AUS vs SL, ICC World Cup 2023 Highlights: লখনউয়ে হাসি ফুটল কামিন্সদের মুখে, শ্রীলঙ্কাকে হারিয়ে ২ পয়েন্ট অজিদের ঝুলিতে
Australia vs Sri Lanka, ICC world Cup 2023 Live Score Updates: শূন্য় থেকেই শুরু হবে দুই দলের ঘুরে দাঁড়ানোর লড়াই। আজ সোমবার লখনউয়ের একানা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। টিকে থাকার লড়াইয়ে কে জিতবে, কে হাসবে শেষ কে হাসি, তা জানার জন্য ধৈর্য ধরে বসতে হবে আর কিছুক্ষণ।
লখনউ: সপ্তাহের প্রথম দিন একানা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। এ বারের বিশ্বকাপের শুরুটা মোটেই ভালো হয়নি পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। টানা দুই ম্যাচে হারে অজিরা। আজ অবশ্য হাসি ফুটল কামিন্সদের মুখে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেটে এই ম্যাচ জিতে পয়েন্টের খাতা খুলল অস্ট্রেলিয়া। টস জিতে প্রথমে ব্যাটিং করে ২০৯ রানে অলআউট হয়েছিল লঙ্কানরা। ২১০ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮৮ বল বাকি থাকতেই ম্য়াচ জিতে নেয় অজিরা। ভারতের মাটিতে দলের স্পিনার সফল না হলে সাফল্য ধরা দেবে না। বিশ্বকাপে জোড়া ম্যাচ হেরে চাপে ছিল অস্ট্রেলিয়া। পারফরম্যান্সে হতাশ করছিলেন অজি টিমের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার অ্যাডাম জাম্পা। শ্রীলঙ্কার বিরুদ্ধে অজি লেগ স্পিনার জাম্পা নিলেন ৪ উইকেট। জিতল অস্ট্রেলিয়াও। ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন অ্যাডাম জাম্পা। পয়েন্ট টেবলের ১০ নম্বর থেকে আটে উঠে এসেছে অস্ট্রেলিয়া। এই ম্য়াচের হাইলাইটস রইল TV9 Bangla Sports-এর এই লাইভ ব্লগে।
LIVE Cricket Score & Updates
-
ICC ODI World Cup 2023: হারের হ্যাটট্রিক শ্রীলঙ্কার, খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াল অজিরা
অবশেষে লখনউয়ে হাসি ফুটল প্যাট কামিন্সদের মুখে। ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বেশ চাপে ছিল অজিরা। অবশেষে ঘুরে দাঁড়ালেন মিচেল মার্শরা। টস জিতে প্রথমে ব্যাট করে ২০৯ রানেই অলআউট শ্রীলঙ্কা। ৮৮ বল বাকি থাকতেই ৬ মেরে ম্যাচ ফিনিশ স্টইনিসের। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেটে জয় অস্ট্রেলিয়ার।
পড়ুন ম্যাচ রিপোর্ট বিস্তারিত – হারের হ্যাটট্রিক শ্রীলঙ্কার, খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াল অজিরা
-
ICC ODI World Cup 2023: ৫ উইকেটে জয় অজিদের
ছক্কা হাঁকিয়ে ম্যাচ ফিনিশ করলেন মার্কাস স্টইনিস। জোড়া হারের ধাক্কা সামলে অবশেষে জয়ের মুখ দেখল অস্ট্রেলিয়া। অন্যদিকে হারের হ্যাটট্রিক শ্রীলঙ্কার।
-
-
ICC ODI World Cup 2023: জশ আউট
দুনিথ ওয়াল্লালাগে ফেরালেন জশ ইংলিশকে। ৫৮ রান করে মাঠ ছাড়লেন ছন্দে থাকা জশ ইংলিশ। পঞ্চম উইকেট হারাল অজিরা। অপরাজিত থেকে মাঠ ছাড়তে পারতেন ইংলিশ। ক্রিজে গ্লেন ম্যাক্সওয়েল। নতুন ব্যাটার মার্কাস স্টইনিস।
-
ICC ODI World Cup 2023: অজিদের ৩০ ওভারের খেলা শেষ
অস্ট্রেলিয়ার ৩০ ওভারের খেলা শেষ। এর মধ্যে ৪ উইকেট হারিয়ে ১৬৩ রান তুলেছে শ্রীলঙ্কা। জিততে হলে বাকি ২০ ওভারে ৪৭ রান তুলতে হবে অজিদের। হাতে এখনও উইকেট রয়েছে অস্ট্রেলিয়ার। ফলে এই রান তোলা খুব একটা কঠিন নয়। ক্রিজে গ্লেন ম্যাক্সওয়েল (৪) ও জশ ইংলিশ (৫৪)। -
ICC ODI World Cup 2023: লাবুশেন আউট
৬০ বলে ৪০ রান করে মাঠ ছাড়লেন মার্নাস লাবুশেন। অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেটের পতন। এই সাফল্য এনে দিলেন দিলশান মধুশঙ্কা।
-
-
ICC ODI World Cup 2023: ইংলিশের হাফসেঞ্চুরি
৪৬ বলে অর্ধশতরান পূর্ণ করলেন জশ ইংলিশ। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন মার্নাস লাবুশেন।
-
ICC ODI World Cup 2023: ইংলিশ-লাবুশেনের ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ
৬০ বলে ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ করলেন জশ ইংলিশ ও মার্নাস লাবুশেন। ২৪.৩ ওভারে লাহিরু কুমারার বলে বাউন্ডারি ইংলিশের। তাতেই জস-লাবুশেনের ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ।
-
ICC ODI World Cup 2023: অজিদের খেলা বাকি ৩০ ওভারের
- অস্ট্রেলিয়ার ২০ ওভারের খেলা শেষ।
- এই ২০ ওভারে অজিরা ৩ উইকেট হারিয়ে ১০৯ রান তুলেছে।
- ক্রিজে মার্নাস লাবুশেন (২৫) এবং জশ ইংলিশ (২১)।
- বাকি ৩০ ওভারে অস্ট্রেলিয়াকে তুলতে হবে ১০১ রান।
-
ICC ODI World Cup 2023: মার্শ আউট
মিচেল মার্শ রান আউট। বড় উইকেট হারাল অজিরা। মার্শ সেট হয়ে গিয়েছিলেন। দিমুথ করুণারত্নের দারুণ থ্রো। ৫২ রান করে প্যাভিলিয়নে ফিরতে হল।
-
ICC ODI World Cup 2023: মার্শের হাফসেঞ্চুরি
৩৯ বলে অর্ধশতরান পূর্ণ করলেন অজি ওপেনার মিচেল মার্শ। এই ইনিংসের মধ্যে আপাতত মিচেল মার্শের ব্যাটে এসেছে ৯টি চার।
-
ICC ODI World Cup 2023: খালি হাতে ফিরলেন স্মিথ
মাঠে নেমেই ফিরতে হল স্টিভ স্মিথকে। রানের খাতাই খোলা হল না তাঁর।
-
ICC ODI World Cup 2023: প্রথম উইকেট হারাল অজিরা
মাত্র ১১ রান করেই ফিরলেন ডেভিড ওয়ার্নার।
-
ICC ODI World Cup 2023:
অজিদের ইনিংস শুরু। ওপেনিং-এ ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ।
-
ICC ODI World Cup 2023: শেষ হল শ্রীলঙ্কার ইনিংস
২০৯ রানে অল আউট শ্রীলঙ্কা। জিততে হলে অজিদের চাই ২১০ রান।
-
ICC ODI World Cup 2023: লঙ্কানদের হাতে আর ১ উইকেট
৯ উইকেটল হারাল শ্রীলঙ্কা। কুমারাকে ফেরালেন মিচেল স্টার্ক।
-
ICC ODI World Cup 2023: খালি হাতে ফিরলেন মহেশ
মাঠে নেমেই ফিরতে হল মহেশকে। রানের খাতাই খুুলতে পারেননি তিনি। মহেশকে ফেরালেন জাম্পা। এই নিয়ে ৪ লঙ্কানদের ৪ উইকেট একাই নিলেন তিনি।
-
ICC ODI World Cup 2023: আউট চামিকা
আশা ছিল হাল ধরবেন কিন্তু হল না। মাত্র ২ রান করেই ফিরলেন করুণারত্নে।
-
ICC ODI World Cup 2023: শক্তি হারাচ্ছে শ্রীলঙ্কা
একের পর এক উইকেট। এ বার ফিরলেন ওয়ালালাগে। মাত্র ২ রান করেই আউট হলেন তিনি।
-
ICC ODI World Cup 2023: ফের উইকেট!
ফিরলেন ধনঞ্জয়। মাত্র ৭ রান করেই প্য়াভেলিয়নে ফিরতে হল তাঁকে।
-
ICC ODI World Cup 2023: ৩২ ওভারের মাথায় স্থগিত ম্যাচ
বৃষ্টির কারণে স্থগিত ম্যাচ। এখনও পর্যন্ত স্কোর ১৭৮/৪।
-
ICC ODI World Cup 2023: সমরবিক্রমা আউট
৮ রান করে আউট হলেন সাদিরা সমরবিক্রমা। চতুর্থ উইকেট হারাল শ্রীলঙ্কা। অ্যাডাম জাম্পা অজিদের এনে দিলেন সাফল্য।
-
ICC ODI World Cup 2023: প্য়াভিলিয়নে ফিরলেন কুশল পেরেরা
৭৮ রান করে ফিরতে হল কুশল পেরেরাকে। কুশকে ফেরালেন প্য়াট কামিন্স।
-
ICC ODI World Cup 2023: ফিরলেন নিশঙ্কা
ছন্দে ছিলেন। কিন্তু ৬১ রান করেই ফিরতে হল পাথুম নিশঙ্কাকে।
-
ICC ODI World Cup 2023: অর্ধশতরান করলেন নিশাঙ্কা
৫৮ বলে ৫০ রান এল পাথুম নিশাঙ্কারহ ব্যাটে।
-
ICC ODI World Cup 2023: জুটিতে শতারান এল শ্রীলঙ্কার ঝুলিতে
শতরান এল শ্রীলঙ্কার ঘরে। সেই সঙ্গেই হাফ সেঞ্চুরি করলেন কুশল পেরেরা।
-
ICC ODI World Cup 2023: দুরন্ত ছন্দে লঙ্কানরা
জমাট বাঁধছে পেরেরা-নিশাঙ্কা জুটি। ১৩ ওভার শেষে শ্রীলঙ্কার ঝুলিতে ৭৮ রান।
-
ICC ODI World Cup 2023: শ্রীলঙ্কার ইনিংস শুরু
শুরু হল লঙ্কানদের ইনিংস।ক্রিজে কুশল পেরেরা ও পাথুম নিশাঙ্কা। আক্রমণে মিচেল স্টার্ক।
-
ICC ODI World Cup 2023: টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার
টস জিতে অজিদের বল করতে পাঠালেন কুশল মেন্ডিস। অধিনায়ক দাসুন শানাকার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন কুশল।
-
ICC ODI World Cup 2023: কোথায় দেখবেন ম্যাচটি?
বিস্তারিত পড়ুন: সোম-দুপুরে মুখোমুখি অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা, হারের হ্যাটট্রিক আটকাবে কারা?
-
ICC ODI World Cup 2023: কেমন হবে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার লড়াই?
বিস্তারিত পড়ুন: খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা
Published On - Oct 16,2023 1:00 PM