MS Dhoni: ধোনি… ধোনি… শব্দব্রহ্মে হতবাক প্যাট কামিন্স, বললেন এত জোরে আওয়াজ কখনও…
Watch Video: হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার রাতে আইপিএলের (IPL) ম্যাচে অরেঞ্জ আর্মির কাছে হেরেছে সিএকে (CSK)। কিন্তু বরাবরের মতো মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে উপ্পলের হাউসফুল গ্যালারির বিরাট উন্মাদনা দেখা গিয়েছে। সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্সও অবাক হয়েছেন ধোনিকে নিয়ে তাঁর ভক্তদের এই নিপাট ভালোবাসা দেখে।
কলকাতা: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) যখন মাঠে, গ্যালারি কি আর চুপ থাকে? উত্তর কখনওই না। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার রাতে আইপিএলের (IPL) ম্যাচে অরেঞ্জ আর্মির কাছে হেরেছে সিএকে (CSK)। কিন্তু বরাবরের মতো মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে উপ্পলের হাউসফুল গ্যালারির বিরাট উন্মাদনা দেখা গিয়েছে। সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্সও অবাক হয়েছেন ধোনিকে নিয়ে তাঁর ভক্তদের এই নিপাট ভালোবাসা দেখে।
শুধু উপ্পল নয়, মহেন্দ্র সিং ধোনি যে স্টেডিয়ামে যখনই প্রবেশ করেন গ্যালারিতে থাকা দর্শকদের গলার স্বর তীব্র থেকে তীব্রতর হয়। শুক্রবার রাতেও একই ছবি দেখা গিয়েছে। এমনিতেই হায়দরাবাদের গ্যালারিতে হলুদ জার্সির দাপট চোখে পড়ছিল। কিন্তু ম্যাচে সিএসকে দাপট দেখাতে পারল না। শেষ অবধি ৬ উইকেটে চেন্নাইয়ের বিরুদ্ধে হায়দরাবাদ জিতেছে উপ্পলে। ওই ম্যাচের শেষে অরেঞ্জ আর্মির অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘দর্শকরা এক্কেবারে পাগল হয়ে গিয়েছিল। যখন ধোনি মাঠ থেকে বেরোল বিরাট আওয়াজ হয়েছিল। কোনও স্টেডিয়ামে তার থেকে বেশি জোরে আওয়াজ আমি এর আগে কখনও শুনিনি।’
“The crowd was crazy tonight, especially when MS walked out. That’s as loud I’ve ever heard in a stadium” – Pat Cummins @msdhoni #MSDhoni #IPL2024 pic.twitter.com/sFbxocIkAw
— DHONI GIFS™ (@DhoniGifs) April 6, 2024
এ বারের আইপিএলে এই নিয়ে পরপর ২টি ম্যাচে ব্যাট করলেন সিএসকের সুপারস্টার মহেন্দ্র সিং ধোনি। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনি ৩৭ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন। আর শুক্রবার রাতে অরেঞ্জ আর্মির বিরুদ্ধে তিনি খেলেন মাত্র ২টি বল। আর করেন ১ রান। কিন্তু তাতেও তাঁর ভক্তদের উত্তেজনা ছিল দেখার মতো।
এক ঝলকে দেখে নিন শুক্রবার রাতে মহেন্দ্র সিং ধোনি যখন মাঠে ব্যাট হাতে নেমেছিলেন, সেই সময় হায়দরাবাদের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে কেমন গর্জন হয়েছিল, রইল ভিডিয় …
THE ENTRY OF MS DHONI. 🔥🤯pic.twitter.com/8OhRNfe4T6
— Johns. (@CricCrazyJohns) April 5, 2024