Ajinkya Rahane Century: প্রথম শ্রেনির ক্রিকেটে ৪০তম সেঞ্চুরি, গম্ভীরের গুডবুকে অজিঙ্ক রাহানে!

County Championship: কাউন্টি ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফর্ম করেছেন। ওয়ান ডে চ্যাম্পিয়নশিপে বেশ কিছু বিধ্বংসী ইনিংস খেলেছেন লেস্টারশায়ারের হয়ে। এ বার লাল-বলের ক্রিকেটেও নজর কাড়লেন রাহানে। প্রথম শ্রেনির ক্রিকেটে ৪০তম সেঞ্চুরি, লেস্টারের জার্সিতে প্রথম।

Ajinkya Rahane Century: প্রথম শ্রেনির ক্রিকেটে ৪০তম সেঞ্চুরি, গম্ভীরের গুডবুকে অজিঙ্ক রাহানে!
Image Credit source: Leicestershire X
Follow Us:
| Updated on: Sep 01, 2024 | 9:54 PM

টেস্ট ক্রিকেটে কি আর ফেরা হবে? প্রশ্নটা খুবই কঠিন অজিঙ্ক রাহানের ক্ষেত্রে। তিনি অবশ্য আশাবাদী, দেশের হয়ে একশো টেস্ট খেলবেন। ভারতীয় কোচিং টিমে বড়সড় রদবদলের পর সেই স্বপ্নই দেখছেন রাহানে। কাউন্টি ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফর্ম করেছেন। ওয়ান ডে চ্যাম্পিয়নশিপে বেশ কিছু বিধ্বংসী ইনিংস খেলেছেন লেস্টারশায়ারের হয়ে। এ বার লাল-বলের ক্রিকেটেও নজর কাড়লেন রাহানে। প্রথম শ্রেনির ক্রিকেটে ৪০তম সেঞ্চুরি, লেস্টারের জার্সিতে প্রথম।

সামনেই ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে ভারতের। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ। নভেম্বরে অস্ট্রেলিয়ায় যাবে ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত পাঁচ ম্যাচের সিরিজ। গত অস্ট্রেলিয়া সফরে অজিঙ্ক রাহানের দুর্দান্ত ক্যাপ্টেন্সিতেই প্রত্যাবর্তন হয়েছিল ভারতীয় দলের। গত অস্ট্রেলিয়া সফরে সিরিজ শুরু হয়েছিল গোলাপি বলে দিন-রাতের টেস্ট দিয়ে। সেই ম্যাচে লজ্জার হার। ক্যাপ্টেন বিরাট কোহলিও প্রথম টেস্ট খেলে পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরেছিলেন। ভাইস ক্যাপ্টেন রাহানের হাতে নেতৃত্বের দায়িত্ব পড়ে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ০-১ পিছিয়ে থাকা থেকে ভাঙাচোরা দল নিয়েই সিরিজ জিতিয়েছিলেন ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে। তিনি নিজেও সেঞ্চুরি সহ ভালো ইনিংস খেলেছিলেন। তবে টেস্ট দল থেকে ক্রমশ হারিয়ে যান। গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হঠাৎই জাতীয় দলে প্রত্যাবর্তন হয়েছিল রাহানের। ফাইনালে ভারত হারলেও দু-ইনিংসেই ব্যাট হাতে ভরসা দিয়েছিলেন রাহানে। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে সেই অর্থে সুযোগই পাননি। দক্ষিণ আফ্রিকা সফরের আগে বাদ পড়েন। জাতীয় দলে তাঁর দরজা বন্ধ বলেই ধরে নেওয়া হয়। রাহানে অবশ্য হাল ছাড়েননি।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে লেস্টারশায়ার খেলছে গ্ল্যামারগনের বিরুদ্ধে। প্রথম ইনিংসে ৪২ রান করেছিলেন রাহানে। দ্বিতীয় ইনিংসে ১০২ রানের ঝকঝকে ব্যাটিং। ১৩টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারিও মেরেছেন। ম্যাচ অবশ্য ড্র হয়। এর সঙ্গে নতুন সম্ভাবনাও তৈরি হয়েছে। রাহানে যদি ধারাবাহিকতা দেখাতে পারেন, তাঁকে কি ফের টেস্ট দলে দেখা যাবে? তিন নম্বরে শুভমন গিল ভরসা দিতে ব্যর্থ। টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ পরপর সিরিজ। রাহানেকে ফেরালে অবাক হওয়ার নেই।