TNPL Match : ১ বলে ১৮ রান! ক্রিকেট ইতিহাসে লজ্জার রেকর্ড ভারতীয় ক্রিকেটারের

Expensive Ball in Cricket History : লজ্জার রেকর্ড গড়লেন তামিলনাড়ু প্রিমিয়র লিগে সালেম স্পোর্টসের ক্যাপ্টেন অভিষেক তানওয়ার। এমন রেকর্ড কোনওদিনও ভুলেও মনে রাখতে চাইবেন না তিনি। ইনিংসের অন্তিম ওভারের শেষ বলে ১৮ রান বিলিয়ে দিলেন!

TNPL Match : ১ বলে ১৮ রান! ক্রিকেট ইতিহাসে লজ্জার রেকর্ড ভারতীয় ক্রিকেটারের
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 14, 2023 | 2:05 PM

কলকাতা: ক্রিকেটে যেন অসম্ভব কিছুই নয়। বিশেষ করে টি-২০ ফরম্যাটে। কুড়ি বিশের ফরম্যাটে অদ্ভুতুড়ে সব কাণ্ড ঘটে যায়। কখনও ছয় বলে ছয় ছক্কার রেকর্ড বহু আগেই গড়া হয়েছে। সম্প্রতি পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিততে দেখা গিয়েছে। ১ ওভারে উঠেছে ৩৬ রান! কিন্তু মঙ্গলবার রাতে তামিলনাড়ু প্রিমিয়র লিগে যে রেকর্ড গড়া হয়েছে তাতে সকলের একটাই প্রতিক্রিয়া, এমনটাও সম্ভব! টিএনপিএলের একটি ম্যাচে ১ বলে উঠেছে ১৮ রান! ক্রিকেটের ইতিহাসে এমন অদ্ভুতুড়ে ঘটনা খুব একটা দেখা যায় না। সদ্য শুরু হয়েছে তামিলনাড়ু প্রিমিয়র লিগ (TNPL 2023)। মরসুমের দ্বিতীয় ম্যাচেই লজ্জার রেকর্ড গড়ে ফেলল তামিলনাড়ু প্রিমিয়র লিগ। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

ম্যাচ ছিল সালেম স্পার্টান্স বনাম চিপক সুপার গিলিসের মধ্যে। ২০তম ওভারের শেষ বলে স্পার্টান্সের ক্যাপ্টেন অভিষেক তানওয়ার ১৮ রান দিয়ে বসেন! ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় ‘দামি’ব্যয়বহুল বল এটি। ওভারে শুরুটা ঠিকঠাকই ছিল। শেষ বলে গিয়ে সব ছারখার হয়ে যায়। প্রথম পাঁচটি বলে মাত্র ৮ রান খরচ করেছিলেন অভিষেক। তারপর যেটা ঘটল তা অবিশ্বাস্য। শেষ বল শেষ হতেই চাইল না মোটেও। ছয় নম্বর বলে স্ট্রাইকে ছিলেন সঞ্জয় যাদব। দারুণ ইয়র্কারে সঞ্জয়কে ক্লিন বোল্ড করে দেন অভিষেক। আসল খেলা শুরু এখান থেকেই। কারণ যে বলে সঞ্জয়কে বোল্ড করেছিলেন সেটি নো বল ছিল। পরের বলটিও নো হয়। ফ্রি হিটে ছক্কা হাঁকিয়ে দেন অভিষেক। কোনও লিগ্যাল বল ছাড়াই ৮ রান তোলেন। পরের বলটিও নো ছিল। দৌড়ে ২ রান নেন সঞ্জয়। ফ্রি হিটে ওয়াইড বল করেন অভিষেক। শেষমেশ লিগ্যাল ডেলিভারিতে ছক্কা হাঁকান সঞ্জয়। মোট তিনবার নো বল, একটি ওয়াইড, দুটি ছয় ও দু রান নিয়ে সঞ্জয় যাদব শেষ বলে ১৮ রান তোলেন!

অভিষেক তানওয়ারের ওই অবিশ্বাস্য ডেলিভারি নিয়ে নেটপাড়ায় হইচই। অনেকে নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছেন না। অভিষেকের তীব্র সমালোচনা চলছে। তবে এমন ঘটনা ক্রিকেটে প্রথম নয়। ২০১২ সালে বিগ ব্যাশ লিগে হোবার্ট হ্যারিকেন্স বনাম মেলবোর্ন স্টার্স ম্যাচে ২০ রান দিয়ে লজ্জার বিশ্বরেকর্ড গড়েছিলেন ক্রিন্ট ম্যাকয়।