Asia cup 2025 IND vs PAK Highlights: ছয় মেরে ম্যাচ ফিনিশ করলেন বার্থডে বয় সূর্যকুমার যাদব
Asia cup 2025 India vs Pakistan Live Score in Bengali: গত ম্যাচে ভারতীয় ব্যাটিং সেই অর্থে কোনও পরীক্ষার সামনে পড়েনি। পাকিস্তানের বোলিং লাইন আপ ভালো। সেই নিরিখে বলা যায়, ভারতীয় ব্যাটিং বনাম পাক বোলিং। মিশন বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের সমস্ত আপডেট পাবেন এই লিঙ্কে।

দুবাইয়ে ধুন্ধুমার রবিবার! এমনটা বলা হয়েছিল। কিন্তু হয়ে দাঁড়াল একপেশে ম্যাচ। পাকিস্তানকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারাল ভারত। এশিয়া কাপে বহুপ্রতিক্ষীত ভারত-পাকিস্তান ম্যাচ। টি-টোয়েন্টি ফর্ম্যাটে শেষ বার দু-দল মুখোমুখি হয়েছিল বিশ্বকাপে। আগামী বছর ফের টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup)। তার প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। এশিয়া কাপ অভিযান শুরু করেছে আরব আমির শাহির বিরুদ্ধে বিশাল জয় দিয়ে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানও প্রথম ম্যাচে জিতেছিল। দুবাইয়ে ভারত ও পাকিস্তান (IND vs PAK) ম্যাচ সেই অর্থে নো ম্যাচ। প্রথম ম্যাচে ভারতীয় ব্যাটিং সেই অর্থে কোনও পরীক্ষার সামনে পড়েনি। এই ম্যাচেও খুব একটা কঠিন পরীক্ষা হল না। মিশন বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের সমস্ত আপডেট পাবেন এই লিঙ্কে।
LIVE Cricket Score & Updates
-
IND vs PAK Live Score: ম্যাচ রিপোর্ট
গ্রুপ পর্বে টানা দ্বিতীয় ম্যাচে জয় ভারতের। পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারালেন সূর্যকুমার যাদবরা। ম্যাচ রিপোর্ট বিস্তারিত পড়ুন: অপারেশন স্কাই! বাইশগজে পাকিস্তানকে দুরমুশ করল নতুন ভারত
-
IND vs PAK Live Score: ছয় মেরে জয়
টার্গেট ছিল ১২৮। কত তাড়াতাড়ি ম্যাচ শেষ করবে ভারত, নজর ছিল সেদিকেই। বিধ্বংসী শুরুর পর ধৈর্যশীল ব্যাটিং তিলক ও স্কাইয়ের। তিলক ফিরলেও বার্থডে বয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ক্রিজে থাকেন। শিবম দুবের সঙ্গে আরও একটা পার্টনারশিপ। ছয় মেরে ম্যাচ ফিনিশ করেন স্কাই। ১৫.৫ ওভারের মধ্যেই ৭ উইকেটের বিশাল ব্যবধানে জয়। সুপার ফোরও নিশ্চিত করল ভারত।
-
-
IND vs PAK Live Score: জয়ের সামনে ভারত
নিজের বলেই ক্যাচ মিস করেন মহম্মদ নওয়াজ। এরপর লেগ বিফোরের আবেদন। অনফিল্ড আম্পায়ার আউট দেননি। পরিষ্কার বোঝা যাচ্ছিল, বল অফস্টাম্প মিস করবে। ডিআরএস নেয় পাকিস্তান। আম্পায়ারের সিদ্ধান্তই বজায় থাকে। স্কাই ক্রিজে থাকলেও পরের ওভারে তিলক ভার্মাকে ফেরালেন সায়াম আয়ুব।
-
IND vs PAK Live Score: ক্লাস-বিধ্বংসী
প্রপার ক্রিকেটীয় শট। পরপর দুটি বাউন্ডারি। সবে ঝড় তুলেছিলেন শুভমন গিল। যদিও স্পিনার সায়াম আয়ুবের বোলিংয়ে ফ্লাইট মিস ভারতের ভাইস ক্যাপ্টেনের। মাত্র ১০ রানেই ফিরলেন শুভমন। ক্রিজে স্কাই।
-
IND vs PAK Live Score: অভিষেক দাপট
বাউন্ডারিতে শুরু, এরপর বিশাল ছয়। দুর্দান্ত ব্যাটিং অভিষেকের। শেষ বলে সিঙ্গল নিয়ে স্ট্রাইক রাখলেন শুভমন। প্রথম ওভার দুর্দান্ত ভারতের।
-
-
IND vs PAK Live Score: ‘কুল’ দীপ!
আরও একটা ম্যাচ, ফের দুর্দান্ত পারফরম্যান্স। কুলদীপ যাদব জাদু অব্যহত। পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ঝুলিতে ইতিমধ্যেই ৩ উইকেট। কোটার শেষ ওভার করছেন।
-
IND vs PAK Live Score: টি-টোয়েন্টি!
টি-টোয়েন্টিতে টেস্ট ইনিংস! এমনই বলা যায়। পাকিস্তান ক্য়াপ্টেন সলমন আলি আঘাকে ফেরালেন অক্ষর প্যাটেল। ১২ বলে মাত্র ৩ রানেই শেষ সলমনের ইনিংস।
-
IND vs PAK Live Score: বরুণের শিকার
বরুণ চক্রবর্তীর সৌজন্যে বিগ ফিশ ভারতের ঝুলিতে। পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটার ফকর জামানকে ফেরালেন বরুণ। ক্রিজে পাকিস্তানের ক্যাপ্টেন সলমন আলি আঘা।
-
IND vs PAK Live Score: পাওয়ার প্লে ভারতের
ইনিংসের প্রথম দু-ওভারে উইকেট হার্দিক পান্ডিয়া ও জসপ্রীত বুমরার সৌজন্যে। এরপর অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টায়। পাকিস্তানকে ভরসা দিচ্ছেন অভিজ্ঞ ব্যাটার ফকর জামান।
-
IND vs PAK Live Score: জোড়া উইকেট!
দু-ওভার দুই উইকেট। প্রথম ওভারে ওয়াইড দিয়ে শুরু। প্রথম লিগ্যাল ডেলিভারিতেই উইকেট নেন হার্দিক পান্ডিয়া। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে উইকেট নিলেন জসপ্রীত বুমরাও। পাকিস্তানের গত ম্যাচের নায়ক মহম্মদ হ্যারিসকে ফেরালেন বুমরা।
-
IND vs PAK Live Score: ভারতের একাদশ
ওয়ার্ম আপে দেখা যায় রান আপ মার্ক করছেন অর্শদীপ সিং। প্রাথমিক ভাবে মনে হয়েছিল একাদশে বদল করা হবে। যদিও পাকিস্তানের বিরুদ্ধে গত ম্যাচের একাদশই ধরে রাখল ভারত। অর্থ্যাৎ এক স্পেশালিস্ট পেসার হিসেবে জসপ্রীত বুমরা। তাঁকে সহযোগিতা করবেন শিবম দুবে ও হার্দিক পান্ডিয়া। স্পিন আক্রমণে অক্ষর, বরুণ ও কুলদীপ।
-
IND vs PAK Live Score: টস আপডেট
প্রথম ম্যাচে রান তাড়া করেই জিতেছিল ভারত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হার স্কাইয়ের। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত পাকিস্তান ক্যাপ্টেন সলমন আলি আঘার।
-
IND vs PAK Live Score: দুবাইয়ে সুপার সান ডে!
এশিয়া কাপে আজ মুখোমুখি ভারত ও পাকিস্তান। দু-দলই জয় দিয়ে অভিযান শুরু করেছে। ভারত-পাক ম্যাচের প্রিভিউ বিস্তারিত: নতুন দল, পুরনো ফ্লেভার! দুবাইয়ে আজ ভারত-পাকিস্তান
Published On - Sep 14,2025 6:00 PM
