IPL 2021: আইপিএলের খেলার সুবিধে বিশ্বকাপে কাজ লাগব: সাকিব
আইপিএল (IPL) খেলার অভিজ্ঞতাই সাকিব আর মুস্তাফিজুরের সম্পদ। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডও চাইছে, আইপিএল খেলুক তাঁরা। প্রত্যেক দেশের ক্রিকেটাররাই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আইপিএলকে দেখছে।
ঢাকা: আইপিএলের (IPL) খেলার সুবিধেকে বিশ্বকাপে কাজে লাগাতে চান সাকিব আল হাসান (Shakib Al Hasan) আর মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) আইপিএল শেষ করার পরই বাংলাদেশের টিম হোটেলে ঢুকে পড়বেন সাকিব আর মুস্তাফিজুর। বাংলাদেশের (Bangladesh) এই দুই ক্রিকেটারই শুধু আইপিএলে খেলেন।
বাংলাদেশের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন, ‘আইপিএল আমাদের সবাইকেই বিশ্বকাপে সাহায্য করবে। এই পরিবেশেই আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হবে। মুস্তাফিজুর এবং আমার অভিজ্ঞতা দলে ভাগ করে নেব। যা বিশ্বকাপে আমাদের কাজে লাগবে।’
আইপিএল খেলার অভিজ্ঞতাই সাকিব আর মুস্তাফিজুরের সম্পদ। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডও চাইছে, আইপিএল খেলুক তাঁরা। প্রত্যেক দেশের ক্রিকেটাররাই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আইপিএলকে দেখছে। বিশ্বকাপ শুরু হওয়ার ১৫ দিন আগে ওমানে থাকবে বাংলাদেশ দল। বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচ খেলতে হবে সাকিবদের।
আরব আমিরশাহি এবং ওমানের উইকেটের চরিত্র অনেকটা এক রকম। এমনকি পরিবেশও অনেকটা এক। তাই এগুলো কাজে লাগবে। টি-টোয়েন্টিতে বেশ ভালো ছন্দে আছে বাংলাদেশ। শেষ টি-২০ সিরিজগুলোয় জিম্বাবোয়ে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। যা বিশ্বকাপের জন্য বাড়তি মোটিভেট করবে ক্রিকেটারদের।
সাকিব বলেন, ‘আমাদের বিশ্বকাপ জেতার একটা সুযোগ রয়েছে। আমাদের প্রস্তুতিও বেশ ভালো হয়েছে। লো স্কোর নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তবে আমরা শেষ পর্যন্ত জিতেছি। এই আত্মবিশ্বাসই আমাদের প্রধান হাতিয়ার।’
অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে সমালোচনা করেছেন সাকিব। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন সাকিব আল হাসান। রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন মুস্তাফিজুর রহমান।