IND vs AUS, Virat Kohli: বিরাটকে সেঞ্চুরি করতে দিয়েছে অস্ট্রেলিয়া! দাবি তাদের প্রাক্তনীর

India vs Australia Test Series: সুপারস্টারদের খারাপ পারফরম্যান্সও দায়ী। অস্ট্রেলিয়ায় পৌঁছে চরম অস্বস্তিতে ছিলেন বিরাট কোহলি। পারথ টেস্টে প্রথম ইনিংসে হতাশা। দ্বিতীয় ইনিংসে অপরাজিত সেঞ্চুরি। যদিও তা নিয়ে বিরাটকে নয়, কামিন্সদের 'কৃতিত্ব' দিচ্ছেন অজি কিংবদন্তি।

IND vs AUS, Virat Kohli: বিরাটকে সেঞ্চুরি করতে দিয়েছে অস্ট্রেলিয়া! দাবি তাদের প্রাক্তনীর
Image Credit source: PTI FILE
Follow Us:
| Updated on: Nov 29, 2024 | 3:52 PM

দীর্ঘ এক বছর ধরে বিরাট কোহলির টেস্ট পারফরম্যান্স নিয়ে নানা নেতিবাচক প্রশ্নই উঠেছে। অস্ট্রেলিয়া সফরের আগে ঘরের মাঠেও তাঁর পারফরম্যান্স ভালো ছিল না। বাংলাদেশের বিরুদ্ধে দু-ম্যাচের টেস্ট সিরিজ ভারত জিতলেও বিরাটের পারফরম্যান্স ছিল স্ক্যানারেই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে ক্লিনসুইপ হওয়ার ক্ষেত্রে সুপারস্টারদের খারাপ পারফরম্যান্সও দায়ী। অস্ট্রেলিয়ায় পৌঁছে চরম অস্বস্তিতে ছিলেন বিরাট কোহলি। পারথ টেস্টে প্রথম ইনিংসে হতাশা। দ্বিতীয় ইনিংসে অপরাজিত সেঞ্চুরি। যদিও তা নিয়ে বিরাটকে নয়, কামিন্সদের ‘কৃতিত্ব’ দিচ্ছেন অজি কিংবদন্তি।

বর্ডার-গাভাসকর ট্রফি। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের নামকরণ দুই কিংবদন্তিকে নিয়ে। ভারতের সুনীল গাভাসকর এবং অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডার। সেই অজি কিংবদন্তিই বলছেন, বিরাট কোহলিকে সেঞ্চুরির সুযোগ করে দিয়েছে অস্ট্রেলিয়াই! দীর্ঘ প্রায় দেড় বছর পর টেস্ট সেঞ্চুরি করা বিরাট কোহলিকে নিয়ে অজি কিংবদন্তি অ্যালান বর্ডার বলছেন, ‘আমরা যে ভাবে কোহলিকে সেঞ্চুরির দিকে এগিয়ে দিলাম, এতে আমি চূড়ান্ত হতাশ। ওর বিরুদ্ধে প্রতিরোধের কোনও চেষ্টাই দেখা যায়নি।’

প্যাট কামিন্সের নেতৃত্ব নিয়েও হতাশার কথা শুনিয়েছেন। সঙ্গে যেন সতর্কবার্তা। বিরাট কোহলির আত্মবিশ্বাস ফিরে পাওয়া মানে যে অস্ট্রেলিয়ার সমস্যা বাড়বে, এ আর নতুন করে বলার নেই। অ্যালান বর্ডার আরও যোগ করেন, ‘বিরাট কোহলিকে সিরিজের বাকি ম্যাচে এরকম আত্মবিশ্বাসী দেখতে চাই না।’ ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থ হওয়ার বিরাট কোহলির বিরুদ্ধে প্যাট কামিন্সের পরিকল্পনায় নানা গলদ ছিল বলেই মনে করেন। আর সেই ভুলের কারণেই বিরাট ছন্দে ফিরেছে বলেও দাবি বর্ডারের।