IPL 2023: বাংলার পেসার মুকেশের স্বপ্নের উত্থানের কাহিনি

Mukesh Kumar: লড়াই, পরিশ্রম আর নিষ্ঠার ফল পেয়েছেন মুকেশ কুমার। বাংলার জার্সিতে দীর্ঘদিন খেলার পর আইপিএলে (IPL) ডাক পেয়েছেন। দিল্লি ক্যাপিটালসের (DC) হয়ে খেলছেন মুকেশ। ক্লাব ক্রিকেটে খেলার পরই বাংলার হয়ে খেলার ডাক পান মুকেশ কুমার। তবে বাংলার হয়ে খেলার রাস্তাও মসৃণ ছিল না।

IPL 2023: বাংলার পেসার মুকেশের স্বপ্নের উত্থানের কাহিনি
বাংলার পেসার মুকেশের স্বপ্নের উত্থানের কাহিনিImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 18, 2023 | 7:30 AM

গোপালগঞ্জ: বাংলার পেসার মুকেশ কুমারের (Mukesh Kumar) ক্রিকেটজীবনের উত্থানের কাহিনি কারও অজানা নয়। লড়াই, পরিশ্রম আর নিষ্ঠার ফল পেয়েছেন মুকেশ। বাংলার জার্সিতে দীর্ঘদিন খেলার পর আইপিএলে (IPL) ডাক পেয়েছেন। দিল্লি ক্যাপিটালসের (DC) হয়ে খেলছেন মুকেশ। মাঠে ঘণ্টার পর ঘণ্টা কঠোর অনুশীলন করে গিয়েছেন। বিহারের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছেন মুকেশ। তাঁর উত্থানের কাহিনি যে কোনও গল্পকেও হার মানাতে বাধ্য। ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়েই বাড়ি ছেড়েছিলেন। বাংলায় আসার পরও দিনের পর দিন কঠোর পরিশ্রম করতে হয় তাঁকে। কলকাতার টাউন ক্লাবে খেলার সুযোগ পেয়ে যান তিনি। ক্লাব ক্রিকেটে ভালো খেলে বাংলার রঞ্জি দলে জায়গা করে নেন। মাঝে একটা সময় দল থেকে বাদও পড়েন। তবে আবার ফিরে আসার লড়াই চালান। সেখান থেকেই আইপিএলের দরজা খুলে গিয়েছে তাঁর জীবনে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

পাড়ার অন্যান্য ছেলেদের সঙ্গেই বাড়ির কাছে এক মস্ত পুকুরের পাশের মাঠে ক্রিকেট খেলতেন মুকেশ। সারাদিন ক্রিকেট নিয়েই মেতে থাকতেন। এর জন্য বাড়িতে অনেক বকাও খেতে হয় তাঁকে। তবে স্বপ্ন দেখা ছাড়েনি সে। গরীব পরিবারে ক্রিকেট খেলার স্বপ্ন মানে আকাশ কুসুম কল্পনা। মুকেশের বাবা কাশীনাথ সিং কলকাতায় ট্যাক্সি চালাতেন। বিহার ক্রিকেট বোর্ডের অবস্থাও বেশ খারাপ। বোর্ডের অনুমোদনই নেই। তাই সেখান থেকে বেশিদূর যাওয়া যে সম্ভব নয়, তা বুঝেছিলেন মুকেশ। তাই বাড়ি থেকে পালিয়ে কলকাতায় বাবার কাছে চলে আসেন। কলকাতায় ছেলেকে এক ক্রিকেট ক্লাবে ভর্তি করে দেন মুকেশের বাবা। ট্যাক্সি চালিয়েই ছেলের সখ পূরণ করেছিলেন।

ক্লাব ক্রিকেটে খেলার পরই বাংলার হয়ে খেলার ডাক পান মুকেশ কুমার। তবে বাংলার হয়ে খেলার রাস্তাও মসৃণ ছিল না। হতাশায় ভেবেছিলেন ক্রিকেট ছেড়ে দেবেন। সিআরপিএফ আর বিহার পুলিশে চাকরির জন্য মানসিক ভাবে প্রস্তুতিও নিচ্ছিলেন। অনেক বাধা পেরোতে হয় তাঁকে। তবে পরিশ্রম আর নিষ্ঠাকে সঙ্গী করে হাল ছাড়েননি তিনি। রাজ্য দলের হয়ে খেলার পর ভারতীয়-এ দলেও ডাক পান মুকেশ। সেখান থেকে পরবর্তীতে ডাক মেলে টিম ইন্ডিয়ায়। ছোটবেলার বন্ধু অমিত কুমার সিংয়ের কথায়, ‘২০২২ সাল মুকেশের জন্য খুব পয়া। ভারতের টি-টোয়েন্টি দলে ডাক পায় ও। শুধু তাই নয়, আইপিএল নিলামে ৫.৫০ কোটি টাকা দিয়ে ওকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।’