Morning Tips: ঘুম থেকে ওঠার পরই আয়নায় নিজের মুখ দেখেন? দুর্ভাগ্য কাটাতে আজ থেকেই বন্ধ করুন এই ৪ কাজ
Vastu Tips for Home: জ্যোতিষশাস্ত্র মতে, সূর্যোদয়ের মুহূর্তটি অত্যন্ত বিশেষ ও গুরুত্বপূর্ণ। সকাল থেকে সূর্যের মুখ না দেখলে সারাদিন মনটা খারাপ হয়ে থাকে। তেমনি সকালে এমন কিছু কাজ করা উচিত, যাতে সারাদিন মন থাকবে ফুরফুরে ও উচ্ছ্বল। মনে করা হয়, আপনি যেভাবে সকাল শুরু করবেন, গোটা দিনটি সেভাবেই কাটবে আপনার।
শীতের সকালে ঘুম ভাঙতে সকলেরই আলসেমি লাগে। তাই ভোরের আলো দেখার সুযোগ হয় না অনেকেরই। শীত বলেই নয় গোটা বছর, গ্রীষ্ম-বর্ষা-শীত, সবসময়ই সকালবেলায় ঘুম থেকে ওঠার অভ্যেস রয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে, সূর্যোদয়ের মুহূর্তটি অত্যন্ত বিশেষ ও গুরুত্বপূর্ণ। সকাল থেকে সূর্যের মুখ না দেখলে সারাদিন মনটা খারাপ হয়ে থাকে। তেমনি সকালে এমন কিছু কাজ করা উচিত, যাতে সারাদিন মন থাকবে ফুরফুরে ও উচ্ছ্বল। মনে করা হয়, আপনি যেভাবে সকাল শুরু করবেন, গোটা দিনটি সেভাবেই কাটবে আপনার।
তবে, এমন অনেকেই আছেন, যারা ভোরে উঠে এমন অনেক কাজ করে থাকেন, তাতে সারাদিন নানা সমস্যায় পড়তে পারেন। অজান্তেই কাজ করার ফলে বোঝা যায় নাকোন কাজের খেসারত দিতে হয়। তাই বাস্তুশাস্ত্র মতে, সকালে ঘুম থেকে উঠে ছোট ছোট জিনিসগুলির ব্যাপারে মন দিতে পারেন, তাহলে জীবনে কখনও দুর্ভাগ্যের মুখোমুখি হতে হবে না। বাস্তু অনুসারে, সকালে ঘুম থেকে ওঠার পর কোন কোন কাজগুলি একেবারেই করবেন না, তা নিজের চোখে দেখে নিন…
ভাঙা ঘড়ি
বাস্তুশাস্ত্র অনুসারে, ঘরে বন্ধ বা ভাঙা ঘড়ি রাখবেন না। এতে অশুভ ইঙ্গিত পাওয়া যায়। যদি সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে বন্ধ ঘড়ির দিকে তাকিয়ে থাকেন, তাহলে গোটা দিনই নষ্ট হতে পারে আপনার। তাই যত তাড়াতাড়ি সম্ভব ঘর থেকে বন্ধ ঘড়ি সরিয়ে ফেললে মঙ্গল হতে পারে।
আয়নায় নিজের মুখ দেখা
অনেকেরই সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে নিজের দিকে তাকানোর অভ্যাস রয়েছে। বাস্তুশাস্ত্র অনুসারে, এই কাজ আসলে সারাদিন নেগেটিভ শক্তির প্রভাব ফেলে। তবে সকালে ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গে ঈশ্বরকে দেখতে পান তাহলে পুরো দিন কাটবে নিজের মনের মত করে। বাস্তুশাস্ত্র অনুসারে, সকালে ঘুম থেকে ওঠার পর কখনওই কারওর ছায়ার দিকে তাকানো উচিত নয়।
শিকারী বা হিংস্র প্রাণীর ছবি
যদি কোনও ব্যক্তি সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে হিংস্র প্রাণীর ছবি দেখবেন না। তাতে মনের মধ্য়ে উগ্রমনোভাবের উদয় হয়। সব কাজেই বাধা, বিরক্তিবোধ জাগ্রত হতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে, এটি করা অত্যন্ত অশুভ বলে বিবেচিত হয়।
রাতের এঁটো বাসন দেখবেন না
হিন্দু ধর্মে মনে করা হয় যে রাতে রান্নাঘরে এঁটো বাসন রাখা থাকে, তাতে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন। ঘুম থেকে উঠে যে ব্যক্তি এই এঁটো বাসন দেখেন ,তা সারাদিন নানা সমস্যায় পড়তে পারেন। তাই রাতে ময়লা বাসন ও রান্নাঘর পরিষ্কার করেই ঘুমালে ভালো হয়।