T20 World Cup 2024: সেমিফাইনালের আগে কালো টিকা, লেবু-লঙ্কা ঝুলিয়ে এ কী করছেন বিরাট-রোহিতরা?
Virat Kohli-Rohit Sharma: ভারতীয় ক্রিকেট প্রেমীরা চাইছেন ইংল্যান্ডকে (England) হারিয়ে বিশ্বকাপ ট্রফির সঙ্গে এক ধাপ দূরত্ব কমাক রোহিত-বিরাটরা। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু হবে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। তার আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিরাট কোহলি, রোহিত শর্মার এক ছবি।
কলকাতা: বুরা নজর ওয়ালে তেরা মুহ কালা… এ কথা অনেকেই বলে থাকেন। ভালো কিছু হলে অনেক সময় কুনজরের ভয় থাকে। আজ, লক্ষ্মীবার টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) দ্বিতীয় সেমিফাইনাল। জস বাটলারের ইংল্যান্ডের বিরুদ্ধে গায়ানায় নামতে চলেছে মেন ইন ব্লু। ক্রিকেট মহলে এখন আলোচনা চলছে এই ম্যাচ নিয়ে। ভারতীয় ক্রিকেট প্রেমীরা চাইছেন ইংল্যান্ডকে (England) হারিয়ে বিশ্বকাপ ট্রফির সঙ্গে এক ধাপ দূরত্ব কমাক রোহিত-বিরাটরা। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু হবে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। তার আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মার (Rohit Sharma) এক ছবি। হঠাৎ করেই সেমিফাইনালের আগে কালো টিকা লাগিয়ে, লেবু-লঙ্কা ঝুলিয়ে এ কী করছেন ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ?
আসলে সোশ্যাল মিডিয়া সাইট X এ বিরাট কোহলি ও রোহিত শর্মার এক ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, বিরাট ও রোহিতের চোখের নীচে কাজল, কপালে কাজলের কালো টিকা। এখানেই শেষ নয়। বিরাটের গলায় এভিল আই লকেট। এবং রোহিত ও কোহলির ছবির চারিদিকে ঝুলছে লেবু ও লঙ্কা। অশুভ জিনিসের যেন ভালো কিছুতে না পড়ে, তার জন্য কালো টিকা দেওয়া হয়। লেবু-লঙ্কা ঝোলানো হয়। ওই ছবিটি আসলে এডিট করা। নেটিজ়েনদের কেউ বিরাট ও রোহিতের ছবি নিয়ে এই রকম কারসাজি করেছেন।
— Out Of Context Cricket (@GemsOfCricket) June 27, 2024
সেই ছবিটি অবশ্য ভাইরাল হয়েছে। অনেকে মজার মজার কমেন্ট করেছেন তাতে। কেউ কেউ কমেন্টে লিখেছেন, ‘বুরা নজর ওয়ালে তেরা মুহ কালা।’ অনেকেই হাসির ইমোজি দিয়ে লিখেছেন, ‘নজর যেন না লাগে।’ অনেকে আবার বলিউড সিনেমা ‘লগন’-এর পোস্টারে ভারতীয় ও ইংল্যান্ড ক্রিকেটারদের মুখ বসিয়ে শেয়ার করেছেন। গত বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ স্বপ্ন ভেঙে গিয়েছিল ভারতের। এ বার রোহিত ব্রিগেড সেই ঘটনার পুনরাবৃত্তি চায় না।