T20 Cricket World Cup 2022: ভারতের প্র্যাকটিসে বল করলেন ৬ ফুট ৬ ইঞ্চির পাক পেসার, মুগ্ধ বিরাট, রোহিতরা
জানা গিয়েছে, বিগত ৩ বছর ধরে সিডনিতেই থাকেন এই পাকিস্তানি বোলার। ইরফানের বোলিং স্টাইলের সঙ্গে প্রাক্তন পাকিস্তান জাতীয় দলে খেলে আসা বোলিং অ্যাকশনের মিল রয়েছে।
![T20 Cricket World Cup 2022: ভারতের প্র্যাকটিসে বল করলেন ৬ ফুট ৬ ইঞ্চির পাক পেসার, মুগ্ধ বিরাট, রোহিতরা T20 Cricket World Cup 2022: ভারতের প্র্যাকটিসে বল করলেন ৬ ফুট ৬ ইঞ্চির পাক পেসার, মুগ্ধ বিরাট, রোহিতরা](https://images.tv9bangla.com/wp-content/uploads/2022/10/pak-bowler.jpg?w=1280)
সিডনি: পাকিস্তান ম্যাচ শেষ, বিধ্বংসী জয় পেয়েছে ভারত। কিন্তু নেদারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্যও সিডনি পৌঁছে পাকিস্তানের বোলিংয়ের মুখোমুখি হতে হল। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছিলেন ৬ ফুট ৬ ইঞ্চির পাকিস্তানি পেসার মহম্মদ ইরফান জুনিয়র। তার ফাস্ট বোলিংয়েই প্র্যাকটিস করতে দেখা যায় বিরাট, রোহিতদের। সংবাদ সংস্থা পিটিআইয়ের সঙ্গে কথা বলার সময় ইরফান জুনিয়র জানিয়েছেন, রোহিত শর্মার সঙ্গে সেলফি তুললেও বিরাট কোহলির সঙ্গে তাঁর ছবি তোলা হয়নি। কী বললেন ইরফান, তুলে ধরল TV9Bangla
জানা গিয়েছে, বিগত ৩ বছর ধরে সিডনিতেই থাকেন এই পাকিস্তানি বোলার। ইরফানের বোলিং স্টাইলের সঙ্গে প্রাক্তন পাকিস্তান জাতীয় দলে খেলে আসা বোলিং অ্যাকশনের মিল রয়েছে। উচ্চতার কারণে এই ২৭ বছর বয়সী বোলার সাধারণভাবে গুড লেন্থে বল করেন। সেই কারণে বলে তুলনামূলকভাবে বাউন্সও বেশি থাকে। ইরফানের বোলিংয়ের মুখে পড়ে বেগ পেতে হয় দীনেশ কার্তিককে। বিরাট কোহলি ও রোহিত শর্মাকেও বল করেছেন ইরফান এবং তাদের মুখে তাঁর প্রশংসাই শোনা গিয়েছে। সংবাদ সংস্থাকে ইরফান জানিয়েছেন, ‘লেন্থের কারণে আমি সব ধরনের ব্যাটসম্যানকে সমস্যার মধ্যে ফেলতে পারি। রোহিত শর্মা ও বিরাট কোহলি যখন আমার প্রশংসা করেছেন, এর থেকে বড় প্রাপ্তি আর কী বা হতে পারে।’
ইরফান জানিয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিভ স্মিথকে নেটে বলে করে তিনি দু’বার আউটও করেছেন। জানা গিয়েছ, নিউ সাউথ ওয়েলসের হয়ে বর্তমানে গ্রেড ক্রিকেট খেলেন ইরফান এবং অস্ট্রেলিয়ার পার্মানেন্ট রেসিডেন্সি (স্থায়ীভাবে থাকার ব্যবস্থা)-র জন্য তিনি অপেক্ষা করছেন। পিআর পেলে অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেটে খেলার রাস্তা অনেকটাই প্রশস্ত হবে। ইরফান জানিয়েছেন রোজগারের জন্যই তিনি অস্ট্রেলিয়াতে এসেছেন। এমনকী এক সময় তিনি পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজমের সতীর্থ ছিলেন। ইরফান জানিয়েছেন তিনি ও বাবর এক সঙ্গে পাকিস্তান এ দলের হয়ে খেলেছেন।
![প্রেমিকাকে মনের কথা বলে উঠতে পারছেন না? রবি ঠাকুরই কিন্তু হতে পারে উত্তর... প্রেমিকাকে মনের কথা বলে উঠতে পারছেন না? রবি ঠাকুরই কিন্তু হতে পারে উত্তর...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Rabindranath-Love-Quotes.jpg?w=670&ar=16:9)
![মহাকুম্ভের শেষ পুণ্য স্নান কখন? এই দিন কী ভাবে ব্রত পালন করলে টাকায় ভরবে জীবনে? মহাকুম্ভের শেষ পুণ্য স্নান কখন? এই দিন কী ভাবে ব্রত পালন করলে টাকায় ভরবে জীবনে?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Maha-Kumbh-Snan.jpg?w=670&ar=16:9)
![কিস ডে-তে সঙ্গীকে জাপটে ধরে খান চুমু, মিলবে হাজার উপকার কিস ডে-তে সঙ্গীকে জাপটে ধরে খান চুমু, মিলবে হাজার উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Kiss-Day-know-what-is-the-benefits-of-Kissing.jpg?w=670&ar=16:9)
![প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে... প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Depression-can-cure-by-only-walking-says-research.jpg?w=670&ar=16:9)
![জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের? জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-to-do-if-girlfriend-married-someone-else-Premanand-Maharaj-gives-guidance.jpg?w=670&ar=16:9)
![মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Hug-day-know-What-is-the-benefits-of-Hugging.jpg?w=670&ar=16:9)