Dhanteras 2022: ধনতেরসের সঙ্গে যোগ রয়েছে আয়ুর্বেদের, এ দিন পূজিত হন ধন্বন্তরীও
Dhanteras: কার্তিক মাসে কৃষ্ণপক্ষের ১৩-তম দিনে পালিত হয় ধনতেরাস আর এই দিন নতুন জিনিস কিনে দেবী লক্ষ্মী, ধন্বন্তরী ও ধন কুবেরের পুজো করা হয়।
হিন্দু ক্যালেন্ডার অনুসারে, এ বছরে ধনতেরস পালিত হবে ২৩ অক্টোবর, রবিবার। কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরস পালিত হয়। এই কারণে এই পবিত্র দিনকে ধনত্রয়োদশী বা ধন্বন্তরী জয়ন্তী বলা হয়। ধনতেরসে নতুন জিনিস কিনলে বিশেষত সোনা, রূপা কিনলে তা জীবনে সমৃদ্ধি ও সমৃদ্ধ নিয়ে আসে। পাশাপাশি ধনেতরসে পূজিত হন দেবী লক্ষ্মী, ধন্বন্তরী ও ধন কুবের। হিন্দু শাস্ত্র মতে, ধনতেরসের পবিত্র দিনে দেবী লক্ষ্মী, ধন্বন্তরী ও ধন কুবেরের পুজো করলে কোনওদিনও আপনার জীবনে অর্থের অভাব দেখা দেবে না।
কার্তিক মাসে কৃষ্ণপক্ষের ১৩-তম দিনে পালিত হয় ধনতেরাস আর এই দিন নতুন জিনিস কিনে দেবী লক্ষ্মী, ধন্বন্তরী ও ধন কুবেরের পুজো করা হয়। হিন্দু বিশ্বাস অনুসারে, এই শুভ দিনে দেবী লক্ষ্মী, ধন্বন্তরী ও ধন কুবেরের পুজো করলে আপনার ভাঁড়ারে কোনওদিন টান পড়বে না। কিন্তু এই বিশেষ দিনে কেন এই দেবদেবীদের পুজো করা হয়, সেটা কি জানেন?
ধনতেরসের সঙ্গে যোগ রয়েছে পুরাণের। পুরাণ অনুযায়ী, দেব ও অসুরের মধ্যে সমুদ্র মন্থনের সময় ভগবান ধনবন্তরি কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের ত্রয়োদশী তিথি অমৃতের কলসি নিয়ে উপস্থিত হন। ধনবন্তরিকে ভগবান বিষ্ণুর দ্বাদশ অবতার হিসাবে বিবেচনা করা হয়। এই কারণে ধনতেরসের দিন আয়ুর্বেদে ধন্বন্তরীর পুজো করা হয়। আশা করা হয় এতে উপকৃত হবে গোটা মানবজাতি। এতে জীবনের সকল রোগব্যাধি থেকে মুক্তি পাওয়া যাবে।
ধনতেরসের দিন বিশেষভাবে পূজিত হন দেবী লক্ষ্মী। দেবী লক্ষ্মী হলেন ধন-সম্পত্তির দেবী। আর্থিক সমস্যা দূর করতে চাইলে দেবী লক্ষ্মীর বিশেষভাবে পুজো করা উচিত। দেবী লক্ষ্মীর আশীর্বাদে জীবনে আর্থিক সমৃদ্ধি আসে। এতে আর্থিক সমস্যা কেটে যায়। ধনতেরাসের সন্ধ্যায় দেবী লক্ষ্মী, ধন্বন্তরী ও ধন কুবেরকে বাড়ির উত্তর দিকে স্থাপন করে পুজো করুন। লক্ষ্মীর সঙ্গে গণেশকে প্রতিস্থাপন করুন এবং তাঁর পুজো করুন। ‘ওম হ্রিম কুবেরই নমঃ’ মন্ত্রটি জপ করে দেবদেবীর উপাসনা করুন। বাড়ির প্রবেশ পথ সুন্দর করে সাজান। প্রদীপ আর ফুল দিয়ে বাড়িকে উজ্জ্বল ও রঙিন করে তুলুন। এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবে।