T20 World Cup: ‘ওর জন্যই বিশেষ পরিকল্পনা…’, ভারতের ‘মাথাব্যথা’ ফাঁস করলেন ইংল্যান্ড কোচ
ICC MEN’S T20 WC 2024: সুপার এইটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলেছিলে ভারত অধিনায়ক রোহিত শর্মা। চার-ছয়ের বন্যায় ভাসিয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আরও একটা সেঞ্চুরি যেন সময়ের অপেক্ষা ছিল। তবে টিমের কথা ভেবে রানের গতিতে লাগাম দেননি। বড় শট খেলতে গিয়েই আউট হন। মাত্র ৮ রানের জন্য আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ড ষষ্ঠ সেঞ্চুরি মিস করেন।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মনে পড়ে? শুরুতেই যেটা মনে পড়বে, ভারত-পাকিস্তান ম্যাচের সেই মহাকাব্যিক ইনিংস। খাদের কিনারা থেকে জয়ের ইতিহাস লিখেছিলেন কিং কোহলি। কিন্তু সেই বিরাট কোহলি এ বারের বিশ্বকাপে যেন হারিয়ে গিয়েছেন। টুর্নামেন্টের শুরু থেকে হতাশার পর হতাশা। যদিও সুপার এইটে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রানের খাতাই খুলতে পারেননি। এ বারের বিশ্বকাপে এখনও ৬ ইনিংসে বিরাট কোহলির অবদান মাত্র ৬৬ রান। ভারতীয় শিবিরে যা চিন্তার বিষয়। ইংল্যান্ড শিবিরে সেই বিরাট কোহলিই প্রধান মাথাব্যথা?
সুপার এইটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলেছিলে ভারত অধিনায়ক রোহিত শর্মা। চার-ছয়ের বন্যায় ভাসিয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আরও একটা সেঞ্চুরি যেন সময়ের অপেক্ষা ছিল। তবে টিমের কথা ভেবে রানের গতিতে লাগাম দেননি। বড় শট খেলতে গিয়েই আউট হন। মাত্র ৮ রানের জন্য আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ড ষষ্ঠ সেঞ্চুরি মিস করেন। বিরাট কোহলি শূন্য রানে ফেরার পর রোহিতের এই ইনিংসই ভারতের বড় রানের ভিত গড়ে দিয়েছিল।
বিরাট কোহলি সেই বিধ্বংসী ছন্দে না থাকলেও ইংল্যান্ড কোচ ম্যাথু মটের প্রধান চিন্তা তাঁকে নিয়েই। ভারতের বিরুদ্ধে সেমিফাইনালের আগে বলছেন, ‘দীর্ঘ সময় ধরে ও ক্রিকেট বিশ্বকে ওর ক্লাস দেখিয়ে দিয়েছে। ওর জন্য বিশেষ পরিকল্পনা রাখতেই হবে। অন্যান্যদের জন্যও পরিকল্পনা প্রস্তুত। তবে আমরা সকলেই জানি, বিরাট কোহলি কী করতে পারে। ও কতটা বিধ্বংসী এবং বুদ্ধিদীপ্ত ব্যাটিং করতে পারে কারও অজানা নয়। ম্যাচে যদি ওরকম পরিস্থিতি আসে, বিরাটের কাছে সেই দক্ষতা রয়েছে কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ বের করার।’