Virat Kohli: স্ট্রাইকরেট প্রশ্ন পিছু ছাড়ছে না বিরাট কোহলির! পাশে পেলেন অজি কিংবদন্তিকে

Royal Challengers Bengaluru: এ মরসুমে টানা দু-ম্যাচে হাফসেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। রাজস্থানের বিরুদ্ধে দলের ১৮৩ রানের মধ্যে বিরাট একাই ১১৩ রান করেন। ৭২ বলে ১১৩ রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের আগে ফর্মের অভাবে ভুগছিলেন জস বাটলার। বিরাটের পাল্টা সেঞ্চুরি করে রাজস্থানকে জেতান বাটলার। আরসিবি হারায় বোলিং, অন্যান্য ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে যত না আলোচনা, তার চেয়ে অনেক বেশি আলোচনা বিরাটের স্ট্রাইকরেট নিয়ে।

Virat Kohli: স্ট্রাইকরেট প্রশ্ন পিছু ছাড়ছে না বিরাট কোহলির! পাশে পেলেন অজি কিংবদন্তিকে
Image Credit source: BCCI
Follow Us:
| Updated on: Apr 08, 2024 | 1:31 AM

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ঠিক কী করলে ভালো পারফরম্যান্স হবে, এ যেন তাদেরও ধারনার বাইরে। ঘরে ফিরে একটা ম্যাচ জিতেছিল আরসিবি। উদ্বোধনী ম্যাচটি ছিল অ্যাওয়ে। চেন্নাইয়ের বিরুদ্ধে হার দিয়ে টুর্নামেন্ট শুরু হয় আরসিবির। ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের কাছেও হার। গত ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে বিরাট কোহলির অপরাজিত সেঞ্চুরি ব্যর্থ। দলের হারে প্রশ্ন উঠছে বিরাটের স্ট্রাইকরেট নিয়ে।

এ মরসুমে টানা দু-ম্যাচে হাফসেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। রাজস্থানের বিরুদ্ধে দলের ১৮৩ রানের মধ্যে বিরাট একাই ১১৩ রান করেন। ৭২ বলে ১১৩ রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের আগে ফর্মের অভাবে ভুগছিলেন জস বাটলার। বিরাটের পাল্টা সেঞ্চুরি করে রাজস্থানকে জেতান বাটলার। আরসিবি হারায় বোলিং, অন্যান্য ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে যত না আলোচনা, তার চেয়ে অনেক বেশি আলোচনা বিরাটের স্ট্রাইকরেট নিয়ে।

জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিরাটকে নিয়ে জল্পনা চলছে, আদৌ তাঁকে বিশ্বকাপের দলে রাখা হবে কিনা। স্ট্রাইকরেট নিয়ে যে হারে সমালোচনা চলছে, এই জল্পনা যেন আরও বাড়ছে। স্ট্রাইকরেট ইস্যুতে এ বার বিরাট কোহলির পাশে দাঁড়ালেন অজি কিংবদন্তি মাইকেল ক্লার্ক। বলছেন, ‘আমি কোনও ভাবেই বিরাটের দিকে আঙুল তুলব না। ও দুর্দান্ত খেলেছে। আমার মতে, ওই পরিস্থিতিতে যেমন খেলা উচিত ছিল, বিরাট সে ভাবেই খেলেছে। ওর উল্টোদিকের ব্যাটাররা যদি রান করতে না পারে, আত্মবিশ্বাস না দেখায়, এখানে বিরাটকে দোষ দেওয়ার কোনও কারণ দেখছি না।’

রাজস্থানের কাছে হারের কারণ হিসেবে ক্লার্ক আরও যোগ করেন, ‘আরসিবি অন্তত ১৫ রান মাঠে ফেলে এসেছে। ব্যাটিং অর্ডারে কিছু সিদ্ধান্তও অবাক করার মতো। কার্তিকের মতো ফিনিশার রয়েছে। জানি না, ওকে কেন ম্যাক্সওয়েলের পরে নামানো হয়েছিল। আমার মনে হয়, কার্তিককে গ্রিনের আগে নামানো উচিত ছিল।’