বোর্ডের ‘মেন্টর ধোনি’ প্রোজেক্টকে একহাত জাডেজার
গত বুধবার টি-২০ বিশ্বকাপের (T-20 World Cup) জন্য ১৫ জনের দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। সে দিনই ঘোষণা করা হয়, বিশ্বকাপে শাস্ত্রী-কোহলিদের সফরসঙ্গী হবেন ধোনি। বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক যোগ দেবেন মেন্টর হিসেবে।
নয়াদিল্লি: টি-২০ বিশ্বকাপের জন্য মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) মেন্টর করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ঘোষণার পর বোর্ডের এই সিদ্ধান্তকে কেউ সমর্থন করেছেন, কেউ আশঙ্কা প্রকাশ করেছেন। তবে বোর্ডের সিদ্ধান্তকে সরাসরি একহাত নিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাডেজা (Ajay Jadeja)। হঠাত্ কী এমন হল, যার জন্য মেন্টর (Mentor) করতে হল ধোনিকে? প্রশ্ন জাডেজার।
গত বুধবার টি-২০ বিশ্বকাপের (T-20 World Cup) জন্য ১৫ জনের দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। সে দিনই ঘোষণা করা হয়, বিশ্বকাপে শাস্ত্রী-কোহলিদের সফরসঙ্গী হবেন ধোনি। বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক যোগ দেবেন মেন্টর হিসেবে। বোর্ডের এই সিদ্ধান্তকে মানতে পারেননি অজয় জাডেজা। তিনি বলেন, ‘আমার কাছে এটা নিয়ে ধোঁয়াশা আছে। আমি ২ দিন ধরে শুধু এটাই ভেবেছি, কী এমন হল যার জন্য ধোনিকে মেন্টর করা হল। আমি ধোনির ব্যাপারে কিছু বলতে চাই না। শুধু ভাবছি, এই দলে তাঁর ভূমিকাটা ঠিক কী হবে? যেন মনে হচ্ছে, তুমি অজিঙ্কা রাহানের আগে রবীন্দ্র জাডেজাকে ব্যাট করতে পাঠালে।’
এখানেই থেমে থাকেননি ভারতের প্রাক্তন ক্রিকেটার। তিনি যোগ করে এও বলেন, ‘আমি অবাক হয়ে গিয়েছি। আমার থেকে বড় ধোনির ফ্যান কেউ নেই। আমি বিশ্বাস করি, ধোনিই প্রথম অধিনায়ক যে ছেড়ে যাওয়ার আগে পরবর্তী ক্যাপ্টেনকে তৈরি করে দিয়েছিল।’
অজয় জাডেজা মনে করেন বিরাট কোহলি (Virat Kohli) এবং রবি শাস্ত্রীর (Ravi Shastri) ভারত বিশ্বকাপ জেতাতে সক্ষম। তার জন্য আলাদা করে ধোনিকে মেন্টর করার প্রয়োজন ছিল না। তিনি বলেন, ‘রাতারাতি কী এমন হল, যার জন্য একজন মেন্টরের দরকার পড়ল? কোচ শাস্ত্রীর হাত ধরে বিশ্বের এক নম্বর দল হয়েছে ভারত। বোর্ডের এই সিদ্ধান্ত সত্যিই অবাক করেছে আমাকে।’
কয়েকদিন আগেই এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে মেন্টর ধোনিকে স্বাগত জানিয়েছিলেন কপিল দেব (Kapil Dev)। তবে তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক এও বলেছিলেন, ‘খেলা ছাড়ার ৩-৪ বছর পর কোচিংয়ে আসা উচিত।’ অপর প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর (Sunil Gavaskar) আবার আশঙ্কা করেছেন, ধোনি আর শাস্ত্রীর মধ্যে মতের মিল হবে কিনা তা নিয়ে। বিশেষজ্ঞরা এক একরকম মত দিলেও, শাস্ত্রী-ধোনি রসায়ন টি-২০ বিশ্বকাপে কতটা কার্যকর হয় সেটাই এখন দেখার।