Asia Cup 2023: পিসিবির আমন্ত্রণ গ্রহণ, পাকিস্তানে যাচ্ছেন বিসিসিআইয়ের দুই শীর্ষকর্তা

India vs Pakistan: ৩০ অগস্ট পাকিস্তান মুলতানে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ খেলে শ্রীলঙ্কায় রওনা দেবে। কারণ ২ সেপ্টেম্বর রয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ।

Asia Cup 2023: পিসিবির আমন্ত্রণ গ্রহণ, পাকিস্তানে যাচ্ছেন বিসিসিআইয়ের দুই শীর্ষকর্তা
পিসিবির আমন্ত্রণ গ্রহণ, পাকিস্তানে যাচ্ছেন বিসিসিআইয়ের দুই শীর্ষকর্তাImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 26, 2023 | 3:23 PM

লাহোর: আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2023) আয়োজক পাকিস্তান। কিন্তু ভারত সে দেশে গিয়ে এশিয়া কাপ খেলতে রাজি না হওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রস্তাবিত হাইব্রিড মডেলে হতে চলেছে এ বারের এশিয়া কাপ। টুর্নামেন্টের ঢাকে কাঠি পড়বে ৩০ অগস্ট। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) পক্ষ থেকে বিসিসিআই (BCCI) সচিব এবং বাকি কর্তাদের পাকিস্তানে যাবার আমন্ত্রণ জানিয়েছে। শুধু তাই নয়, এশিয়া কাপে অংশ নেওয়া সব দেশের বোর্ডের কর্তাদের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছে পিসিবি। কিন্তু বিসিসিআই সূত্রের খবর পাকিস্তান বনাম নেপালের মধ্যে যে উদ্বোধনী ম্যাচটি হবে, তা দেখতে যাবেন না বিসিসিআই কর্তারা। তবে সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, পিসিবির আমন্ত্রণ গ্রহণ করেছে বিসিসিআই। এবং সেখানে ম্যাচ দেখতে যাবেন বিসিসিআইয়ের দুই শীর্ষ কর্তা। আসল ঘটনা কী? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

৩০ অগস্ট পাকিস্তান মুলতানে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ খেলে শ্রীলঙ্কায় রওনা দেবে। কারণ ২ সেপ্টেম্বর রয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক নিকট সূত্র পিটিআইকে জানিয়েছে, ৪-৭ সেপ্টেম্বর লাহোরে থাকবেন বিসিসিআই সভাপতি রজার বিনি, সহ-সভাপতি রাজীব শুক্লা। তাঁরা পিসিবির আমন্ত্রণ গ্রহণ করেছেন। বিসিসিআইয়ের ওই সূত্রের মতে, ‘২ সেপ্টেম্বর রজার বিনি, রাজীব শুক্লা এবং জয় শাহ ক্যান্ডিতে অনুষ্ঠিত হতে চলা ভারত-পাকিস্তান ম্যাচের জন্য শ্রীলঙ্কায় থাকবেন। এই তিনজন ভারতে ফিরবেন ৩ সেপ্টেম্বর। তারপর বিসিসিআই প্রেসিডেন্ট এবং ভাইস-প্রেসিডেন্ট ওয়াঘা বর্ডার হয়ে লাহোরে যাবেন।’

আসলে, ৪ সেপ্টেম্বর রজার বিনি ও রাজীব শুক্লাকে সস্ত্রীক পিসিবির পক্ষ থেকে লাহোরে গভর্নরের বাড়িতে ডিনারের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। জানা গিয়েছে, বিনি ও শুক্লা ৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচ দেখবেন। এবং পরের দিন অর্থাৎ ৬ সেপ্টেম্বর সুপার ফোরের প্রথম ম্যাচটিও তাঁরা দেখবেন।