Yuvraj Singh : ঘরে এল ফুটফুটে রাজকন্যা, নির্ঘুম রাতে পরিপূর্ণ যুবরাজের পরিবার

২০১৬ সালে যুবরাজ ও হেজেলের বিয়ে হয়। গতবছর পিতৃদিবসে যুবরাজ জানান তাঁর পুত্রসন্তানের নাম।

Yuvraj Singh : ঘরে এল ফুটফুটে রাজকন্যা, নির্ঘুম রাতে পরিপূর্ণ যুবরাজের পরিবার
Follow Us:
| Edited By: | Updated on: Aug 26, 2023 | 7:55 AM

কলকাতা : ২০১১ ওডিআই বিশ্বকাপ তিনি ২২ গজ মাতিয়েছিলেন। এক যুগ পর ফের দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ। এই দীর্ঘ সময়ের মধ্যে অনেক কিছুই বদলে গিয়েছে। জাতীয় দলের প্রাক্তন তারকা ব্যাটার যুবরাজ সিং এখন পুরোদস্তুর সংসারী। স্ত্রী হেজেল কিচ ও ছেলে ওরিয়ন তো ছিলই এ বার যুবির পরিবারে এল নতুন সদস্য। তাঁর স্ত্রী হেজেল কিচ সদ্য এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় দুই সন্তান ও স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করেছেন যুবি। ছবিটি মাঝরাতে তোলা। দুই সন্তানকে পালা করে ফিডিং বোতলে দুধ খাওয়াচ্ছেন যুবি ও হেজেল। যুবির পোস্ট করা এই মিষ্টি ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল। যুবরাজ ক্যাপশনে লিখেছেন, এতদিনে তাঁর পরিবার সম্পূর্ণ হল। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

২০১৬ সালে যুবরাজ ও হেজেলের বিয়ে হয়। গতবছর পিতৃদিবসে যুবরাজ জানান তাঁর পুত্রসন্তানের নাম। দিনটির শুভেচ্ছা জানিয়ে যুবি লিখেছিলেন, ‘এই পৃথিবীকে তোমাকে স্বাগত ওরিয়ন কিচ সিং।’ যুবির ছেলের এই অভিনব নাম নেটিজেনদের বেশ পছন্দ হয়েছিল। সদ্যোজাত মেয়ের নামও বিগ ব্রাদার ওরিয়নের নামের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে। যুবি-হেজেলের কন্যা সন্তানের নাম অরা। পরিবারের নতুন সদস্যের আগমনের খবর দিয়ে যুবরাজ সোশ্যাল মিডিয়ায় লেখেন, “অনিদ্রার রাতগুলি এখন আরও সুখের মনে হচ্ছে। আমাদের ছোট্ট প্রিন্সেস অরাকে স্বাগত জানাই। পরিবার সম্পূর্ণ হল।”

ছবির নীচে কমেন্ট বক্স ভরে গিয়েছে শুভেচ্ছায়। কে নেই সেখানে। সানিয়া মির্জা, রিচা চাড্ডা-সহ খেলা ও বিনোদন জগতের একঝাঁক মানুষ অভিনন্দন জানিয়েছেন যুবি ও হেজেলকে। সাধারণ অনুরাগীরা তো রয়েছেই। পিতৃত্বের জার্নিটা পুরোদমে উপভোগ করছেন যুবি। এক সাক্ষাৎকারে যুবি জানান, হেজেল তাঁকে বাবার ভূমিকার জন্য তৈরি করে দিয়েছেন।