India vs New Zealand: সব রং মিশে গেল ক্রিকেটের নন্দকাননে
২৪ মাস বাদে সেই মেক্সিকান ওয়েভের ঝড় উঠল ইডেনের গ্যালারিতে। ক্রিকেটের নন্দনকানন তো এ রকমই। যেখানে সব রং মিলে মিশে একাকার হয়ে যায়।
কলকাতা: অনেক দিন বাদে ইডেন গার্ডেন্সকে (Eden Gardens) দেখা গেল চেনা ছন্দে। নিউ নর্ম্যালে নন্দনকাননে প্রথম আন্তর্জাতিক ম্যাচ। খেলা শুরুর অনেক আগে থেকেই ইডেন চত্বরে নানা রংয়ের মেলা।
টিম ইন্ডিয়ার (Team India) জার্সি, টুপি, পতাকা দেদার বিকোল। ময়দানের ফেরিওয়ালারাও অনেক দিন পর প্রাণ ফিরে পেল। বিকেল গড়াতেই ভিড় বাড়ল। সব পথ গিয়ে মিশল ক্রিকেটের নন্দনকাননে। শুধুই শহরের ক্রিকেটপ্রেমীরা নন, এক দল এল ত্রিপুরা থেকে। ধোনির রাজ্য থেকেও দাদার শহরে খেলা দেখতে এলেন এক দল ক্রিকেট পাগল। ইডেনের উন্মাদনা তো এমনই। বরাবর যে ছবি সবাই।
ম্যাচ শুরু হতেই দর্শকদের গগনভেদী চিৎকারে গমগমে হয়ে উঠল ক্রিকেটের স্বর্গোদ্যান। ইডেনের ২২ গজে নেমে আপ্লুত দুই দলের ক্রিকেটাররাও। ২৪ মাস বাদে সেই মেক্সিকান ওয়েভের ঝড় উঠল ইডেনের গ্যালারিতে। ক্রিকেটের নন্দনকানন তো এ রকমই। যেখানে সব রং মিলে মিশে একাকার হয়ে যায়।
আরও পড়ুন: Ian Chappell: ‘টস জেতো ও ম্যাচ জেতো টুর্নামেন্টে পরিণত হয়েছে টি-২০ বিশ্বকাপ’, বলছেন ইয়ান চ্যাপেল