ICC ODI World Cup 2023: ম্যাচ চলাকালীন পেট পুজোয় ব্যস্ত সূর্যকুমার, ক্যামেরা দেখেই পড়লেন অস্বস্তিতে

Suryakumar Yadav: টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটার সূর্যকুমার যাদব। এই ফর্ম্যাটে প্রত্যেক বোলারই তাঁকে কার্যত ভয় পায়। কিন্তু ওয়ানডে-তে গল্প বদলে যায় মিস্টার ৩৬০ ডিগ্রির।

ICC ODI World Cup 2023: ম্যাচ চলাকালীন পেট পুজোয় ব্যস্ত সূর্যকুমার, ক্যামেরা দেখেই পড়লেন অস্বস্তিতে
সূর্যকুমার যাদব
Follow Us:
| Edited By: | Updated on: Oct 10, 2023 | 4:45 PM

চেন্নাই: বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার শুরুটা খুব একটা ভালো হয়নি। প্রথম দুই ওভারের মাথায় আউট হন ঈশান কিষাণ, রোহিত শর্মা (Rohit Sharma) এবং তারপর শ্রেয়স আইয়ার। প্রবল চাপের মধ্যে  হাল ধরেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। দল যখন কঠিন পরিস্থিতিতে, একাদশের বাইরে ছিলেন মিস্টার ৩৬০ ডিগ্রি অর্থাৎ সূর্যকুমার যাদব (Suryakumar Jadav)। ডাগ আউটে বসে তখন খেতে ব্যস্ত তিনি। টেলিভিশন ক্যামেরায় ধরা পড়েছে এমনই এক দৃশ্য। তাঁর দিকে ক্যামেরা তাক করতেই অস্বস্তিতে পড়ে নিজেকে সামলে নেন সূর্য। মুহূর্তে ভাইরাল হয় এই ভিডিয়ো। এরপর এই বিষয়ে প্রতিক্রিয়াও দিয়েছেন তিনি। কী বলছেন তিনি? TV9 Bangla Sportsএর প্রতিবেদনে বিস্তারিত।

ভারতীয় ইনিংসের ষষ্ঠ ওভারে শ্রেয়স আইয়ারের পাশে বসেছিলেন সূর্যকুমার যাদব। তখন খালি হাতে সদ্য় প্যাভলিয়নে ফিরেছেন ঈশান কিষাণ। পরিস্থিতি বেশ কঠিন। কিন্তু এ সবের তোয়াক্কা না করেই তখন পেট পুজোয় মন দিয়েছিলেন সূর্য। কিন্তু ক্যামেরার চোখ এড়ানো কি এত সহজ? মুখে খাবার ভরতেই ক্যামেরায় ধরা পড়ে যান তিনি। সঙ্গে-সঙ্গে মুখ বন্ধ করে, না খাওয়ার ভান করতে থাকেন। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। দল যখন চাপে তখন খেতে ব্যস্ত তিনি? চোখের নিমেষে নেটদুনিয়ায় ভাইরাল হয় এই ভিডিয়ো। এই নিয়ে চলতে থাকে মজা, মিম সবই। এ বিষয়ে মজার প্রতিক্রিয়া দিয়েছেন সূর্য নিজেও।

ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিয়োটির কমেন্টে সূর্য লিখেছেন- “আরে ভাই…”। এর সঙ্গে তিনি-তিনটি মজার ইমোজিও জুড়েছেন। টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটার সূর্যকুমার যাদব। এই ফর্ম্যাটে প্রত্যেক বোলারই তাঁকে কার্যত ভয় পায়। কিন্তু ওয়ান ডে হলেই বদলে যায় মিস্টার ৩৬০ ডিগ্রির গল্প। টি-টোয়েন্টি তিনটি সেঞ্চুরি করা সূর্যের ব্যাটে ওয়ান ডে-তে ওঠেনি প্রত্যাশিত ঝড়। গড় রান ৩০-এরও কম। এশিয়া কাপে কিছুটা নজর কাড়ার চেষ্টা করেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে দুটি হাফসেঞ্চুরি করেছিলেন। কিন্তু এখন পর্যন্ত টি-টোয়েন্টির মতো ওয়ানডে-তে সেই ছাপ রাখতে পারেননি তিনি।