T20 World Cup 2024: ফেভারিট ধরেও ভারতকে সতর্কবার্তা বিশ্বজয়ী ক্যাপ্টেনের

Team India: ভারতের বিশ্বকাপ টিমে ৪জন স্পিনার রয়েছেন। তা দেখে দেশ-বিদেশের প্রাক্তন ক্রিকেটাররা তাঁদের নানা মতামত পেশ করেছেন। এ বার অস্ট্রেলিয়ার এক প্রাক্তন অধিনায়ক জানালেন, বিশ্বকাপের জন্য চার স্পিনার নিয়ে ঝুঁকি বাড়িয়েছে রোহিত অ্যান্ড কোং। কিন্তু তারপরও ভারতকেই ফেভারিট বলেছেন অজি তারকা।

T20 World Cup 2024: ফেভারিট ধরেও ভারতকে সতর্কবার্তা বিশ্বজয়ী ক্যাপ্টেনের
ফেভারিট ধরেও ভারতকে সতর্কবার্তা বিশ্বজয়ী ক্যাপ্টেনেরImage Credit source: PTI
Follow Us:
| Updated on: May 30, 2024 | 8:02 PM

কলকাতা: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) দামামা বেজে গিয়েছে। ভারতের বিশ্বকাপ টিমে ৪জন স্পিনার রয়েছেন। তা দেখে দেশ-বিদেশের প্রাক্তন ক্রিকেটাররা তাঁদের নানা মতামত পেশ করেছেন। এ বার অস্ট্রেলিয়ার এক প্রাক্তন অধিনায়ক জানালেন, বিশ্বকাপের জন্য চার স্পিনার নিয়ে ঝুঁকি বাড়িয়েছে রোহিত অ্যান্ড কোং। কিন্তু তারপরও ভারতকেই ফেভারিট বলেছেন অজি তারকা। বিশ্বকাপের টিম ঘোষণার পর রোহিত শর্মা (Rohit Sharma) প্রেস কনফারেন্সে জানিয়েছিলেন, পরিকল্পনা করেই চার স্পিনার ও ৩ পেসার রাখা হয়েছে টিমে।

কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল ভারতের দুই রিস্ট স্পিনারের পাশাপাশি স্পিন বিভাগের কাজ সামলাবেন রবীন্দ্র জাডেজা ও অক্ষর প্যাটেল। জাডেজা ও অক্ষর বাঁ-হাতি স্পিনার। পাশাপাশি তাঁরা অলরাউন্ডারও। প্রাক্তন অজি ক্যাপ্টেন মাইকেল ক্লার্কের মনে হয়েছে ভারত বিশ্বকাপ টিমে ৪ স্পিনার নিয়ে ঝুঁকি নিয়েছে। তিনি বলেন, ‘আমার মনে হয় স্পিন বিভাগে বেশি নজর দিয়ে ভারত ঝুঁকি নিয়ে ফেলেছে। অস্ট্রেলিয়ার থেকে ভারতের দল অনেক আলাদা। ক্যারিবিয়ান দীপপুঞ্জে নিজের খেলার অভিজ্ঞতা থেকে বলছি স্পিনের বিরুদ্ধে খেলার ওপর হার-জিত অনেকটাই নির্ভর করে। বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে ভারত অনেক টিমের দুঃশ্চিন্তার কারণ হতে চলেছে।’

পাশাপাশি ক্লার্ক ভারতকেই ফেভারিট হিসেবে দেখছেন। তাঁর মতে, ভারত প্রচুর পরিমাণ ক্রিকেট খেলেছে। এবং টিম ইন্ডিয়ার প্রস্তুতিও ভালো হয়েছে। এ বারের টি-২০ বিশ্বকাপ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে। ক্লার্কের মতে, ভারতের থেকে সেখানকার পরিবেশ অনেকটা আলাদা হলেও অল্প মিল রয়েছে। তাই বিশ্বকাপে রোহিতরাই সেরা। এ বার দেখার রোহিত অ্যান্ড কোং আইসিসি ট্রফির খরা কাটাতে পারে কিনা। তার জন্য এ বারের টি-২০ বিশ্বকাপ জিততে হবে ভারতীয় দলকে। টিম ইন্ডিয়ার বিশ্বকাপ যাত্রা শুরু হবে ৫ জুন। প্রতিপক্ষ আয়ারল্যান্ড।