RCB,IPL 2024: বিরাট রাজা ছন্দে, তাও RCB-র ভাগ্যের চাকা ঘুরছেই না; গলদ বের করলেন কোচ
Virat Kohli: ২২ গজের যুদ্ধক্ষেত্রে বিরাট কোহলি নামছেন দলবল নিয়ে, কিন্তু ম্যাচ শুরু হতেই যেন বাকি ১০ ক্রিকেটার নিষ্প্রভ হয়ে যাচ্ছেন। সতীর্থদের থেকে কোহলি সাহায্য পাচ্ছেন না। এ বারের আইপিএলে বিরাটের ব্যাট উজ্জ্বল। কিন্তু দলের বাকিরা কোনও ম্যাচেই আশানুরূপ পারফর্ম করতে পারছেন না।
কলকাতা: আরসিবির একা সৈন্য বিরাট কোহলি (Virat Kohli)। ২২ গজের যুদ্ধক্ষেত্রে তিনি নামছেন দলবল নিয়ে, কিন্তু ম্যাচ শুরু হতেই যেন বাকি ১০ ক্রিকেটার নিষ্প্রভ হয়ে যাচ্ছেন। সতীর্থদের থেকে কোহলি সাহায্য পাচ্ছেন না। এ বারের আইপিএলে বিরাটের ব্যাট উজ্জ্বল। কিন্তু দলের বাকিরা কোনও ম্যাচেই আশানুরূপ পারফর্ম করতে পারছেন না। তাই আরসিবি কাঙ্খিত জয়ও পাচ্ছে না। জয়পুরে রাজস্থানের বিরুদ্ধে ১২টি চার ও ৪টি ছয় দিয়ে ৭২ বলে ১১৩ রানের অপরাজিত ইনিংস উপহার দেন বিরাট কোহলি। ক্যাপ্টেন ফাফ ডু’প্লেসি ৩৩ বলে ৪৪ রান করেন। এ ছাড়া আরসিবির (RCB) কোনও ক্রিকেটারের ব্যাটে দুই অঙ্কের রান আসেনি। কোহলি যদি বাকি সতীর্থদের থেকে সাহায্য পেতেন, তা হলে দুশোর বেশি রান তুলে ফেলতে পারত আরসিবি। ম্যাচের শেষে আরসিবির কোচ জানিয়েছেন, ঠিক কোথায় ভুল হচ্ছে বাকিদের।
রাজস্থানের বিরুদ্ধে জয়পুরে ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার বলেছেন, ‘বিরাট কোহলি দুরন্ত ছন্দে রয়েছে। ও অসাধারণ খেলেছে। কিন্তু দলের বাকি ছেলেরা ফর্ম এবং আত্মবিশ্বাস দুটোই হাতড়ে বেড়াচ্ছে। আমরা সব রকম চেষ্টা করছি যাতে ছেলেরা শক্তিশালী ও আত্মবিশ্বাসী অনুভব করে।’
Heart breaks seeing Virat Kohli like this despite stepping up in every game back to back for RCB 💔 pic.twitter.com/BMOvd1z1tR
— Pari (@BluntIndianGal) April 7, 2024
ফ্লাওয়ারের মতে বিপক্ষ টিমগুলোর বিরুদ্ধে এ বারের আইপিএলে আরসিবি চাপই সৃষ্টি করতে পারছে না। সেটাই তাঁদের অন্যদের থেকে পিছনে রেখেছে। আরসিবি কোচের কথায়, ‘আইপিএল এমন একটা টুর্নামেন্ট, যেখানে রান করা এবং দল গুলোর আগ্রাসন এটাই সব। আর তার জন্য আমাদের টিমের ছেলেদের ফর্ম ফিরে পাওয়া এবং আত্মবিশ্বাসী অনুভব করাটা জরুরি। তা হলে বিপক্ষ দলগুলোর উপর চাপ সৃষ্টি করতে পারবে ওরা। আর সেটাই এই মরসুমে আমরা পারছি না।’
The pain of Virat Kohli is heart-breaking.
– He deserves better….!!!! pic.twitter.com/VQJSbKxqUP
— Johns. (@CricCrazyJohns) April 7, 2024
আইপিএলে আরসিবির পরবর্তী ম্যাচ ১১ এপ্রিল। হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচ জিততেই হবে বিরাট কোহলিদের। না হলে এ বারের আইপিএলে আরসিবির অবস্থা আরও খারাপ হবে। প্লে অফের আশা এবং অঙ্কও ধীরে ধীরে জটিল হয়ে যাবে বেঙ্গালুরুর।