Rohit Sharma: ঋষভ বনাম রাহুল, একাদশে কে? রোহিত শর্মা বলছেন…

India vs Sri Lanka ODI Series: ঋষভ পন্থের অনুপস্থিতিতে কিপার-ক্রাইসিসে পড়েছিল টিম ম্যানেজমেন্ট। গত ওয়ান ডে বিশ্বকাপে লোকেশ রাহুলই কিপিং করেন। বিশ্বকাপে লোকেশ রাহুলের পারফরম্যান্স ছিল চোখ ধাঁধানো। রাহুল যে কোনও পজিশনে ব্যাট করতে পারেন। শুধু ওয়ান ডে-তেই নয়, দক্ষিণ আফ্রিকায় টেস্টেও কিপিং করেছিলেন লোকেশ রাহুলই।

Rohit Sharma: ঋষভ বনাম রাহুল, একাদশে কে? রোহিত শর্মা বলছেন...
Image Credit source: PTI, BCCI
Follow Us:
| Updated on: Aug 01, 2024 | 8:56 PM

শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। ওয়ান ডে সিরিজ শুরু হচ্ছে কাল। কিন্তু একটা ধাঁধার উত্তর মিলছে না। কিপার ব্যাটার হিসেবে একাদশে কে? লোকেশ রাহুল বনাম ঋষভ পন্থ। ২০২২ সালে ডিসেম্বরের শেষে গুরুতর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ পন্থ। জীবন-মরণের লড়াই থেকে ক্রিকেটে ফিরেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ভরসা দেন। প্রত্যাশিত ভাবেই টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও জায়গা পান। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। শ্রীলঙ্কা সফরেও টি-টোয়েন্টি সিরিজে প্রথম দু-ম্যাচে তিনিই প্রথম চয়েস ছিলেন। কিন্তু ওয়ান ডে সিরিজে অটোমেটিক চয়েস নন। কারণ, টিমে লোকেশ রাহুলও রয়েছেন। ক্যাপ্টেন রোহিত শর্মাই বা কী বলছেন?

ঋষভ পন্থের অনুপস্থিতিতে কিপার-ক্রাইসিসে পড়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। গত ওয়ান ডে বিশ্বকাপে লোকেশ রাহুলই কিপিং করেন। অতীতেও করেছেন। তবে বিশ্বকাপে লোকেশ রাহুলের পারফরম্যান্স ছিল চোখ ধাঁধানো। রাহুল যে কোনও পজিশনে ব্যাট করতে পারেন। শুধু ওয়ান ডে-তেই নয়, দক্ষিণ আফ্রিকায় টেস্টেও কিপিং করেছিলেন লোকেশ রাহুলই। যদিও ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে স্পেশালিস্ট কিপারই খেলাতে চাইছিল ভারত। শ্রীকার ভরতকে খেলানো হলেও ভরসা দিতে পারেননি। তরুণ কিপার ধ্রুব জুরেলের অভিষেক হয়, টেস্টে নজরও কেড়েছেন। শেষ ওয়ান ডে সিরিজে অবশ্য রাহুলই ছিলেন। ঋষভ পন্থ ফেরায় দ্বিধায় টিম ম্যানেজমেন্ট।

শ্রীলঙ্কায় ওডিআই সিরিজ শুরুর আগে এই প্রশ্নের মুখে পড়লেন অধিনায়ক রোহিত শর্মাও। বলছেন, ‘ঋষভ-রাহুলের মধ্যে একজনকে বেছে নেওয়া, খুবই কঠিন সিদ্ধান্ত। দু-জনই দুর্দান্ত প্লেয়ার। ওদের দক্ষতা সম্পর্কে সকলেই ওয়াকিবহাল। দু-জনের খেলার ধরন আলাদা হলেও ম্যাচ উইনার। অতীতেও অনেক ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।’ ক্যাপ্টেন রোহিত এরপরই যোগ করেন, ‘একাদশ কিংবা কোনও একজন প্লেয়ারকে বেছে নেওয়া সহজ নয়। তবে দলে এই ধরনের সমস্যা থাকা ভালো। একটা বিষয় বোঝা যায়, টিমে কোয়ালিটি প্লেয়ার রয়েছে। যতদিন ক্যাপ্টেন আছি, এই সমস্যা থাকুক, সেটাই চাইব।’