IPL: নিলাম নিয়ে চর্চা শুরু, রিটেন সংখ্যা বাড়ানোর দাবি তুলে দিল টিমগুলো
IPL 2025 Auction: নিলামের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, রিটেনশন নিয়ম কী হবে আইপিএলের? যা শোনা যাচ্ছে তাতে ৩+১ নিয়মই রাখতে আগ্রহী বিসিসিআই। অর্থাৎ, মোট চারজনকে রিটেন করা যাবে। যা অন্যান্য বার হয়ে থাকে। কিন্তু অনেক টিম চাইছে, ওই নিয়ম এ বার পাল্টানো হোক।
কলকাতা: আইপিএলের বিউগল থামতে না থামতে আরও এক আইপিএলের (IPL) আয়োজন শুরু হয়ে গেল। আরও ভালো করে বললে, পরের আইপিএলের আগে হবে মেগা নিলাম। তা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়ে গেল বোর্ড কর্তাদের মধ্যে। মেগা নিলামে খোলনলচে পাল্টে যেতে পারে বিভিন্ন টিমগুলোর। যা শোনা যাচ্ছে, বিরাট কোহলি, রোহিত শর্মার মতো প্লেয়াররা অন্য টিমের দিকের পা বাড়াতে পারেন। আর তার জন্য তাঁদের দেখা যাবে নিলামে। ফলে, আগামী মরসুমের আগে মেগা নিলাম নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে।
নিলামের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, রিটেনশন নিয়ম কী হবে আইপিএলের? যা শোনা যাচ্ছে তাতে ৩+১ নিয়মই রাখতে আগ্রহী বিসিসিআই। অর্থাৎ, মোট চারজনকে রিটেন করা যাবে। যা অন্যান্য বার হয়ে থাকে। কিন্তু অনেক টিম চাইছে, ওই নিয়ম এ বার পাল্টানো হোক। ৪এর বদলে ৬ কিংবা ৮ করা যেতে পারে। তাতে কিন্তু নিলামের আকর্ষণ কমে যেতে পারে। সেই আশঙ্কা বোর্ডের মাথায় থাকছে। যে কারণে ৪-এই আটকে থাকতে চাইছে বোর্ড।
টিমগুলোর ক্ষেত্রে একটা সমস্যাও দেখা দিয়েছে। ৪ প্লেয়ার রিটেন করলে অনেক ক্ষেত্রেই টিমের তারকা প্লেয়ারকে ছেড়ে দিতে হতে পারে। যেমন বিরাট কোহলি। আরসিবির সঙ্গে ২০০৮ সাল থেকে জড়িয়ে। তাঁকে বাদ দিলে আরসিবির ফ্যানবেসও কমে যেতে পারে। বোর্ড কিন্তু এ নিয়েও ভাবনা চিন্তা করে বলছে, ‘আইপিএলের ফ্যানবেসের সঙ্গে ইপিএলের তুলনা হতে পারে না। কিন্তু সেখানে তো প্লেয়াররা এক টিম থেকে অন্য টিমে চলে যায়। এখনও হাতে অনেক সময় আছে এ সব নিয়ে সিদ্ধান্ত নেওয়ার।’
টিমের কর্তারা কিন্তু কিন্তু চাইছেন রিটেনশন সংখ্যা বাড়ানো হোক। এক কর্তার কথায়, ‘পঞ্জাব টিমকে ধরা যাক, এ বার ওরা প্লে-অফে ওঠেনি ঠিকই, কিন্তু ভালো পারফর্ম করেছে। একটা টিম তৈরি করেছে, যাদের নিয়ে এগোতে পারলে পঞ্জাব আগামী দিনে ভালো পারফর্ম করবে। সেই কারণেই রিটেনশন সংখ্যা বাড়ানো দরকার।’