INDIA WC CHAMPION: রূপকথার মতো…, রোহিত-বিরাটকে নিয়ে যা বলছেন সচিন, গম্ভীররা
ICC MEN’S T20 WC 2024: গম্ভীর অবশ্য আশাবাদী ওয়ান ডে এবং টেস্ট ক্রিকেটে দাপট বজায় থাকবে বিরাট-রোহিতের। যোগ করেন, 'ওরা টেস্ট ও ওয়ান ডে ফরম্যাটে খেলা চালিয়ে যাবে। আমি নিশ্চিত, ভারতীয় ক্রিকেটকে ওরা আরও অনেক সাফল্য দেবে।'
দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা। টি-টোয়েন্টিতে ফের বিশ্বসেরা ভারত। ২০০৭ সালে উদ্বোধনী বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্ব জিতেছিল ভারত। এ বার রোহিত শর্মার নেতৃত্বে। উদ্বোধনী বিশ্বকাপে তরুণ রোহিতের সতীর্থ তথা ফাইনালের নায়ক গৌতম গম্ভীর। ভারতের পরবর্তী কোচ হওয়ার দৌড়েও এগিয়ে গৌতম গম্ভীরই। অবশেষে টি-টোয়েন্টিতে বিশ্বকাপ ট্রফি আসায় উচ্ছ্বাসে ভাসছেন গম্ভীরও। মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকরাও প্রশংসায় ভরিয়েছেন টিমকে। বিশ্ব জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিত-বিরাট যুগের ইতি। কী বলছেন সচিন-গম্ভীররা?
সংবাদসংস্থা পিটিআইয়ে এক ভিডিয়ো দেশের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর বলেন, ‘বিশ্বকাপ জিতেই এই ফরম্যাটে অবসর। স্ক্রিপ্টেও এমনটা লেখা যায় না। বিরাট-রোহিত দু-জনই মহান ক্রিকেটার। ভারতীয় ক্রিকেটে ওদের অবদান ভোলার নয়। ওদের অনেক শুভেচ্ছা।’
গম্ভীর অবশ্য আশাবাদী ওয়ান ডে এবং টেস্ট ক্রিকেটে দাপট বজায় থাকবে বিরাট-রোহিতের। যোগ করেন, ‘ওরা টেস্ট ও ওয়ান ডে ফরম্যাটে খেলা চালিয়ে যাবে। আমি নিশ্চিত, ভারতীয় ক্রিকেটকে ওরা আরও অনেক সাফল্য দেবে।’
বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর। বিরাট-রোহিত দু-জনকেই খুব কাছ থেকে দেখেছেন। দু-জনের উত্থানের সাক্ষী থেকেছেন। দু-জনের দায়বদ্ধতায় মুগ্ধ। এক্স হ্যান্ডেলে রোহিতকে নিয়ে সচিন লিখেছেন, ‘আমি তোমার উত্থান দেখেছি। একজন তরুণ ক্রিকেটার থেকে বিশ্বজয়ী অধিনায়ক। ক্রিকেটের প্রতি তোমার দায়বদ্ধতা, অভাবনীয় প্রতিভা দেশকে গর্বিত করেছেন। এই ফরম্যাটে বিশ্বজয়ে বিদায়, এর চেয়ে সেরা অনুভূতি আর কী হতে পারে। ওয়েল ডান রোহিত।’
২০১১ ওয়ান ডে বিশ্বকাপে ভারতীয় শিবিরে অলিখিত স্লোগান ছিল, সচিনের জন্য বিশ্বকাপ জিততে হবে। চ্যাম্পিয়ন হওয়ার পর সচিনকে কাঁধে তুলে নিয়েছিলেন বিরাট কোহলি। সচিন পরবর্তী সময়ে বিরাটের কাঁধেই ছিল ভারতীয় ক্রিকেটের দায়িত্ব। টেস্ট ও ওয়ান ডে ক্রিকেটে আরও গর্বের মুহূর্ত উপহার দেবেন বিরাট কোহলি, এমনটাই প্রত্যাশা করছেন মাস্টারব্লাস্টার। লিখেছেন, ‘ছয়টি বিশ্বকাপ খেলা এবং জিতে বিদায় নেওয়ার অনুভূতি আমিও জানি। দীর্ঘ ফরম্যাটে তুমি আরও ম্যাচ জেতাবে, এটাই দেখতে চাই।’
𝐄𝐍𝐃𝐈𝐍𝐆 𝐎𝐍 𝐀 𝐇𝐈𝐆𝐇@ImRo45, I’ve witnessed your evolution from a promising youngster to a World Cup-winning captain from close quarters. Your unwavering commitment & exceptional talent have brought immense pride to the nation. Leading 🇮🇳 to a T20 World Cup 🏆 victory… pic.twitter.com/QSEui6Bq2K
— Sachin Tendulkar (@sachin_rt) June 30, 2024
বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। সতীর্থ বিরাট কোহলিকে মিথ, বলছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে বিরাটের সেরা কয়েকটি ইনিংসও মনে করিয়েছেন। নিজের ইউটিউব চ্যানেলে বিরাটকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অশ্বিন।