আমাকে এখনও মাঠে দেখে তোমাদের খুশি হওয়া উচিত: গেইল

Chris Gayle: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতেও বেশ আপ্লুত ক্রিস গেইল। তৃতীয় টি-টোয়েন্টিতে নিজের দুরন্ত ইনিংস উৎসর্গ করেন কায়রন পোলার্ড আর বাকি সতীর্থদের।

আমাকে এখনও মাঠে দেখে তোমাদের খুশি হওয়া উচিত: গেইল
আমাকে এখনও মাঠে দেখে তোমাদের খুশি হওয়া উচিত: গেইল
Follow Us:
| Edited By: | Updated on: Jul 13, 2021 | 7:54 PM

সেন্ট লুসিয়া: টি-টোয়েন্টি বিশ্বকাপকে (T-20 World Cup) মাথায় রেখেই ক্রিস গেইলকে জাতীয় দলে ফিরিয়েছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। ৪১ বছরের গেইল অবশ্য হতাশ করেননি। কুড়ি বিশের ফরম্যাটে এখন ১৪ হাজার রানের মালিক ক্রিস গেইল (Chris Gayle)। ক্রিকেটের ইউনিভার্স বস রয়েছেন সেই পুরনো মেজাজেই।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে গেইলের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদেই অনায়াসে জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। একই সঙ্গে টি-টোয়েন্টি সিরিজও জেতে ক্যারিবিয়ানরা। ম্যাচ জেতানো ইনিংস উপহার দেওয়ার পর গেইল বলেন, ‘বিশ্বকাপই আমার পাখির চোখ। বয়সের সংখ্যা নিয়ে আমি ভাবি না। কয়েকদিন বাদেই ৪২-এ পড়ব। সবার এটা দেখে খুশি হওয়া উচিত যে, আমি এখনও মাঠে খেলি। যতদিন সম্ভব আমি খেলা চালিয়ে যাব। এই মুহূর্তগুলোকে উপভোগ করা উচিত। ক্রিকেটের ইউনিভার্স বসকে সম্মান জানিয়ে তার খেলা উপভোগ করা উচিত।’

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতেও বেশ আপ্লুত ক্রিস গেইল। তৃতীয় টি-টোয়েন্টিতে নিজের দুরন্ত ইনিংস উৎসর্গ করেন কায়রন পোলার্ড আর বাকি সতীর্থদের।

আরও পড়ুন: টি-টোয়েন্টিতে ১৪ হাজার রানের রেকর্ড গেইলের