CWC 2022: বার্মিংহ্যামে সোনার ‘লক্ষ্য’পূরণ লক্ষ্যর
২০১৬ সালে প্রকাশ পাড়ুকনের অ্যাকাডেমিতে কেরিয়ার শুরু করেন লক্ষ্য। ২০১৮ সালে যুব অলিম্পিকে মিক্সড ইভেন্টে সোনা জিতেছিলেন। এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপেও জোড়া সোনা। গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পান লক্ষ্য। আন্তর্জাতিক ক্ষেত্রে থমাস কাপের পর কমনওয়েলথে সোনা নিঃসন্দেহে তাঁর কেরিয়ারের অন্যতম বড় সাফল্য হয়ে থাকল।
বার্মিংহ্যাম: ভারতীয় ব্যাডমিন্টনে (Badminton) এখন সোনার যুগ চলছে। কথাটা বললে মোটেও ভুল হবে না। দিনের শুরুতেই পিভি সিন্ধুর সোনা জয়। আর তারপরই কমনওয়েলথে (Commonwealth Games 2022) সোনা জিতলেন লক্ষ্য সেন (Lakshya Sen)। প্রথম বার কমনওয়েলথের কোর্টে নেমেই চ্যাম্পিয়ন। সম্প্রতি ব্যাংককে ভারতীয় দলের থমাস কাপ চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লক্ষ্যর। ২০ বছরের শাটলার কমনওয়েলথে ব্যক্তিগত ইভেন্ট থেকে সোনা ছিনিয়ে নেওয়ার লক্ষ্যেই অভিযান শুরু করেছিলেন। আর সেই লক্ষ্যে একেবার একশো শতাংশ সফল। মালয়েশিয়ার এনজি তে ইয়ং জে-কে হারিয়ে সোনা লক্ষ্য সেনের। প্রথম গেমে ১৯-২১ পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক। খেলার ফল ১৯-২১, ২১-৯, ২১-১৬ মালয়েশিয়ার প্রতিপক্ষের কাছে প্রথম গেমে হারের পর বাকি দুটো গেমে আর বিপক্ষকে দাঁড়াতেই দেননি লক্ষ্য।
২০১৬ সালে প্রকাশ পাড়ুকনের অ্যাকাডেমিতে কেরিয়ার শুরু করেন লক্ষ্য। ২০১৮ সালে যুব অলিম্পিকে মিক্সড ইভেন্টে সোনা জিতেছিলেন। এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপেও জোড়া সোনা। গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পান লক্ষ্য। আন্তর্জাতিক ক্ষেত্রে থমাস কাপের পর কমনওয়েলথে সোনা নিঃসন্দেহে তাঁর কেরিয়ারের অন্যতম বড় সাফল্য হয়ে থাকল।
সোনাটা ছোঁয়ার পরই যেন উৎসবে ভাসলেন আলমোরার ছেলে। টি-শার্ট খুলে ছুড়ে দিলেন গ্যালারির দিকে। ভারতের তেরঙা নিয়ে গ্যালারিতে বসে থাকা সমর্থকরাও যেন তাঁর এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিলেন। থমাস কাপ থেকে অবিশ্বাস্য উত্তরণ শুরু হয়েছে ভারতীয় ব্যাডমিন্টনের। সেই ব্যাটনই যেন বার্মিংহ্যামে আরও খানিকটা এগিয়ে নিয়ে গেলেন ২০ বছরের ছেলে। মালয়েশিয়ার এনজি তে ইয়ং জে-র বিরুদ্ধে ম্যাচটা সহজ ছিল না। প্রথম গেমে হারের পর খানিকটা চাপেই পড়ে গিয়েছিলেন তিনি। সেখান থেকে দ্বিতীয় গেমে খেলা ঘুরিয়ে দেন। ইয়ংকে ৯-এ দাঁড়িয়ে গেমটা দেন। ০-১ পিছিয়ে থেকে ১-১ করার পর আর ধরে রাখা যায়নি লক্ষ্যকে। তৃতীয় গেমটাও ২১-১৬ জেতেন।
কমনওয়েলথ গেমসে এ বারই প্রথম খেলতে নেমেছিলেন লক্ষ্য। আর তাই সোনা জিতে স্মরণীয় করে রাখলেন। ফাইনালের পর লক্ষ্য বলেও দিলেন, ‘প্রথম গেমটা হারের পর চাপ ছিল। কিন্তু আমি সেটা একেবারেই মাথায় নিইনি। যে ছন্দটা প্রথম গেমে পেয়েছিলাম, সেটাই যদি ধরে রাখতে পারি, ঠিক ফিরে আসতে পারব, বিশ্বাস ছিল। সেটা চেষ্টাই করে গিয়েছিলাম। তাতেই সাফল্য এল।’
ভারতের কিংবদন্তি ব্যাডমিন্টন প্লেয়ার প্রকাশ পাড়ুকোণের অ্যাকাডেমি থেকে উত্থান হয়েছে লক্ষ্যর। বার্মিংহ্যাম গেমসে সোনা জেতার পর সেই প্রকাশকেই সাফল্য উৎসর্গ করেন লক্ষ্য। তাঁর কথায়, ‘পরিবার, বাবা-মার পাশাপাশি প্রকাশ স্যারকে এই সাফল্য উৎসর্গ করছি।’