IND vs AUS: পিঙ্ক বল টেস্টে ভারতের একাদশ বাছাই মাথাব্যথা! দাওয়াই ‘চিকিৎসক’ চেতেশ্বর পূজারার

Cheteshwar Pujara: ৬ ডিসেম্বর অ্যাডিলেডে অজিদের বিরুদ্ধে বর্ডার গাভাসকর ট্রফিতে পিঙ্ক বল টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। এই টেস্টে টিম ইন্ডিয়ার একাদশ বাছাই নিয়ে মাথাব্যথা রয়েছে ভারতীয় শিবিরের। এই পরিস্থিতিতে ওই টেস্টের একাদশ কেমন হতে পারে তা নিয়ে আলোচনা চলছে। এ বার রোহিত-গম্ভীরদের দাওয়াই দিলেন চেতেশ্বর পূজারা।

IND vs AUS: পিঙ্ক বল টেস্টে ভারতের একাদশ বাছাই মাথাব্যথা! দাওয়াই 'চিকিৎসক' চেতেশ্বর পূজারার
IND vs AUS: পিঙ্ক বল টেস্টে ভারতের একাদশ বাছাই মাথাব্যথা! দাওয়াই 'চিকিৎসক' চেতেশ্বর পূজারার
Follow Us:
| Updated on: Nov 29, 2024 | 5:39 PM

কলকাতা: গোলাপি বলে টেস্ট বরাবরই আলাদা। ৬ ডিসেম্বর অ্যাডিলেডে অজিদের বিরুদ্ধে বর্ডার গাভাসকর ট্রফিতে পিঙ্ক বল টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। এই টেস্টে টিম ইন্ডিয়ার একাদশ বাছাই নিয়ে মাথাব্যথা রয়েছে ভারতীয় শিবিরের। রোহিত শর্মা, শুভমন গিলরা পারথ টেস্টে খেলেননি। অ্যাডিলেড টেস্টে রোহিত খেলবেন তা নিশ্চিত। গিল আঙুলের চোট সারিয়ে নেটে অনুশীলন শুরু করেছেন। ফলে তাঁকেও একাদশে দেখা যাবে, তেমনটাই মনে করছে ভারতীয় ক্রিকেট প্রেমীরা। এই পরিস্থিতিতে ওই টেস্টের একাদশ কেমন হতে পারে তা নিয়ে আলোচনা চলছে। এ বার রোহিত-গম্ভীরদের দাওয়াই দিলেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)।

এখনও অবধি টিম ইন্ডিয়া ৪টি পিঙ্ক বল টেস্ট খেলেছে। তার মধ্যে ৩টিতে খেলেছেন চেতেশ্বর পূজারা। বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩টি গোলাপি বল টেস্টে খেলেছেন পূজারা। আর শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটিতে খেলেননি। ভারতের সব মিলিয়ে পঞ্চম পিঙ্ক বল টেস্টের আগে পূজারা টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপে পরিবর্তন প্রসঙ্গে বলেছেন, ‘ব্যাটিং লাইন আপ নিয়ে বলতে গেলে দুর্ভাগ্যজনকভাবে দেবদত্ত পাড়িক্কাল ও ধ্রুব জুরেল বাদ পড়বে। রোহিত ও শুভমন পরের ম্যাচে ওদের জায়গায় খেলবে। আর যদি ব্যাটিং অর্ডার নিয়ে কথা বলতে হয়, তা হলে বলব আমার মনে হয় কেএল রাহুলের টপ অর্ডারে খেলা উচিত। ও টপ-তিনের মধ্যে খেলার যোগ্য। ফলে রোহিত অবশ্যই ওপেন করবে। কিন্তু কেএল রাহুল যদি টপ-তিনের মধ্যে ব্যাটিং করে তা হলে ভারতীয় দলের জন্যই সেটা লাভের হবে। কারণ প্রথম টেস্ট ম্যাচে ও যে ভাবে খেলেছে, তাতে ওকে সাবলীল দেখিয়েছে। ভালো ব্যাটিং করেছে।’

রোহিত ও শুভমন দু’জনকেই একাদশে চাইছেন পূজারা। তিনি বলেন, ‘শুভমন গিল যদি ৫ নম্বরে ব্যাটিংয়ে নামে সেই সময় বল খানিক পুরনো হয়ে যাবে। আর নিজের স্বাভাবিক খেলাটা তুলে ধরতে পারবে। ও কিছু আগ্রাসী শট খেলতে চায়, এই পজিশনে সেটা ভালো কাজে লাগাতে পারবে। গিল পাঁচে নামায় ঋষভ পন্থ ছয়ে নামতে পারবে। আর ওর জন্যও শুভমনের মতো এই পজিশনে আগ্রাসী খেলাটা সুবিধাজনক হতে পারে। ফলে আমাকে যদি অ্যাডিলেড টেস্টের ব্যাটিং অর্ডারে পরিবর্তন নিয়ে বলতে হয়, তা হলে বলব রোহিত ওপেন করুক, তিনে ব্যাট করুক রাহুল আর শুভমন ৫এ।’