India Coach: বিরাটদের কোচ চেয়ে বিজ্ঞপ্তি জারি বোর্ডের
বোর্ডের নিয়ম মেনে রাহুল দ্রাবিড়কে কোচের পদে আবেদন করতে হবে। দ্য ওয়ালের পাশাপাশি বোলিং কোচের জন্য উঠে আসছে পারশ মামব্রের নাম। ব্যাটিং কোচ হিসেবে থেকে যাওয়ার কথা বর্তমান ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরের।
মুম্বই: শনিবারই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) সুত্রে খবর পাওয়া যায়, রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) ২০২৩ পর্যন্ত বিরাটদের (Virat Kohli) কোচের (coach) পদ নিয়োগ করতে চলেছে বিসিসিআই। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিল বোর্ড। ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের কোচ চেয়ে বিজ্ঞপ্তি জারি করল বিসিসিআই। হেড কোচের পাশাপাশি ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ এবং ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির জন্য হেড অব স্পোর্টস সায়েন্স/মেডিসিন পদের জন্যও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
২৬ অক্টোবর বিকেল ৫টার মধ্যে হেড কোচ পদে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন। সিনিয়র দলের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন ৩ নভেম্বর বিকেল ৫টার মধ্যে।
বোর্ডের নিয়ম মেনে রাহুল দ্রাবিড়কে কোচের পদে আবেদন করতে হবে। দ্য ওয়ালের পাশাপাশি বোলিং কোচের জন্য উঠে আসছে পারশ মামব্রের নাম। ব্যাটিং কোচ হিসেবে থেকে যাওয়ার কথা বর্তমান ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরের।
ভারতীয় সিনিয়র দলের কোচ হতে প্রথমে রাজি ছিলেন না রাহুল। আইপিএল ফাইনালে দিন তাঁকে রাজি করিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ (Sourav Ganguly) ও সচিব জয়। প্রাক্তন অধিনায়ককে রাহুল আশ্বাস দিয়েছেন তিনি কোচর পদে আবেদন করবেন। ২০২৩ পর্যন্ত বিরাটদের হেড স্যার হতে রাজি হয়েছেন রাহুল। তাই রবিবারের বিজ্ঞপ্তি প্রকাশ শুধুই নিয়মরক্ষা।
রাহুলের কোচ হওয়ার কথা সামনে আসার পর থেকেই ভারতীয় ক্রিকেটে খুশির হাওয়া। প্রাক্তন থেকে বর্তমান সবাই স্বাগত জানাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়দের সিদ্ধান্তকে। যদিও একটা অংশের ধারণা, রাহুল-বিরাট জুটি নিয়ে অশান্তি তৈরি হতে পারে ভারতীয় ক্রিকেটের অন্দরে। রাহুলকে কোচ করা প্রসঙ্গে বিরাট বলেছেন, তিনি কিছুই জানেন না। এই বিষয়ে তাঁর সঙ্গে কারও কোনও কথা হয়নি।
একটা অংশ আবার মনে করছে রাহুলকে কোচ করে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা বিরাট পরবর্তী যুগে তাকাতে চাইছেন। বিরাট টি-২০ ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। সাদা বলের ক্রিকেটে তিনি আর কতদিন খেলবেন তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। এই অবস্থায় রাহুলকে দায়িত্ব দেওয়া হল নতুন প্রজন্মের ভারতীয় দলের। যাঁরা জুনিয়র পর্যায়ে রাহুলের হাত ধরেই উঠে এসেছেন।
আরও পড়ুন: Indian Cricket: কোচ হচ্ছেন দ্রাবিড়, কিছুই জানেন না কোহলি
আরও পড়ুন : Indian Cricket: টি ২০ বিশ্বকাপের পর ২ বছরের চুক্তিতে ভারতের কোচ হচ্ছেন দ্রাবিড়