মদিন উপলক্ষে ন্যুড হলেন অ্যাথলিট কাম মডেল। চমকে গেল অনুরাগীরা। (ছবি:ইনস্টাগ্রাম)

1 / 5
৩২ বছরের সেফার্থ অতীতেও সাহসী ফোটোশুট করিয়েছেন। বিকিনি বা টপলেস ছবিতে তাঁর আকর্ষণীয় ফিগার তাক লাগিয়ে দেওয়ার মতো।(ছবি:ইনস্টাগ্রাম)

৩২ বছরের সেফার্থ অতীতেও সাহসী ফোটোশুট করিয়েছেন। বিকিনি বা টপলেস ছবিতে তাঁর আকর্ষণীয় ফিগার তাক লাগিয়ে দেওয়ার মতো।(ছবি:ইনস্টাগ্রাম)

2 / 5
এবার আরও একধাপ এগিয়ে ক্যামেরার সামনে নগ্ন হলেন জুলিয়ান। পায়ে শুধু কনভার্স জুতো। আর খোলা জ্যাকেট, ব্যাস। পড়ন্ত বিকেলে উষ্ণতা দ্বিগুণ করলেন সেফার্থ।(ছবি:ইনস্টাগ্রাম)

এবার আরও একধাপ এগিয়ে ক্যামেরার সামনে নগ্ন হলেন জুলিয়ান। পায়ে শুধু কনভার্স জুতো। আর খোলা জ্যাকেট, ব্যাস। পড়ন্ত বিকেলে উষ্ণতা দ্বিগুণ করলেন সেফার্থ।(ছবি:ইনস্টাগ্রাম)

3 / 5
শীতকালীন অলিম্পিকে জার্মানির হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ২০০৬ সালে স্কি জাম্পিংয়ে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। ২০১৯ সালে বিশ্ব স্কি চ্যাম্পিয়নশিপে দলগত এবং মিক্সড বিভাগে জোড়া সোনা জেতেন জুলিয়ান।(ছবি:ইনস্টাগ্রাম)

শীতকালীন অলিম্পিকে জার্মানির হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ২০০৬ সালে স্কি জাম্পিংয়ে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। ২০১৯ সালে বিশ্ব স্কি চ্যাম্পিয়নশিপে দলগত এবং মিক্সড বিভাগে জোড়া সোনা জেতেন জুলিয়ান।(ছবি:ইনস্টাগ্রাম)

4 / 5
নগ্ন ফোটোশুটের কী প্রয়োজন? জুলিয়ান সেফার্থের দাবি, স্কি জাম্পিং সম্পর্কে মানুষকে অবগত করতেই তাঁর এই পদক্ষেপ।(ছবি:ইনস্টাগ্রাম)

নগ্ন ফোটোশুটের কী প্রয়োজন? জুলিয়ান সেফার্থের দাবি, স্কি জাম্পিং সম্পর্কে মানুষকে অবগত করতেই তাঁর এই পদক্ষেপ।(ছবি:ইনস্টাগ্রাম)

5 / 5
Follow Us: