Mohsin Khan: জীবনের ২২ গজে নতুন ইনিংস শুরু LSG-র ভরসার ‘পাত্র’ মহসিন খানের
LSG, IPL 2025: কয়েকদিন আগে সৌদি আরবের জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলামে দেখা যায়নি মহসিন খানকে। কারণ, এ বার তাঁকে ৪ কোটিতে রিটেন করেছিল সঞ্জীব গোয়েঙ্কার দল।
কলকাতা: আইপিএলের মেগা নিলামে (IPL 2025 Mega Auction) ভাগ্য পরীক্ষার জন্য উঠতে হয়নি তাঁকে। তিনি ভরসা পেয়েছেন লখনউ সুপার জায়ান্টস টিম থেকে। কথা হচ্ছে মহসিন খানকে নিয়ে। উত্তরপ্রদেশের বাঁ-হাতি মিডিয়াম ফাস্ট বোলার মহসিন খানকে (Mohsin Khan) নিয়ে। ২০২২ সাল থেকে লখনউ সুপার জায়ান্টসের সদস্য তিনি। এ বার জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলামের আগে মহসিনকে রিটেন করেছিল সঞ্জীব গোয়েঙ্কার টিম। এ বার জীবনের ২২ গজে নতুন ইনিংস শুরু করলেন মহসিন।
বছর ২৬ এর মহসিন ইন্সটাগ্রামে শেয়ার করেছেন খুশির খবর। স্ত্রীর সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন একটি তারিখ। 14/11/2024 এর থেকে পরিষ্কার যে মহসিনের বিয়ে হয়েছে এ মাসের ১৪ তারিখ। বিয়ের সপ্তাহ দুয়েক পর ইন্সটাগ্রামে সেই ছবি শেয়ার করলেন লখনউয়ের বোলার। অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে সেই ইন্সটা পোস্টের কমেন্ট সেকশন।
View this post on Instagram
কয়েকদিন আগে হওয়া আইপিএলের মেগা নিলামে দেখা যায়নি মহসিন খানকে। কারণ, এ বার তাঁকে ৪ কোটিতে রিটেন করেছিল সঞ্জীব গোয়েঙ্কার দল। লখনউ সুপার জায়ান্টসের ভরসার পাত্র কী ভাবে হয়ে উঠলেন মহসিন খান? ২০২২ সালের আইপিএলের নিলামে মহসিনকে ২০ লক্ষ টাকায় কেনে লখনউ। সেই মরসুমে ৯ ম্যাচে ১৪টি উইকেট নেন মহসিন। পরের মরসুমে ৫ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। নেন ৩টি উইকেট। এরপর গত আইপিএলে ৯টি ম্যাচ খেলে ১০ উইকেট নেন। বর্তমানে মহসিন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ব্যস্ত। ২৭ নভেম্বর মণিপুরের বিরুদ্ধে ১টি উইকেট নেন মহসিন। তার আগে হিমাচলের বিরুদ্ধে ২টো উইকেট নিয়েছিলেন।
View this post on Instagram