করোনার ধাক্কায় হঠাত্‍ বেসামাল অস্ট্রেলিয়ান ওপেন

অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগেই করোনার ধাক্কা।

করোনার ধাক্কায় হঠাত্‍ বেসামাল অস্ট্রেলিয়ান ওপেন
করোনার ধাক্কায় হঠাত্‍ বেসামাল অস্ট্রেলিয়ান ওপেন। (সৌজন্যে-অস্ট্রেলিয়ান ওপেন টুইটার)
Follow Us:
| Updated on: Jan 17, 2021 | 12:24 PM

মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগেই করোনার ধাক্কা। চাটার্ড ফ্লাইটে প্লেয়ার থেকে কোচ, সাপোর্ট স্টাফ, ম্যাচ আম্পায়ার— সবাইকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে মেলবোর্নে। তাঁদের মধ্যে দু’জনের করোনা পজিটিভ রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছ আয়োজকদের। অবশ্য এঁরা কেউই প্লেয়ার নন। প্রথম জন বিমানের ক্রু মেম্বার আর অন্য জন এক কর্তা। এই দু’জনকেই মেলবোর্নের কোয়ারান্টিনের জন্য নির্দিষ্ট হোটেলে রাখা হয়েছে।

অস্ট্রেলিয়া ওপেনে সব মিলিয়ে ১২০০ মানুষ জুড়ে থাকবেন আগামী ক’টা দিন। ১৪ দিনের কোয়ারান্টিন পর্বে থাকাকালীন প্রতি টেনিস প্লেয়ার দিনে পাঁচ ঘণ্টা প্র্যাক্টিস করতে পারবেন। তার জন্য কড়া বন্দোবস্তও করা হয়েছে। যাদের কোভিড টেস্ট পজিটিভ আসবে, তাঁরা আর নিজেদের রুম থেকে বেরোতে পারবেন না।

Australian Open 2021

ফ্লাইট থেকে নামছেন অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহন করতে আসা খেলোয়াড়রা। (সৌজন্যে- অস্ট্রেলিয়ান ওপেন টুইটার)

ওই দুই ব্যক্তি করোনা আক্রান্ত হওয়ায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণকারীদের মধ্যে। এক কর্তা বলেছেন, ‘বিমানের ক্রু মেম্বার এবং ওই কর্তাকে কোয়ারান্টিনের জন্য নির্দিষ্ট হোটেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বিমানের ৬৬জন প্যাসেঞ্জারকে আইসোলেশনে রাখা হয়েছে। প্লেয়ার বা সাপোর্ট স্টাফদের ট্রেনিংয়ে নামতে দেওয়া হয়নি। আর ওই বিমানের চালক সহ বাকি মেম্বারদের ফেরত পাঠানো হয়েছে তাদের দেশে।’

আরও পড়ুন: বাবাকে হারালেন হার্দিক-ক্রুণাল

আয়োজকরা যতই করোনার বিরুদ্ধে সর্বস্ব দিয়ে লড়াই করার চেষ্টা করুক, সমালোচনা কমছে না। উল্টে অতিরিক্ত কড়া নিয়মের বিরোধীতাও চলছে। যে দু’জন করোনায় সংক্রমিত হয়েছেন, তাঁদের ফ্লাইটের বাকি প্যাসেঞ্জারের সঙ্গে কেন করোনা রোগীর মতো আচরণ করা হচ্ছে, তা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সংক্রামিত না হয়েও যদি সংক্রামকের মতো কোয়ারান্টিনে থাকতে হয়, তা হলে তো হাল খারাপ হবেই।