Remedies for Thursday: বছরের শেষ গুরুবারে হলুদের এই প্রতিকারেই মিলবে গুপ্তধন! নয়া বছরে ধনী হোন ঠিক এভাবে

New Year 2024: লক্ষ্মীবারে হলুদের প্রতিকার মেনে চললে জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি যেমন পায়, তেমনি জন্মকুণ্ডলীতে বৃহস্পতির অবস্থানও শক্তিশালী হয়। হলুদকে বৃহস্পতি গ্রহ এবং ভগবান বিষ্ণুর সাথে সম্পর্কিত মনে করা হয়। তাই বৃহস্পতিবার হলুদের বিশেষ ব্যবস্থা গ্রহণ করলে ভাগ্য বৃদ্ধি পায় ও সমস্ত কাজ সহজেই সম্পন্ন হয়। তাই বছরের শেষ বৃহস্পতিবারে পালন করুন হলুদের প্রতিকার। দেখুন হলুদের কোন প্রতিকারে কী কী ব্যবস্থা পাওয়া যায়, তা জেনে নিন এখানে...

| Edited By: | Updated on: Dec 28, 2023 | 5:44 PM
বছরের শেষ বৃহস্পতিবার হল আজ। আর এদিনেই তৈরি হচ্ছে বিশেষ ও শুভ কিছু যোগ। যার ফলে এদিনটির গুরুত্ব হয়েছে দ্বিগুণ। বৃহস্পতিবার হিন্দুধর্মে সম্পদ, সৌভাগ্য ও ঐশ্বর্যের প্রতীক বলে মনে করা হয়। বৃহস্পতি গ্রহ ও বিষ্ণুকে উদ্দেশ্য করে পালন করা হয়। জ্যোতিষশাস্ত্রে লক্ষ্মীবারকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

বছরের শেষ বৃহস্পতিবার হল আজ। আর এদিনেই তৈরি হচ্ছে বিশেষ ও শুভ কিছু যোগ। যার ফলে এদিনটির গুরুত্ব হয়েছে দ্বিগুণ। বৃহস্পতিবার হিন্দুধর্মে সম্পদ, সৌভাগ্য ও ঐশ্বর্যের প্রতীক বলে মনে করা হয়। বৃহস্পতি গ্রহ ও বিষ্ণুকে উদ্দেশ্য করে পালন করা হয়। জ্যোতিষশাস্ত্রে লক্ষ্মীবারকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

1 / 10
লক্ষ্মীবারে হলুদের প্রতিকার মেনে চললে জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি যেমন পায়, তেমনি জন্মকুণ্ডলীতে বৃহস্পতির অবস্থানও শক্তিশালী হয়। হলুদকে বৃহস্পতি গ্রহ এবং ভগবান বিষ্ণুর সাথে সম্পর্কিত মনে করা হয়।

লক্ষ্মীবারে হলুদের প্রতিকার মেনে চললে জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি যেমন পায়, তেমনি জন্মকুণ্ডলীতে বৃহস্পতির অবস্থানও শক্তিশালী হয়। হলুদকে বৃহস্পতি গ্রহ এবং ভগবান বিষ্ণুর সাথে সম্পর্কিত মনে করা হয়।

2 / 10
তাই বৃহস্পতিবার হলুদের বিশেষ ব্যবস্থা গ্রহণ করলে ভাগ্য বৃদ্ধি পায় ও সমস্ত কাজ সহজেই সম্পন্ন হয়। তাই বছরের শেষ বৃহস্পতিবারে পালন করুন হলুদের প্রতিকার। দেখুন হলুদের কোন প্রতিকারে কী কী ব্যবস্থা পাওয়া যায়, তা জেনে নিন এখানে...

তাই বৃহস্পতিবার হলুদের বিশেষ ব্যবস্থা গ্রহণ করলে ভাগ্য বৃদ্ধি পায় ও সমস্ত কাজ সহজেই সম্পন্ন হয়। তাই বছরের শেষ বৃহস্পতিবারে পালন করুন হলুদের প্রতিকার। দেখুন হলুদের কোন প্রতিকারে কী কী ব্যবস্থা পাওয়া যায়, তা জেনে নিন এখানে...

3 / 10
বছরের শেষ বৃহস্পতিবার বাড়ির সদর দরজার সামনে জলে হলুদ গুলে ছিটিয়ে দিতে পারেন। মূল দরজার দুই পাশে হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন তৈরি করুন। তাতে দেবী লক্ষ্মী ঘরে প্রবেশ করেন। বাস্তু দোষও দূর হয় এই প্রতিকারে। পরিবারের মধ্যে ভালবাসা বজায় থাকে, সাফল্য ও উন্নতির সম্ভাবনা বাড়ে।

বছরের শেষ বৃহস্পতিবার বাড়ির সদর দরজার সামনে জলে হলুদ গুলে ছিটিয়ে দিতে পারেন। মূল দরজার দুই পাশে হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন তৈরি করুন। তাতে দেবী লক্ষ্মী ঘরে প্রবেশ করেন। বাস্তু দোষও দূর হয় এই প্রতিকারে। পরিবারের মধ্যে ভালবাসা বজায় থাকে, সাফল্য ও উন্নতির সম্ভাবনা বাড়ে।

4 / 10
আর্থিক সমস্যার সম্মুখীন হলে বছরের শেষ বৃহস্পতিবার তৈরি হওয়া শুভ যোগে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আরাধনা করুন। পূজার সময় কব্জি বা গলায় হলুদের একটি ছোট তিলক কাটুন। এর সঙ্গে হলুদ দান করাও শুভ বলে মনে করা হয়।

আর্থিক সমস্যার সম্মুখীন হলে বছরের শেষ বৃহস্পতিবার তৈরি হওয়া শুভ যোগে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আরাধনা করুন। পূজার সময় কব্জি বা গলায় হলুদের একটি ছোট তিলক কাটুন। এর সঙ্গে হলুদ দান করাও শুভ বলে মনে করা হয়।

5 / 10
পাওনা টাকা আটকে যাচ্ছে বারবার! তাহলে সেই টাকা হাতে পেতে কিছু চাল নিয়ে তাতে হলুদ রঙ দিয়ে দিন। মিশিয়ে দিলে তা হলুদ চালে পরিণত হয়। এবার সেই হলুদ চাল একটি  লাল কাপড়ে বেঁধে আপনার পার্সে রাখুন। তাতে ধার দেওয়া ও পাওনা টাকা দ্রুত হাতে আসবে আপনার। সঙ্গে সঙ্গে বিষ্ণুদেবের আশীর্বাদও মিলতে পারে।

পাওনা টাকা আটকে যাচ্ছে বারবার! তাহলে সেই টাকা হাতে পেতে কিছু চাল নিয়ে তাতে হলুদ রঙ দিয়ে দিন। মিশিয়ে দিলে তা হলুদ চালে পরিণত হয়। এবার সেই হলুদ চাল একটি লাল কাপড়ে বেঁধে আপনার পার্সে রাখুন। তাতে ধার দেওয়া ও পাওনা টাকা দ্রুত হাতে আসবে আপনার। সঙ্গে সঙ্গে বিষ্ণুদেবের আশীর্বাদও মিলতে পারে।

6 / 10
ঘুমের মধ্যে যদি বার বার খারাপ স্বপ্ন দেখে থাকেন, তাহলে প্রতি বৃহস্পতিবার একটি সুতির কাপড়ের মধ্যে হলুদের গুঁড়ো মুড়িয়ে বালিশের কাছে রেখে দিন। তাতে আপনার চারিপাশে থাকা অশুভ ও নেতিবাচক শক্তির বিনাশ ঘটে। জীবনে ফিরে আসবে সৌভাগ্য ও সুখ-শান্তি।

ঘুমের মধ্যে যদি বার বার খারাপ স্বপ্ন দেখে থাকেন, তাহলে প্রতি বৃহস্পতিবার একটি সুতির কাপড়ের মধ্যে হলুদের গুঁড়ো মুড়িয়ে বালিশের কাছে রেখে দিন। তাতে আপনার চারিপাশে থাকা অশুভ ও নেতিবাচক শক্তির বিনাশ ঘটে। জীবনে ফিরে আসবে সৌভাগ্য ও সুখ-শান্তি।

7 / 10
বছরের শেষ বৃহস্পতিবার চাকরি ও ব্যবসায় উন্নতির জন্য বাড়ির ঠাকুরঘরে হলুদের মালা ঝুলিয়ে পুজো করুন। তাতে চাকরি ও ব্যবসায় আসা সব বাধা কেটে যেতে পারে। আসতে পারে লাভ ও আয় বৃদ্ধির সুযোগ।

বছরের শেষ বৃহস্পতিবার চাকরি ও ব্যবসায় উন্নতির জন্য বাড়ির ঠাকুরঘরে হলুদের মালা ঝুলিয়ে পুজো করুন। তাতে চাকরি ও ব্যবসায় আসা সব বাধা কেটে যেতে পারে। আসতে পারে লাভ ও আয় বৃদ্ধির সুযোগ।

8 / 10
দিনরাত কঠোর পরিশ্রম করেও কোনও প্রাপ্য ফল পান অনেকেই। এমন সমস্যার সম্মুখীন হলে বৃহস্পতিবার গণেশকে এক পিণ্ড হলুদ নিবেদন করুন। বেসন লাড্ডু অর্পণ করুন। এর ফলে কাজের বাধা দূর হতে পারে আপনার। পরিশ্রমেরও ফল পেতে পারেন হাতেনাতে।

দিনরাত কঠোর পরিশ্রম করেও কোনও প্রাপ্য ফল পান অনেকেই। এমন সমস্যার সম্মুখীন হলে বৃহস্পতিবার গণেশকে এক পিণ্ড হলুদ নিবেদন করুন। বেসন লাড্ডু অর্পণ করুন। এর ফলে কাজের বাধা দূর হতে পারে আপনার। পরিশ্রমেরও ফল পেতে পারেন হাতেনাতে।

9 / 10
বছরের শেষ বৃহস্পতিবার নতুন বা পরিষ্কার পোশাক পরে বিষ্ণুদেব ও দেবীলক্ষ্মীর সামনে পূর্ব দিক করে মুখ করে বসুন। তারপর আচার  মেনে পুজো করুন। দেবীকে হলুদের একটি পিণ্ড নিবেদন করুন। পুজোর পরে, আলমারি বা লকারেওই হলুদের পিণ্ড রেখে দিনয আর্থিক সমস্যাগুলি উবে যাবে চোখের নিমেষে। কর্মজীবনেও উন্নতির শুভ সম্ভাবনাও রয়েছে।

বছরের শেষ বৃহস্পতিবার নতুন বা পরিষ্কার পোশাক পরে বিষ্ণুদেব ও দেবীলক্ষ্মীর সামনে পূর্ব দিক করে মুখ করে বসুন। তারপর আচার মেনে পুজো করুন। দেবীকে হলুদের একটি পিণ্ড নিবেদন করুন। পুজোর পরে, আলমারি বা লকারেওই হলুদের পিণ্ড রেখে দিনয আর্থিক সমস্যাগুলি উবে যাবে চোখের নিমেষে। কর্মজীবনেও উন্নতির শুভ সম্ভাবনাও রয়েছে।

10 / 10
Follow Us: